POCSO: মায়ের লিভ-ইন পার্টনারের জন্য এক নাবালিকা গর্ভবতী!

Saturday, January 28 2023, 9:49 am
highlightKey Highlights

মায়ের লিভ ইন সঙ্গীর জন্য মেয়ে অন্তঃসত্ত্বা, এই অভিযোগে সাক্ষ্য দেন মা। ১০ বছরের কারাদণ্ড দিল আদালত।


এক কিশোরী অভিযোগ জানিয়েছে যে, তাঁর ১৬ বছর বয়সে ২০১৬ সালে সে শিবাজিনগর এলাকায় মা এবং ‘সৎ বাবা’ও থাকতে শুরু করেন। সে যখন পঞ্চম শ্রেণিতে পড়তেন তখন মায়ের লিভ ইন সঙ্গী মাঝেমধ্যে তাঁকে শারীরিক নির্যাতন করতেন। প্রাণনাশের হুমকি দেখিয়ে এ ভাবে দিনের পর দিন তাঁর উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চলত বলে দাবি করেন অভিযোগকারিণী।

মেয়ের এই মারাত্মক অভিযোগে সাক্ষ্য দেন মা। নির্যাতিতার মা অভিযোগে করেন যে, দীর্ঘপ্রায় সময়কালীন তাঁর স্বামী অসুস্থ ছিলেন এবং তারপর তিনি মারা যান। এর পর অভিযুক্ত অর্থাৎ লিভ-ইন সঙ্গীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় তাঁর।  কিছু দিন পর কাজকর্ম ছেড়ে বাড়িতেই থাকতে শুরু করেন অভিযুক্ত ব্যক্তি।

Trending Updates

ধীরে ধীরে মদের নেশায় আসক্ত হয়ে পড়েন তিনি। এমনকি ক্রমশ অন্যান্য মাদক নেওয়াও শুরু করেন। এরপর এক দিন কাজ থেকে বাড়ি ফিরে তিনি দেখেন যে, তাঁর নাবালিকা মেয়ের সঙ্গে যৌন হেনস্থা করছে তারই লিভ ইন সঙ্গী। এ নিয়ে সঙ্গীকে সাবধান করায় দু’জনের মধ্যে ঘোর অশান্তি হয়। মহামান্য আদালত শুক্রবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন। POCSO মামলায় মুম্বাইয়ের একটি বিশেষ আদালত তাকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File