রাজনৈতিক

বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হল হিমাচলে! নির্বাচনে জায়গা পেলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী

বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হল হিমাচলে! নির্বাচনে জায়গা পেলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী
Key Highlights

বিধানসভা নির্বাচন নিয়ে হিমাচল প্রদেশে ব্যস্ততা তুঙ্গে। আগামী ১২ই নভেম্বর হিমাচলে নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার বিজেপির ৬২ আসনে প্রার্থী তালিকা ঘোষণার পরে এদিন বাকি ছটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ৬৮ আসনের বিধানসভায় সব প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেলেও, কোথাও জায়গায় পাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেন কুমার ধুমল।

টিকিট পাননি ১১ জন বিধায়, ২ মন্ত্রীর কেন্দ্র পরিবর্তন

মঙ্গলবার দিল্লিতে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের প্রার্থী বাছাই করতে বৈঠক করে বিজেপির নেতৃত্ব। তারপরে বুধবার ৬২ জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় মন্ত্রী থাকা মহেন্দ্র ঠাকুর-সহ ১১ জন বিধায়ককে বাদ দেওয়া হয়। পাশাপাশি দুই মন্ত্রীর বিধানসভা কেন্দ্রও পরিবর্তন করা হয়। এরপর বৃহস্পতিবার বাকি ৬ টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সেই দ্বিতীয় তালিকায় দের বিধানসভা থেকে রমেশ ধাওয়ালাকে, জ্বালামুখী বিধানসভা থেকে রবীন্দ্র সিং রবিকে এবং তফশিলি জাতির জন্য সংরক্ষিত রামপুর আসন থেকে কৌল নেগিকে প্রার্থী করা হয়েছে। কুলু বিধানসভা থেকে টিকিট দেওয়া হয়েছে মহেশ্বর সিংকে। বদসার থেকে টিকিট দেওয়া হয়েছে মায়া শর্মাকে।

প্রার্থী তালিকা ঘোষণা হতেই অসন্তোষ

বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই দলের অভ্যন্তরীণ অসন্তোষ সামনে এসে পড়েছে। বিজেপি হিমাচলে তাদের সরকার ফেরাতে মরিয়া। সেদিকে লক্ষ্য রেখে বর্তমানের অনেক বিধায়ককে তারা টিকিট দেয়নি। এক্ষেত্রে নতুন মুখ আনা হয়েছে। পাশাপাশি কংগ্রেসকে পরিবারবাদী রাজনীতিতে অভিযুক্ত করেও বেশ কিছু ক্ষেত্রে সেই পরিবারবাদকে মেনে নিতে বাধ্য হয়েছে গেরুয়া শিবির। এব্যাপারে উল্লেখযোগ্য আসনটি হল মান্ডি জেলার ধরমপুর আসন। মহেন্দ্র সিং ঠাকুরের জায়গায় তাঁর ছেলে রজত ঠাকুরকে প্রার্থী করেছে বিজেপি। ১৯৮৯ সাল থেকে মহেন্দ্র সিং ঠাকুর ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছিলেন।


Kolkata Metro | সম্পূর্ণ ভেঙে ফেলা হবে কবি সুভাষ মেট্রো স্টেশন! নতুন স্টেশন তৈরী হতে সময় লাগবে প্রায় এক বছর!
Divya Deshmuk | দাবায় বিশ্বসেরা! প্রথম মহিলা দাবা বিশ্বচ্যাম্পিয়ন পেলো ভারত! চিনুন দিব্যা দেশমুখকে!
Operation Mahadev | পহেলগাঁও জঙ্গি হামলার বদলা! 'অপারেশন মহাদেবে' কাশ্মীরে নিকেশ ৩ জঙ্গি!
Siliguri | কারোর বয়স ২১ তো কারোর ৩৫..ভিনরাজ্যে কাজে পাঠানোর নাম করে পাচারের ছক! শিলিগুড়ি থেকে উদ্ধার ৩৪ যুবতী!
WBJEE Result | বছরে পেরিয়েও খোঁজ নেই WBJEE রেজাল্টের, উদ্বেগে পরিক্ষার্থীরা, কী বললেন বোর্ডের চেয়ারপারসন?
Dilip Ghosh | সোশ্যাল মিডিয়ায় কুৎসা, তদন্তের আর্জি জানিয়ে লালবাজারে দিলীপ ঘোষ
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo