Bus and Taxi App | কিউআর কোড স্ক্যান করেই ভাড়া দেওয়া যাবে বাসে! অগাস্ট থেকে চালু হলুদ ট্যাক্সির অ্যাপ!
ডিজিটাল হতে চলেছে কলকাতার পরিবহণ ব্যবস্থা! বেসরকারি বাসে কিউআর কোড স্ক্যান করেই দেওয়া যাবে ভাড়া।হলুদ ট্যাক্সির ক্ষেত্রেও অ্যাপ আনছে রাজ্য সরকার। আগামী মাস থেকেই চালু অ্যাপ।
হলুদ ট্যাক্সির পর এবার ডিজিটালাইজেশনের (Digitization) পথে শহরের বেসরকারি বাসও। সূত্রের খবর, কিউয়ার কোড বেসড টিকিট (QR Code Based Ticket) সিস্টেম ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে একাধিক বেসরকারি বাসমালিক সংগঠন। অর্থাৎ এরপর পকেটে টাকা না থাকলেও বাসে থাকা কিউআর কোড স্ক্যান করেই দিতে পারবেন ভাড়া।
জানা গিয়েছে, এই ব্যবস্থা চালু হলে বাসের জন্য একটি নির্দিষ্ট অ্যাপ থাকবে। যাত্রীদের সেই অ্যাপ নিজের ফোনে ডাউনলোড করে রাখতে হবে। এরপর বাসযাত্রার সময় কত নম্বর বসে কোথার থেকে কোথায় যেতে চান সেই তথ্য দিতে হবে। এরপরেই সেই অ্যাপের সঙ্গে লিংক করা অ্যাকাউন্ট থেকে ভাড়া কেটে নেওয়া হবে। মোবাইলে একটি মেসেজও আসবে। এরপর বাসে উঠে কিউআর কোড স্ক্যানারে সেটি স্ক্যান করলেই টিকিট দেখাবে। কন্ডাকটর টিকিট দেখতে চাইলে মোবাইলে আসা মেসেজ দেখলেই হবে।
বাসে ই - টিকিট ব্যবস্থার জন্য বাসের ভিতরে অন্তত ৩০জায়গায় কিউআর কোড স্ক্যানার আটকানো থাকবে। যাতে বসে ভিড় হলেও যাত্রীদের অসুবিধা না হয়। কেবল যাত্রীদের ভাড়া কাটার সুবিধাই নয়, বাসে টিকিট চুরিও আটকানো যাবে বলে আশা করছেন বাসমালিক সংগঠন। তাদের বক্তব্য, ই - টিকিট কাটার সঙ্গে সঙ্গে মেসেজ পাবেন বাসমালিকও। ফলে তিনি জানতে পারবেন বাসে কত যাত্রী উঠেছেন। এছাড়াও টিকিটের টাকা সরাসরি বাসমালিক অ্যাকাউন্টে ঢুকবে। এছাড়াও খুজরোর সমস্যা মিটবে বলেও আশা।
ইতিমধ্যেই এই বিষয়ে বেসরকারি সংস্থার সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, বাসে ই - টিকিট ব্যবস্থা চালু করতে বেশ আগ্রহ দেখিয়েছে সরকারি পরিবহণ ব্যবস্থা নিগমও। আপাতত চলতি বছরের দুর্গা পুজোর আগেই এই ব্যবস্থা কলকাতার বেশ কিছু বাস রুটে আনার পরিকল্পনা চলছে। এই রুটগুলির মধ্যে থাকবে নিউটাউন (Newtown) ও সল্টলেক (Salt Lake)। প্রথমে এসি বাসে (AC Bus) এই ব্যবস্থা চালু করার কথা ভাবা হচ্ছে। বেসরকারি বাসে ই - টিকিট ব্যবস্থার পরিকল্পনা থাকলেও এখনই সরকারি বাসের ক্ষেত্রে কিছু ভাবা হয়নি।
অন্যদিকে, সম্প্রতি তিলোত্তমার ঐতিহ্যের এক টুকরো ' হলুদ ট্যাক্সির ' অস্তিত্ব রক্ষা করতে বিশেষ পরিকল্পনা করছে রাজ্য সরকার (State Government)। বর্তমানে অ্যাপ ক্যাবের (App Cab) চক্করে হলুদ ট্যাক্সি যেন হারিয়ে ফেলছে অস্তিত্ব। কয়েক মাসের মধ্যেই শহরে আর দেখা যাবেনা এই গাড়ি। কারণ হিন্দুস্তান মোটরসের (Hindustan Motors) তৈরি করা হলুদ রঙের সব অ্যাম্বাসেডরগুলির (Ambasador) ১৫ বছরের মেয়াদ শেষ হচ্ছে।
তবে কলকাতা থেকে যাতে হলুদ ট্যাক্সির চিহ্ন পুরোপুরি না মিটে যায় তার জন্য ডিজিটাল - অস্ত্রের ব্যবহার করতে চলেছে সরকার। জানা গিয়েছে, ডিজেলচালিত হলুদ ট্যক্সিগুলিকে ' ই ভেহিকলে '(E-Vehicle) পরিবর্তন করার চিন্তা করছে রাজ্য সরকার। এছাড়াও হলুদ ট্যাক্সির জন্য আগামী মাস থেকেই চালু হতে চলেছে অ্যাপ।
পরিবহণ দফতর সূত্রে খবর, প্রাথমিকভাবে শহরের কয়েকটি এলাকায় ইতিমধ্যেই হলুদ ট্যাক্সির অ্যাপ ' যাত্রী সাথী ' (Yatri Saathi) পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। তবে আগামী মাস অর্থাৎ আগস্ট মাস থেকেই বাণিজ্যিক ভাবে এই অ্যাপ চালু করা হবে। জানা গিয়েছে, এই অ্যাপে ট্যাক্সির ভাড়া কমই হবে। অন্যান্য ক্যাব অ্যাপের মত এই অ্যাপও ফোনে ডাউনলোড করে সহজেই ট্যাক্সি বুক করতে পারবেন যাত্রীরা।
জানা গিয়েছে, হাওড়া (Howrah) শিয়ালদহর (Sealdah) পুলিশরা নিজেরাই এই গাড়ির অ্যাপ গাড়ি চালকদের ফোনে ডাউনলোড করে দিচ্ছেন। কোনও গাড়ি চালকের স্মার্ট মোবাইল না থাকলে সেক্ষেত্রে তার গাড়ির নম্বর ও ফোন নম্বর রেকর্ড করে রাখা হচ্ছে। বর্তমানে পাইলট প্রজেক্ট হিসেবে এই অ্যাপটি চালু হবে হাওড়া, শিয়ালদহ, কলকাতা স্টেশনে (Kolkata Station)। পরবর্তীকালে গোটা শহরেই এই অ্যাপ চালু হবে বলে জানা গিয়েছে|