কূল হারাল বাবুল সুপ্রিয়, আসানসোলের উপ নির্বাচনে তাঁকে টিকিট দেবে না তৃণমূল
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর আসানসোলের উপনির্বাচনে কী তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াবেন বাবুল সুপ্রিয়? এ নিয়েই চলছে জল্পনা
আসানসোল কেন্দ্রে উপনির্বাচনে ইতিমধ্যেই বিজেপি প্রার্থী কে হবে তা নির্ধারণ করা হয়ে গেছে। সম্ভবত বিজেপি ওই কেন্দ্র থেকে জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী করতে পারে। কিন্তু তৃণমূল কাকে প্রার্থী করতে চলেছে তা নিয়েই এখনও চলছে জল্পনা।
দল বদলের পর সাংসদ পদে ইস্তফা
কেন্দ্রীয় মন্ত্রিত্ব হারানোর পরই রাজনীতি ছাড়ার ঘোষণা করেছিলেন আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়। তারপর তিনি আচমকাই যোগ দেন তৃণমূলে। পাশাপাশি বিজেপির নেতৃত্বর উপরও ক্ষোভ উগরে দিয়েছিলেন বাবুল। তৃণমূলে যোগ দেওয়ার পরই তিনি সাংসদ পদ থেকেও ইস্তফা দেন।
তৃণমূলের হয়ে আসানসোলের উপনির্বাচনে প্রার্থী হিসেবে দেখা যাবে বাবুল সুপ্রিয়কে?
তৃণমূল সূত্রের খবর অনুযায়ী, আসানসোল কেন্দ্রে বাবুল সুপ্রিয়কে আর প্রার্থী করা হবে না। বাবুলের বদলে ওই কেন্দ্রে অভিনেত্রী তথা যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে প্রার্থী করা হতে পারে। একুশের নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন সায়নী। সেখান থেকে তিনি জিততে না পারলেও বেশ ছাপ ফেলেছেন। আর এই কারণেই এবার আবারও সায়নীকে আসানসোল থেকেই প্রার্থী করার কথা ভাবছে তৃণমূল।
- Related topics -
- রাজনৈতিক
- বাবুল সুপ্রিয়
- বিজেপি
- তৃণমূল কংগ্রেস