Saif Ali Khan Attack | মেরুদণ্ড থেকে মাত্র ২ মিমি দূরে ছুরি! রক্তে ভিজে গিয়েও হেঁটেই হাসপাতালে ঢোকেন সইফ
Friday, January 17 2025, 12:39 pm
Key Highlights
লীলাবতী হাসপাতালের ডাক্তার নীতিন নারায়ণ ডাঙ্গে জানান, রক্তে ভেসে যাচ্ছিলো সইফের শরীর, ছিল ৬ বার ছুরির গভীর আঘাত।
‘Walked in like a Lion’! ঘাড়ে পিঠে ছুরির গুরুতর আঘাত থাকা সত্ত্বেও নেন নি স্ট্রেচার! সাইফ আলি খানের ওপর হামলার ঘটনার রাতে হাসপাতালে অভিনেতার অবস্থার বিবরণ দিতে গিয়ে এমনটাই জানালেন চিকিৎসক। লীলাবতী হাসপাতালের ডাক্তার নীতিন নারায়ণ ডাঙ্গে জানান, রক্তে ভেসে যাচ্ছিলো সইফের শরীর, ছিল ৬ বার ছুরির গভীর আঘাত। কিন্তু তা সত্ত্বেও সরাসরি হেঁটে ঢোকেন 'ছোটে নবাব'। সঙ্গে ছিল তৈমুর। চিকিৎসক আরও জানান, তাঁর মেরুদণ্ড থেকে মাত্র ২ মিমি দূরে ঢুকেছিল এই ৩ ইঞ্চি ধারালো ছুরিটি। ফলে বরাত জোরে বেঁচেছেন সইফ।
- Related topics -
- বিনোদন
- বলিউড
- অভিনেতা
- সাইফ আলি খান
- সাইফ আলী খান
- মুম্বাই
- সেলিব্রিটি
- ভাইরাল