Aman Jaiswal | বাইক দুর্ঘটনা কাড়লো তাজা প্রাণ, বছর ২২শেই মৃত্যু হলো জনপ্রিয় অভিনেতা অমন জয়সওয়ালের

Friday, January 17 2025, 4:06 pm
Aman Jaiswal | বাইক দুর্ঘটনা কাড়লো তাজা প্রাণ, বছর ২২শেই মৃত্যু হলো জনপ্রিয় অভিনেতা অমন জয়সওয়ালের
highlightKey Highlights

বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো ‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিক খ্যাত জনপ্রিয় অভিনেতা অমন জয়সওয়ালের।


শোকস্তব্ধ বলিউড দুনিয়া। পথদুর্ঘটনায় মৃত্যু হলো ‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিক খ্যাত জনপ্রিয় অভিনেতা অমন জয়সওয়ালের। সূত্রের খবর, এদিন নিজের বাইকে করে অডিশন দিতে যাচ্ছিলেন বছর ২২শের এই অভিনেতা। যোগেশ্বরী সড়কে একটি ট্রাক তাঁর বাইকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রবি দুবে, শগুন মেহেতার শো ‘উদারিয়া’র মাধ্যমে টেলিভিশন জগতে এসেছিলেন তিনি। ‘ধরতিপুত্র নন্দিনী’ ছাড়াও অভিনয় করেছিলেন পুণ্যশ্লোক অহল্যাবাঈ সিরিয়ালেও। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন ‘ধরতিপুত্র নন্দিনী’র গল্পকার ধীরজ মিশ্র সহ অনেকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

লেটেস্ট আপডেট