R G Kar | ' অবিলম্বে বিচার দেওয়া হোক ', ' তোর বোন হলে কী করতিস ? ' , সিবিআই আধিকারিকদের দেখে বিক্ষোভ জনতার
Tuesday, September 10 2024, 4:24 am

সোমবার আরজিকর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে আসেন সিবিআই অফিসাররা। পরে রাতের দিকে তাঁরা যখন হাসপাতাল ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন, সেইসময় তাঁদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়।
আরজিকর ঘটনার ৩০ দিন অতিক্রান্ত। তবে সেভাবে এগোয়নি তদন্ত। এবার সিবিআই আধিকারিকদের দেখে ক্ষোভ দেখান সাধারণ জনগণ। সোমবার আরজিকর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে আসেন সিবিআই অফিসাররা। পরে রাতের দিকে তাঁরা যখন হাসপাতাল ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন, সেইসময় তাঁদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়।'তোর বোনের সঙ্গে হলে কী করতিস?' সিবিআই অফিসারদের উদ্দেশ্যে এমনই মন্তব্য করলেন এক ব্যক্তি। একজন বলেন, ‘অবিলম্বে বিচার দেওয়া হোক।’ কয়েকজন সিবিআইয়ের গাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান। পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিক্ষোভকারীদের সরিয়ে দেন।
- Related topics -
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- শহর কলকাতা
- সিবিআই