আবহাওয়া

WB Weather Update: স্বস্তি পাবে বঙ্গ, সপ্তাহান্তে বৃষ্টি সম্ভাবনা

WB Weather Update: স্বস্তি পাবে বঙ্গ, সপ্তাহান্তে বৃষ্টি সম্ভাবনা
Key Highlights

অবশেষে স্বস্তির আশা পেল বঙ্গবাসী। সপ্তাহান্তে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আবহাওয়া পরিবর্তন হবে উত্তরবঙ্গেও।

তীব্র তাপদাহে পুড়ছে গোটা বঙ্গ। তাপপ্রবাহের সঙ্গে বইছে লু, সঙ্গে শুষ্ক আবহাওয়ায় অতিষ্ট বঙ্গবাসী (Extreme Heat)। তবে অবশেষে স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর (Weather Office)। ঈদের দিন অর্থাৎ শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে। আবহাওয়ার পরিবর্তন হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। যদিও তীব্র তাপপ্রবাহ থাকবে বৃহস্পতিবার পর্যন্ত।

আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহ শেষে উপকূলের জেলাসহ তিন-চার জেলায় হতে পারে হালকা বৃষ্টি (Rain)। আগামীকাল থেকেই পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যেই দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং পার্বত্য এলাকার সংলগ্ন জেলাগুলিতে।

তীব্র গরম সঙ্গে শুষ্ক আবহাওয়ায় অতিষ্ট হয়ে উঠেছে গোটা বঙ্গবাসী। ৪০ ডিগ্রি ছুঁয়েছে পারদ। জারি হয়েছে কমলা সতর্কতাও। তীব্র গরমে শিক্ষা দফতরগুলি ছুটি দেওয়ার সিদ্ধান্তও নেয় রাজ্য সরকার। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বেলা বাড়তেই বইবে লু। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বাংলা, অন্ধ্রপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং বিহারে।

এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। আগামী চারদিন স্বাভাবিকের থেকে দুই থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বেশি থাকলেও, শনিবার থেকেই কিছুটা শান্তি পাবে বঙ্গ, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দফতর।