খেলাধুলা

IPL 2023 | ম্যাচ হারলে এবারের মত বিদায় নেবে রাজস্থান! মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি রাজস্থান-পঞ্জাব!

IPL 2023 | ম্যাচ হারলে এবারের মত বিদায় নেবে রাজস্থান! মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি রাজস্থান-পঞ্জাব!
Key Highlights

হায়দরাবাদকে হারিয়ে প্লে অফের খেলায় টিকে রইলো আরসিবি। নিজের স্থান বাঁচাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামবে পঞ্জাব-রাজস্থান।

শেষের পথে চলে এসেছে চলতি বছরের অর্থাৎ ২০২৩ সালের আইপিএল (IPL 2023)। প্লে অফার খেলা থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad ) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তার মধ্যে নিজেদের রাস্তা নিজেরাই কঠিন করে রেখেছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। অন্যদিকে, রান রেটের (Run Rate) দৌড়ে রাজস্থানের থেকে বেশ অনেকটাই পিছিয়ে রয়েছে পঞ্জাব কিংস (Punjab Kings)। ফলে আজ ১৯ই মে শুক্রবারে রীতিমতন মরণ-বাঁচন পরিস্থিতি নিয়ে মুখোমুখি খেলতে চলেছে এই দুই দল। এদিন সন্ধে ৭.৩০টায় ধর্মশালার (Dharamshala) এইচপিসিএ স্টেডিয়ামে (HPCA Stadium ) একে ওপরের বিরুদ্ধে ২২ গজের চলেছে রাজস্থান ও পঞ্জাব।

২০২৩ এর আইপিএল-এর শুরুটা ভালোভাবে করলেও পরে নিজেদের পথ নিজেরাই কঠিন করে দেয় রাজস্থান। ১৩ টি ১২ পয়েন্ট রয়েছে রাজস্থানের ঝুলিতে। এদিনের ম্যাচে হারলে এবারের মতো বিদায় জানাতে হবে দলকে। জিতলেও জটিল অঙ্কের অপেক্ষা। এদিক রাজস্থান রয়্যালসের ধারাবাহিকতাও ধোঁয়াশার। জেসন হোল্ডারকে (Jason Holder) বেশির ভাগ ম্যাচে সুযোগই দেওয়া হয়নি। আর যে ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে, তাঁর ব্যাটিং দক্ষতাকে কাজে লাগানো হয়নি বলেই মনে করেছেন ক্রিকেট প্রেমীরা। তাদের মতে, এই ক্যারিবিয়ান অলরাউন্ডার যে বিধ্বংসী ব্যাটিং করতে পারেন, সেটা যেন ভুলে গিয়েছে রাজস্থান রয়্যালস টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে, এদিনের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ পঞ্জাবের কাছে। এই দলও ১৩টি ম্যাচে ১২ রান পুড়েছে নিজেদের ঝোলায়। তবে রান রেটে রাজস্থানের তুলনায় অনেকটাই পিছিয়ে কিংসরা। এদিনের ম্যাচ কেবল সামান্য রানে নয়, বিশাল ব্যবধানে জিততে হবে পঞ্জাবকে।

উল্লেখ্য, চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত প্লে অফ নিশ্চিত করতে পেরেছে কেবল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। ১৩টি ম্যাচে ১৮ পয়েন্ট রয়েছে হার্দিক পাণ্ড্যদের ( Hardik Pandya)। এত পয়েন্ট এবারের আইপিএলে এখনও কোনও দলই করে উঠতে পারেনি। অন্যদিকে, গতকাল অর্থাৎ ১৮ই মে বৃহস্পতিবার সানরাইজার হায়দরাবাদকে হারিয়ে প্লে অফের খেলায় টিকে রইলো আরসিবি (RCB)। বিরাট কোহলির (Virat Kohli) দুরন্ত সেঞ্চুরি (Century) ও ফ্যাফ ডুপ্লেসির (Faf du Plessis) অধিনায়কোচিত ইনিংস, দুইয়ের সৌজন্যে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অনবদ্য জয় পেল রয়্যাল চ্যাসেঞ্জার্স ব্যাঙ্গালোর ( Royal Chasers Bangalore )। অরেঞ্জ আর্মির বিরুদ্ধে জয়ের ফলে ১৩টি  ম্যাচের মধ্যে ৭টি জয় করে ১৮ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২৩ এর পয়েন্ট তালিকায় ( IPL 2023 Points Table) চতুর্থ স্থানে উঠে গেল কোহলির দল।

 ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সানরাইজার্সের। ২৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হায়দরাবাদ। সেখানে দলকে একা হাতে টানেন হেনরিক ক্লাসেন (Henrik Klaassen)। এডেন মার্করামের (Aiden Markram) সঙ্গে ৭৬ ও হ্যারি ব্রুকের (Harry Brook) সঙ্গে ৭৪ রানের পার্টনারশিপ করেন ক্লাসেন। আক্রমণাত্মক ইনিংস খেলে নিজের শতরান করে ৫১ বলে ১০৪ রান করে আউট হন হেনরিক। তবে শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে হায়দরাবাদ। এরপর রান তাড়া করতে মারকাটারি ইনিংস খেলতে শুরু করেন আরসিবির দুই ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি।

আইপিএল ২০২৩ এর পয়েন্ট তালিকা অনুযায়ী বর্তমানে, প্রথম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স (Gujarat Titans), দ্বিতীয়তে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), তৃতীয়তে লখনউ সুপার জায়েন্টস (Lucknow Supergiants), চতুর্থতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB), পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI), রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও কলকাতা নাইট রাইডার্স (KKR)। অষ্টম স্থানে রয়েছে পঞ্জাব কিংস (Punjab Kings)। নবমে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও দশম স্থানে রয়েছে সানরাইজার হায়েদেরাবাদ (Sunrisers Hyderabad)।