Dress Code in Temple | জিন্স, মিনি স্কার্টে 'না'! মধ্যপ্রদেশে মন্দিরের বাইরে টাঙানো হলো পোস্টার, ঘনাচ্ছে বিতর্ক

Sunday, July 6 2025, 3:01 pm
highlightKey Highlights

জিন্স, মিনি স্কার্ট পরে প্রবেশ করা যাবে না মন্দিরে। মধ্যপ্রদেশের ৪০টি মন্দিরে এই পোস্টার পরতেই শুরু হয়েছে বিতর্ক।


মন্দিরে ঢুকতে হলে পরা যাবেনা ছোট জামাকাপড়, ঢাকতে হবে মাথাও! মধ্যপ্রদেশের ৪০টি মন্দিরের বাইরে দেখা গেলো এমনই পোস্টার। সূত্রের খবর, ‘মহাকাল সংঘ বজরং দল’ নামক এক সংগঠন ওই পোস্টারগুলি লাগিয়েছেন। পোস্টারে লেখা আছে, ‘ভারতীয় সংস্কৃতি মেনে পোশাক পরে এলে তবেই মন্দিরে প্রবেশ করুন। তা না হলে বাইরে থেকেই মন্দির দর্শন করুন।’ পোস্টারে আরো লেখা রয়েছে, ‘যদি কেউ মিনিস্কার্ট, জিন্স টপ কিংবা অন্য কোনও পশ্চিমী সংস্কৃতির পোশাক পরে আসেন, তা হলে বাইরে থেকেই মন্দির দেখে চলে যাবেন।’ এই পোস্টার ঘিরেই ঘনিয়েছে বিতর্ক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File