অর্থনৈতিক

পাম তেল রপ্তানি বন্ধের প্রতিবাদে বিক্ষোভ ছড়ালো ইন্দোনেশিয়ায়

পাম তেল রপ্তানি বন্ধের প্রতিবাদে বিক্ষোভ ছড়ালো ইন্দোনেশিয়ায়
Key Highlights

ইন্দোনেশিয়ায় পাম তেল রপ্তানি বন্ধের প্রতিবাদে ইন্দোনেশিয়ার কৃষকরা বিক্ষোভ শুরু করেছেন। সরকারের ওই সিদ্ধান্তের জেরে গত মঙ্গলবার জাকার্তায় শত শত কৃষক বিক্ষোভ করেছেন

সরকারের সিদ্ধান্তের কারণে কৃষকদের রোজগার অর্ধেকে নেমে গেছে। জানা গিয়েছে গত ১৭ই মে, মঙ্গলবার সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে রাজধানী জাকার্তায় বিক্ষোভ করেছেন শত শত কৃষক। 

কৃষকদের দাবি না মানায় আন্দোলন শুরু হয়েছে, এমনকি পাম চাষিরা অন্য ২২টি প্রদেশেও একইভাবে বিক্ষোভে নামবেন বলে জানিয়েছেন

স্থানীয় বাজারে মূল্যবৃদ্ধি ঠেকাতে গত ২৮ এপ্রিল পাম তেল রপ্তানি নিষিদ্ধ করে বিশ্বের শীর্ষ পাম উৎপাদক ইন্দোনেশিয়া। এতে বিশ্ববাজারে ভোজ্যতেলের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি দামও বেড়ে গেছে ব্যাপকভাবে। তবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন ইন্দোনেশিয়ার পাম চাষিরা। সেখানে পাম ফলের দাম নেমে গেছে প্রায় অর্ধেকে।

ভোজ্যতেলের বাজারে ইন্দোনেশিয়ার অনুপস্থিতির সুযোগে সরবরাহ বাড়িয়ে দিয়েছে প্রতিদ্বন্দ্বী মালয়েশিয়া। তাতে লাভবানও হচ্ছে দেশটি। মঙ্গলবার ইন্দোনেশিয়ায় বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন ধরনের ব্যানার দেখা গেছে। তার একটিতে লেখা ছিল, ‘মালয়েশীয় কৃষকদের মুখে বড় হাসি, ইন্দোনেশীয় কৃষকরা দুর্ভোগে’।