ISRO Chandrayaan-3 | ২৩সে আগস্ট কেবল চন্দ্রযান - ৩ এর অবতরণের দিনই নয়, পালন হবে ' জাতীয় মহাকাশ দিবসও'!

Saturday, August 26 2023, 11:47 am
highlightKey Highlights

দেশে ফিরেই ইসরো পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৩ সে আগস্ট দিনটিতে ইতিহাস গড়া ভারতের সাফল্যের জন্য এই দিনেই জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা প্রধানমন্ত্রীর।


২৩ সে আগস্ট ভারতের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে দিনটি। সন্ধে ৬টা ২ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সর্ব প্রথম অবতরণ করে ইসরোর চন্দ্রযান - ৩ (ISRO Chandrayaan 3)। তবে এই দিনটিকেই ভারতীয়দের কাছে আরও স্মরণীয় করে তোলার জন্য ২৩ সে আগষ্টকে ' জাতীয় মহাকাশ দিবস ' (National Space Day) হিসেবে পালন করার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

২৩ অগাস্ট অর্থাৎ যেদিন চাঁদের দক্ষিণ গোলার্ধ ছোয় ভারত, এবার থেকে এই দিনেই পালিত হবে জাতীয় মহাকাশ দিবস হিসেবে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় দাঁড়িয়ে এমনটাই ঘোষণা করেন প্রধানমন্ত্রী। দক্ষিণ আফ্রিকা (South Africa) ও গ্রিস (Greece) সফর শেষে দেশের মাটি ছুঁয়েই ' জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান' স্লোগান তোলেন তিনি। তারপর সোজা চলে যান ইসরোর অফিসের দিকে।

ইসরোয় গিয়ে দেখা করেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথের (ISRO Chief S Somnath) সঙ্গে। ইসরো প্রধান মোদিকে চন্দ্রাভিযানের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেন। মোদির জন্য সেদিন প্রদর্শিত হয় বিশেষ প্রেজেন্টেশনও। তারপর ইসরোর বিজ্ঞানীদের সামনে রেখে বিশেষ কিছু বার্তা দেন তিনি।

মোদি এদিন বলেন, তৃতীয় বিশ্বের দেশ ভারত আজ প্রথম সারিতে। এই যাত্রায় বড় ভূমিকা পালন করেছে ইসরো। ইসরো মেক ইন ইন্ডিয়াকে চাঁদে পৌঁছে দিয়েছে। এই প্রসঙ্গেই ২৩সে অগাস্ট চন্দ্রাভিযানের সাফল্যের দিনটি এখন থেকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, চাঁদে অবতরণ করে কাজে নেমে পড়েছে রোভার প্রজ্ঞান। ইসরো জানিয়েছে, এখনও পর্যন্ত আট মিটারেরও বেশি পথ অতিক্রম করেছে রোভারটি। চাঁদের দক্ষিণ মেরুর আনাচে কানাচে কী কী রহস্য লুকিয়ে রয়েছে তার সন্ধান চালাচ্ছে প্রজ্ঞান।

শনিবার দুপুরে প্রজ্ঞানের একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার করে ইসরো। যাতে দেখা যাচ্ছে, সোলার প্যানেলের সাহায্য নিয়ে বেশ কিছুটা পথ অতিক্রম করেছে রোভার। এদিক সেদিক মুভমেন্টও করছে সে। খুঁজে বেড়াচ্ছে চাঁদের মাটিতে জল, খনিজ পদার্থ কিংবা অন্যান্য অজানা বস্তু। চাঁদের মাটিতে ১৪ দিন পরীক্ষা করবে রোভার। সময়ে সময়ে নানান আপডেটও দিচ্ছে চন্দ্রযান -৩। এখন কেবল ভারতই নয়, গোটা বিশ্ব তাকিয়ে ভারতের এই গর্বের দিকে। এরপর কী কী আবিষ্কার করে রোভার সেই অপেক্ষায় সকলে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File