খেলাধুলা

R Praggnanandhaa | নরওয়েতে দাবা প্রতিযোগিতায় বিশ্বের ১ নম্বরের পর ২ নম্বরকেও টেক্কা! ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে দাবা র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে প্রজ্ঞানন্দ!

R Praggnanandhaa | নরওয়েতে দাবা প্রতিযোগিতায় বিশ্বের ১ নম্বরের পর ২ নম্বরকেও টেক্কা! ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে দাবা র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে প্রজ্ঞানন্দ!
Key Highlights

বিশ্বের এক নম্বরের পর দুইনম্বর দাবাড়ুকেও হারিয়ে দিলেন ভারতের ছেলে রমেশবাবু প্রজ্ঞানন্দ। একদিন আগেই ক্লাসিকাল দাবায় আর প্রজ্ঞানন্দ বনাম ম্যাগনাস কার্লসেন ম্যাচে কার্লসেনকে হারিয়েছেন প্রজ্ঞা। এবার নরওয়ে দাবা প্রতিযোগিতায় বিশ্বের দুনম্বরকেও হারিয়ে দিলেন ভারতের ছেলে রমেশবাবু প্রজ্ঞানন্দ। মাত্র একদিনের ব্যবধানে বিশ্বের ১ নম্বর এবং ২ নম্বর দাবাড়ুকে ক্লাসিকাল দাবায় হারানোর নজির গড়লেন ভারতের এই ১৮ বছর বয়সী দাবাড়ু।

ফের আর প্রজ্ঞানন্দ(R Praggnanandhaa) এর বাজিমাত! বিশ্বের এক নম্বরের পর দুইনম্বর দাবাড়ুকেও হারিয়ে দিলেন ভারতের ছেলে রমেশবাবু প্রজ্ঞানন্দ। একদিন আগেই ক্লাসিকাল দাবায় আর প্রজ্ঞানন্দ বনাম ম্যাগনাস কার্লসেন (R Praggnanandhaa vs Magnus Carlsen) ম্যাচে কার্লসেনকে হারিয়েছেন প্রজ্ঞা। এবার নরওয়ে দাবা প্রতিযোগিতায় বিশ্বের দুনম্বরকেও হারিয়ে দিলেন ভারতের ছেলে রমেশবাবু প্রজ্ঞানন্দ। মাত্র একদিনের ব্যবধানে বিশ্বের ১ নম্বর এবং ২ নম্বর দাবাড়ুকে ক্লাসিকাল দাবায় হারানোর নজির গড়লেন ভারতের এই ১৮ বছর বয়সী দাবাড়ু। এই জয়ের সঙ্গে সঙ্গেই বিশ্বের প্রথম দশে ঢুকে পড়ছেন চেন্নাইয়ের এই দাবাড়ু। প্রথমবার এই দুই তারকাকে একই প্রতিযোগিতায় হারালেন তিনি।

 নরওয়ে চেজ প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডের ম্যাচে বিশ্বের দুনম্বর ফ্যাবিয়ানো কারুয়ানার বিরুদ্ধে দুরন্ত জয় পেলেন ভারতের দাবা গ্র্যান্ডমাস্টার (chess grandmaster india) প্রজ্ঞানন্দ। এই প্রতিযোগিতায় শুরু থেকেই ঝড় তুলেছেন ভারতীয় দাবাড়ু। আঁটঘাট বেঁধেই যে এবারে তিনি এসেছেন, সেটা প্রথম রাউন্ড থেকেই বুঝিয়ে দিয়েছেন তিনি। প্রথম থেকে অবশ্য দুই দাবাড়ুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। তবে ৬৬ নম্বর দানে গিয়েই মস্ত বড় ভুল করে ফেলেন কারুয়ানা। আর সেই সুযোগেই ম্যাচে জাঁকিয়ে বসেন প্রজ্ঞানন্দ। এরপর আর ১১ দান বাকি ছিল তাঁর জয়ের। এই মূহূর্তে প্রতিযোগিতায় পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন আমেরিকার হিকারু নাকামুরা, দ্বিতীয় স্থানে রয়েছেন ম্যাগনাস কার্লসেন, ঠিক পিছনেই রয়েছেন ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ, তাঁর পয়েন্ট ৮.৫। সেই সঙ্গে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের প্রথম দশে ঢুকে পড়লেন প্রজ্ঞানন্দ। এখনও বাকি পাঁচ রাউন্ডের খেলার বাকি রয়েছে, ফলে দ্বিতীয় পর্যায় ভালো পারফরমেন্স করতে পারলেই রেকর্ড গড়তে পারেন গতবার এফআইডিই দাবা বিশ্বকাপে রানার্স আপ হওয়া প্রজ্ঞা।

