আন্তর্জাতিক

ফ্রান্স ও মরক্কোর ফুটবল সমর্থকদের সঙ্গে প্যারিসের রাস্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে, গ্রেফতার ৭৪জন

ফ্রান্স ও মরক্কোর ফুটবল সমর্থকদের সঙ্গে প্যারিসের রাস্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে, গ্রেফতার ৭৪জন
Key Highlights

শনিবার রাতে প্যারিসের রাস্তায় ফ্রান্স ও মরক্কোর ফুটবল সমর্থকদের সঙ্গে সংঘর্ষ ঘটেছে পুলিশের। ঠিক কী ঘটেছিল তা বিস্তারিত জানুন

প্যারিসের রাস্তায় ফ্রান্স ও মরক্কোর ফুটবল সমর্থকদের সঙ্গে সংঘর্ষ ঘটেছে পুলিশের। শনিবার রাতে শহরের শানজ এলিজেতে এ সংঘর্ষ ঘটে। সমর্থকদের উন্মাদনা থামাতে তাদের ওপর টিয়ার শেল ছুঁড়ে পুলিশ। এ ঘটনায় অন্তত ৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কাতার ফিফা বিশ্বকাপ ২০২২-এর সেমিফাইনালের টিকিট পাকা হতেই প্যারিসের রাস্তায় সেলিব্রেশন করছিলেন আফ্রিকান রূপকথা লেখা মরক্কো ফুটবল দলের সমর্থকেরা। খানিক বাদেই তাদের সঙ্গে যোগ দেয় ইংল্যান্ডকে হারিয়ে শেষ চারে ওঠা ফ্রান্সের সমর্থকরাও। তবে তাদের সেই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি পুলিশ। কারণ এরপরেই শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ।

১০ ডিসেম্বর, শনিবার রাতে মরক্কো এবং পর্তুগালের মধ্যকার ম্যাচের পরপরই হাজার হাজার মরক্কান সমর্থক বিখ্যাত প্যারিসিয়ান এভিনিউয়ের সামনে পতাকা হাতে স্লোগান দিতে থাকেন। এসময় প্যারিসের পুলিশ সদস্যরা হুইসেল বাজিয়ে তাদের সতর্ক করতে থাকেন। কিন্তু কে শোনে কার কথা। উল্টো দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্সের জয়ের পর ফ্রেঞ্চ সমর্থকরাও যোগ দেয় তাদের সঙ্গে। রয়টার্সের টিভি ফুটেজে দেখা গেছে,মরক্কো ও ফ্রান্সের জয়ে আনন্দ উল্লাসকারীরা দোকান ভাঙচুর করছে এবং পুলিশের সঙ্গে মারামারি করছে।

চ্যাম্পস এলিসিসের কাছাকাছি অ্যাভিনিউ ডি ফ্রিডল্যান্ডে আগুনও দেখা যায়। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের ওপর কাঁদানে গ্যাস ছোড়েন।স্থানীয় গণমাধ্যম জানিয়েছে,সংঘর্ষের সময় বিক্ষুব্ধ সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে আতশবাজি নিক্ষেপ করছে। পুলিশের দিকে কাঠ ও পাথরের বড় টুকরো ছুড়ে মারছেন তারা। বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুনে পোড়ার ছবি দেখা গেছে। চ্যাম্পস এলিসির কাছের অ্যাভিনিউ ডি ফ্রিডল্যান্ডেও আগুন দেখা যায়।

ডেইলি মেইল জানিয়েছে, "কাতারে ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের ২-১ গোলে জয়ের চূড়ান্ত বাঁশি বাজলে প্রায় ২০ হাজার মানুষ প্যারিসের রাস্তায় নেমে আসে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে এবং সমর্থকরা আরও সহিংস হয়ে ভাঙচুরের ঘটনা ঘটায়।" বিজয় উদযাপন করতে দুই দলের সমর্থকরা নেমে আসে রাস্তায়। এক সময় তাদের উন্মাদনার মাত্রা সীমা ছাড়িয়ে যায়।

এলিজের প্যারিসিয়ান অ্যাভিনিউতে দোকানপাট ভাঙচুরও করেন তারা।রয়টার্সের এক টিভি ফুটেজে দেখা গেছে,বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে পতাকা উড়িয়ে এবং হর্ন বাজিয়ে বিজয় উদ্‌যাপন করছেন সমর্থকরা। উল্লাসের এক পর্যায়ে দোকানপাট ভাঙচুর করছেন তারা এবং পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হচ্ছে। শানজ এলিজের কাছে অ্যাভিনিউ দে ফ্রিদলঁদ এলাকায় অগ্নিসংযোগের ঘটনাও দেখা গেছে। বেশ কয়েকটি মোটরসাইকেল আগুনে পুড়ছে। ফাইনালে ওঠার লড়াইয়ে ১৫ ডিসেম্বর মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। এই দুই দলের সমর্থকরা একত্রে জয় উদযাপন করলে সংঘর্ষ বেঁধে যাওয়ার শঙ্কা থাকেই। মূলত সে কারণেই আগাম সতর্কতা হিসেবে তাদের আলাদা করতেই ছত্রভঙ্গ করে পুলিশ।


Supreme Court | নেতাজির রহস্য উন্মোচন করা হোক! মামলা খারিজ করে সুপ্রিম কোর্টের বক্তব্য ‘সব রোগের ওষুধ সুপ্রিম কোর্টের নেই’
Uma Dasgupta | প্রয়াত ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’! অভিনেত্রী উমা দাশগুপ্তের প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ
Alipurduar | গোপনাঙ্গ কেটে ঢুকিয়ে দেওয়া হয় মুখে! আলিপুরদুয়ারে উদ্ধার শিক্ষকের দেহ
India vs South Africa T20 । সঞ্জু তিলক ঝড়ে কার্যত উড়ে গেলো প্রোটিয়া শিবির, টি২০ সিরিজের ৪র্থ ম্যাচে রানের বর্ষা দুই তরুণ তুর্কির
India’s First Hydrogen Train | এবার জল দিয়েই চলবে ট্রেন! ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন চলবে ডিসেম্বরেই
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download