জেলা

দূর্গাপুজোয় উলুবেড়িয়াকে যানজটমুক্ত রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ

দূর্গাপুজোয় উলুবেড়িয়াকে যানজটমুক্ত রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ
Key Highlights

পুজোর আগেই বেজে গিয়েছে পূজোর বাদ্যি। তৃতীয়া বা চতুর্থী থেকেই মন্ডপগুলিতে ঢল নেমেছে মানুষের। তাই ভিড় নিয়ন্ত্রণে রাখতে তৎপর হাওড়া গ্রামীণ জেলা পুলিশ।

হাওড়া জেলার বেশ কিছু পুজো মন্ডপ দ্বিতীয়া এবং তৃতীয়া থেকেই উদ্বোধন করা হয়ে গিয়েছিল ফলে দর্শনার্থীদের আগমন ও শুরু হয়ে গিয়েছে। উলুবেড়িয়া, বাগনান সহ একাধিক জায়গায় দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মন্ডপে। মানুষের ভিড়ে অন্যদিকে নিরাপত্তার দিকে ঝুঁকি বেড়ে যাচ্ছে। তাই ঠাকুর দেখতে বেরিয়ে কোন বিপদের সম্মুখীন যাতে না হতে হয়, উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে যাতে পালন করা যায় সেদিকে তৎপর হাওড়া গ্রামীণ জেলা পুলিশ।

হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ, জেনে নিন সেগুলি কী কী

নিরাপত্তার জন্য উৎসবের দিনগুলিতে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এবার হাওড়া গ্রামীণের বিভিন্ন জায়গায় থাকছে পুলিশ অ্যাসিস্টেন্ট বুথ। বিশেষ জোর দেওয়া হচ্ছে পূজা মন্ডপের পাশে পার্কিং ব্যবস্থাগুলির উপরও। যেসকল পূজা প্রাঙ্গণের সামনে মেলা হবে সেখানে দর্শনার্থীদের প্রবেশ-বাহিরে যাতে কোনো সমস্যা না হয় সেদিকেও জোর দেওয়া হচ্ছে। উলুবেড়িয়া টাউনকে যানজটমুক্ত রাখতে করা হয়েছে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও।

হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক ট্রাফিক কর্তা এ বিষয়ে জানান, "এডিজি ট্রাফিকের নির্দেশ মোতাবেক নির্ধারিত সময় অনুযায়ী ১৬ নং জাতীয় সড়কের উপর বিভিন্ন জায়গায় মালবাহী গাড়ির ক্ষেত্রে নো-এন্ট্রি করা হবে। তবে বেশ কিছু অত্যাবশকীয় পণ্যবহনকারী গাড়ির জন্য ছাড় রয়েছে। তিনি আরও জানান, উৎসবের দিনগুলিতে বিকেলের পর থেকে উলুবেড়িয়ার নরেন্দ্র মোড়, এগারো ফটক, বাগনান লাইব্রেরী মোড়, মানকুড় মোড় সহ গ্রামীণ হাওড়ার একাধিক জায়গায় নো-এন্ট্রি থাকবে।"

মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে ও বিশেষ জোর দেওয়া হচ্ছে। উলুবেড়িয়া, বাগনান সহ বিভিন্ন জায়গায় মহিলাদের সুরক্ষার জন্য পুলিশের উইনার্স টিম সর্বত্র টহল দেবে। পাশাপাশি, মন্ডপ মন্ডপগুলির কাছাকাছি কার্নিভালেও মেডিকেল টিম সহ বিভিন্ন জরুরী সমস্যার সমাধান করার ব্যবস্থা থাকছে।


SSKM | SSKM-এ নতুন উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Sourav Ganguly | ৬ বছর পর CAB প্রেসিডেন্ট পদে ফিরলেন মহারাজ, ফের ক্রিকেট প্রশাসনে সৌরভ গঙ্গোপাধ্যায়
Ukraine | ৩৬১টি ড্রোন নিয়ে রাশিয়ার তৈল শোধনাগারে হামলা চালাল ইউক্রেন, পুড়ে ছাই ফ্যাক্টরি
Mimi Chakraborty | বেটিং কাণ্ডে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব ED-র! স্ক্যানারে রয়েছেন উর্বশীও
Earthquake In Assam | অসম-সহ গোটা উত্তরবঙ্গ কাঁপলো ভূমিকম্পে, মৃদু কম্পন অনুভূত হল কলকাতাতেও
Krishnanagar | পিস্তলের সঙ্গে ঈশিতার জন্যে ব্রেসলেটও এনেছিল দেশরাজ, কৃষ্ণনগর হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর দাবি অভিযুক্তের
Breaking News | যাদবপুর ছাত্রী মৃত্যুতে তদন্তকারীদের হাতিয়ার ঝিলপাড়ের বাথরুমের সিসিটিভি ফুটেজ!