প্রজ্ঞানন্দের দুরন্ত জয়ের পরই বিভিন্ন দিক থেকে এসেছে শুভেচ্ছা বার্তা। প্রতিযোগিতার নিজস্ব সোশাল নেটওয়ার্কিং সাইট থেকে যেমন প্রজ্ঞানন্দকে শুভেচ্ছা জানানো হয়েছে, তেমনই ভারতের এই দাবাড়ুকে অনবদ্য কৃতিত্বের জন্য প্রশংসায় ভরিয়েছেন গৌতম আদানি। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, অসাধারণ প্রজ্ঞানন্দ। বিশ্বের প্রথম এবং দ্বিতীয় নম্বর দাবাড়ুর বিরুদ্ধে অনবদ্য জয় প্রজ্ঞার। 

উল্লেখ্য, ক্লাসিক্যাল চেজ দাবার অন্যতম কঠিন ফরম্যাট। এই প্রতিযোগিতায় প্রতিটি চালের আগে প্রতিযোগীদের ভাবার জন্য বিস্তর সময় দেওয়া হয়। প্রতিটি চালের জন্য এক ঘণ্টারও বেশি সময় পান প্রতিযোগীরা। স্বাভাবিকভাবেই অভিজ্ঞ খেলোয়াড়রা এক্ষেত্রে অ্যাডভান্টেজ পান। প্রজ্ঞানন্দ যে তরুণ বয়সেই বিশ্বদাবায় একেবারে উপরের সারিতে উঠে এসেছেন এই জয় তার প্রমাণ। এর আগে নরওয়ে দাবা প্রতিযোগিতায় ভারতের এই বিস্ময় প্রতিভা কার্লসেনকে হারিয়ে ওই প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে শীর্ষস্থান অধিকার করেন। আর প্রজ্ঞানন্দ বনাম ম্যাগনাস কার্লসেন (R Praggnanandhaa vs Magnus Carlsen) ম্যাচে প্রজ্ঞার সংগ্রহ ৫.৫ পয়েন্ট। ওই ম্যাচের দ্বারাই প্রথমবার কার্লসেনকে ক্লাসিকাল দাবায় হারালেন আর প্রজ্ঞানন্দ(R Praggnanandhaa)। 

বয়সে তরুণ হলেও তিনি যে মানসিকভাবে অনেকের থেকেই শক্তিশালী সেটা বারবার প্রমাণ করে দিয়েছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। কারণ ম্যাগনাস কার্লসেনকে হারানোর পর চতুর্থ রাউন্ডে কিছুটা অপ্রত্য়াশিভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের হিকারু নাকামুরার কাছে হেরে গেছিলেন প্রজ্ঞানন্দ। কিন্তু হারের একদিনের মধ্যেই অনবদ্য প্রত্যাবর্তন করে বিশ্বের দু নম্বরকে হারিয়ে তাক লাগিয়ে দিলেন তিনি। অন্যদিকে প্রজ্ঞানন্দের দিদি বৈশালী রমেশবাবুরও জয়যাত্রা অব্যাহত রয়েছে। প্রজ্ঞানন্দের দিদি বৈশালীও মহিলাদের বিভাগে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।পিয়া ক্রামলিংয়ের মতো তারকাকে হারানোর পর তিনি হারান চিনের লেই তিংজিকে।


Park Street | অ্যালেন পার্কের রাস্তায় ধস! পার্ক স্ট্রিট এলাকায় ব্যাহত যান চলাচল
Sealdah Local | উইকেন্ডে বাতিল একাধিক লোকাল ট্রেন, ভোগান্তি শিয়ালদহ শাখার যাত্রীদের
Weather Update। বৃষ্টিতে জেরবার মহানগরী, একনজরে দেখে নিন কলকাতার আজকের আবহাওয়া আপডেট
21st July Live | '২৭ শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে'! প্রতি শনি ও রবিবার মিটিং-মিছিল করার নির্দেশ দলকে!
Horseshoe Crab | ডাইনোসরের থেকেও বেশি সময় ধরে পৃথিবীতে বসবাস! হর্সশু কাঁকড়ার এক লিটার নীল রক্তের দাম ১১ লক্ষ কেন জানেন?
পাকিস্তানের রিজওয়ানের সঙ্গে ব্যবধান বাড়িয়ে ফিফা বিশ্বকাপের ক্রমতালিকার শীর্ষ স্থান ধরে রাখল সূর্যকুমার
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo