R G KAR Hearing live । 'দিনের পর দিন অন্ধকারে রেখেছে সিবিআই। ' রায়ঘোষণার আগে ক্ষোভপ্রকাশ তিলোত্তমার মা বাবার
আজ শিয়ালদাহ কোর্টে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলাতে শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস রায়দান করবেন। 'দিনের পর দিন অন্ধকারে রেখেছে সিবিআই।' রায়ঘোষণার আগে তীব্র ক্ষোভ প্রকাশ করলো তিলোত্তমার মা বাবা।
১৮ ই জানুয়ারি, সকাল ০৭:৩০ : 'দিনের পর দিন অন্ধকারে রেখেছে সিবিআই। ' রায়ঘোষণার আগে তীব্র ক্ষোভ প্রকাশ করলো তিলোত্তমার মা বাবা।
আজ শিয়ালদাহ কোর্টে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার রায়দান করা হবে। শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস রায়দান করবেন। প্রায় পাঁচ মাস আগের এই ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। প্রতিবাদে নামেন চিকিৎসকরা, সাধারণ মানুষ, সেলিব্রিটিরা। একাধিক দিন অনশনে পথে দিন রাত কাটান জুনিয়র চিকিৎসকরা। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা নিয়ে ওঠে প্রশ্ন। সামনে আসে আরজিকর হাসপাতালে ঘটা নানান দুর্নীতির খবর। অবশেষে 'তিলোত্তমা'র ধর্ষণ ও খুন কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসি হবে না কারাদণ্ডের সাজা, সেই দিকেই তাকিয়ে গোটা পশ্চিমবঙ্গ তথা দেশ।