অমৃতসরের গুরু নানক হাসপাতালে বিধ্বংসী আগুন! আতঙ্ক ছড়াল, রয়েছে ব্যাপক ক্ষতির আশঙ্কাও

Sunday, May 15 2022, 2:40 pm
highlightKey Highlights

শনিবার ফের বিধ্বংসী আগুন! এবার অমৃতসরের গুরু নানক হাসপাতালে। শনিবার সকালে ওই হাসপাতালে আগুন লাগে বলে সূত্রের খবর। এই ঘটনায় হতাহতের খবর মেলেনি।


অমৃতসরের গুরু নানক দেব হাসপাতালে আগুন লাগে। আতঙ্কের জেরে হুড়োহুড়ি পড়ে যায় রোগীদের মধ্যে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে হাজির হয় দমকলের একাধিক ইঞ্জিন। 

অমৃতসরের হাসপাতালে আগুন, আতঙ্কের জেরে  রোগীদের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি

সকাল ৬টা নাগাদ অমৃতসরের গুরু নানক হাসপাতালের রেকর্ড রুমে আগুন লাগে। হাসপাতালে মে়ডিকেল সুপারিন্টেন্ডেন্টের পাশের ঘরটিই রেকর্ড রুম। তা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালের রোগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। এই ঘটনায় হতাহতের খবর পাওয়া না গেলেও ওই রেকর্ড রুমের যাবতীয় নথিপত্র ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে অগ্নিকাণ্ডের জেরে রোগীরা ব্যাপক আতঙ্কিত। তাঁদের সকলকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধী। দিল্লির অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File