Nearest Picnic Spot | বছর শেষে পরিবার-বন্ধুদের সঙ্গে চড়ুইভাতির প্ল্যান? আপনার জন্য রইলো বেশ কিছু কলকাতার কাছে পিকনিক স্পটের খোঁজ!

Thursday, December 28 2023, 2:29 am
highlightKey Highlights

কলকাতার কাছে বেশ কিছু পিকনিক স্পট রয়েছে যেখানে পিকনিক করে আনন্দ তো পাবেনই সঙ্গে পাবেন সুন্দর পরিবেশ এবং ঘোরার জায়গাও। দেখে নিন কলকাতার কাছে বেশ কয়েক পিকনিক স্পট।


শীতকাল মানেই ঘোরাফেরা-পিকনিক। অনেকেই বছরের শেষে পরিবার-বন্ধুবান্ধবের সঙ্গে পিকনিক করতে ভালোবাসেন। তবে এক ঘেয়ে পাড়ার ক্লাবে বা বাড়িতে পিকনিক করতে কারই বা ভালোলাগে। এদিকে হাতে নেই বেশি দিনের ছুটিও। চিন্তা নেই, কলকাতার কাছাকাছি এমন কিছু পিকনিক স্পট রয়েছে যেখানে নিশ্চিন্তে পরিবার-আপনজনদের সঙ্গে পিকনিক করতে পারেন। শুধু পিকনিকই নয়, এর সঙ্গে হয়ে যাবে একদিনের সুন্দর ট্যুরও! দেখে নিন কলকাতার কাছে পিকনিক স্পট (Picnic Spot Near Kolkata)!

 মায়াপুর। Mayapur : 

Trending Updates

 মায়াপুর ইসকনের মন্দিরের জন্য বিখ্যাত। অসাধারণ সুন্দর এই মন্দিরটি দেখার জন্য কমবেশি সারা বছরই মানুষজন এখানে আসেন। তবে কেবল মন্দির দর্শনই নয়, এখানে করতে পারেন পিকনিকও। শীতের বেলায় নদীর তীর অপূর্ব আমেজ উপভোগ করতে পারবেন। বলা যেতে পারে এটি কলকাতার নিকটতম পিকনিক স্পট (Nearest Picnic Spot)। এখানে বাড়ি ভাড়ার সুবিধাও আছে, খরচ খুবই কম৷ কলকাতা থেকে সোজা বাস যায় মায়াপুর৷ এছাড়া রয়েছে একাধিক ট্রেনও। আবার কৃষ্ণনগর থেকে অটোয় মায়াপুর ঘাটে এসে নৌকায় নদী পার হলেই মায়াপুর পৌঁছে যাবেন।

 গাদিয়াড়া । Gadiara :

 কলকাতা থেকে ৮৫ কিমি দূরে হাওড়া জেলার অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট গাদিয়াড়া। একদিনের পিকনিক স্পট (One Day Picnic Spot) হিসেবে এটি দারুন জায়গা। ধর্মতলা থেকে বাসে মাত্র দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগে এখানে পৌঁছতে। হুগলি নদীর তীরে বসে চড়ুইভাতি করার সুযোগ পাবেন গাদিয়াড়াতেই৷ এছাড়া এখানে থাকার জন্য রয়েছে রাজ্য সরকারের পর্যটন উন্নয়ন নিগমের রূপনারায়ণ ট্যুরিস্ট লজ৷ কলকাতা থেকে এর দূরত্ব প্রায় ৮৫ কিমি।

 মাইথন । Maithon :

 পিকনিকের পাশাপাশি দু’-এক দিনের ছুটি নিয়ে দামোদরের তীরে মাইথনের ঘুরে আসতে পারেন৷ কাছেই রয়েছে কল্যাণেশ্বরী মন্দির৷ নানারকমের গাছপালায় ঘেরা এক অপূর্ব জায়গা৷ আসানসোল বা বরাকর থেকে মাত্র আট কিমি দূরে মাইথন৷ রয়েছে রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের মাইথন ট্যুরিস্ট লজ। যুব আবাস, পিডবলুডি বাংলো, হোটেল শান্তিনিবাসও রয়েছে৷

দুর্গাপুর ব্যারেজ । Durgapur Barrage :

 এটি কলকাতার কাছে আরেকটি সেরা নিকটতম পিকনিক স্পট (Nearest Picnic Spot)। দামোদর নদের ধারে সবুজ গাছের ছায়াঘেরা এই জায়গাটি পিকনিকের পক্ষে আদর্শ৷ খুব কাছেই রয়েছে দুর্গাপুর ব্যারেজ, দামোদরের অন্য তীরে বাঁকুড়া জেলা, দুর্গাপুরে আছে রাজ্য সরকারের পর্যটন উন্নয়ন নিগমের হোটেল।

 গড় মান্দারণ । Gar Mandaran :

 কামারপুকুর থেকে ঘাটাল যাওয়ার পথে আড়াই থেকে তিন কিলোমিটার গেলেই পেয়ে যাবেন গড় মান্দারণ৷ একদিনের পিকনিক স্পট (One Day Picnic Spot) এর জন্য বেশ পছন্দের জায়গা এটি। এখানে রয়েছে বিশাল এলাকা জুড়ে ঘন গাছের সারিতে ঢাকা এক মনোরম পিকনিক স্পট।

 দেউলটি । Deulti :

কলকাতার কাছে পিকনিক স্পট (Picnic Spot Near Kolkata) এর মধ্যে অন্যতম জায়গা হলো দেউলটি। এখানকার পরিছন্ন গ্রাম্য পরিবেশ বেশ খ্যাতনামা। সঙ্গে সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িও এখানেই অবস্থিত। পিকনিকের জন্য খুবই আদর্শ জায়গা দেউলটি। কলকাতা থেকে দূরত্বও কম, মাত্র ৬৫ কিমি। গাড়িতে গেলে প্রায় দেড় ঘন্টা মতো লাগবে। বলা ভালো এখানে মাছ ধরার ব্যবস্থাও রয়েছে।

ক্যাপ্টেন ভেরি । Captain Bherry :

কলকাতায় পিকনিক স্পট (Picnic Spots in Kolkata) এর মধ্যে বেশ পরিচিত এই জায়গা। শহরের মধ্যে রয়েছে এই পিকনিক স্পট। কলকাতায় পিকনিক স্পট (Picnic Spots in Kolkata) ক্যাপ্টেন ভেরিতে শীতে পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়। সুন্দর জলাভূমির মধ্যে পিকনিক করতে এলে উপরি পাওয়া টাটকা মাছ। এখানে বিকেলে বোটিংও করতে পারেন।

ওপরের জায়গাগুলি বাদেও আরও অনেক জায়গা রয়েছে যেখানে পিকনিক করা যেতে পারে। পিকনিক স্পটে যাওয়ার আগে অবশ্যই কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নেবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File