অর্থনৈতিক

লক্ষ্মীবারেই দারুণ সুখবর! একধাক্কায় পেট্রল-ডিজেলের দাম অনেকটা কমল

লক্ষ্মীবারেই দারুণ সুখবর! একধাক্কায় পেট্রল-ডিজেলের দাম অনেকটা কমল
Key Highlights

৯ই জুন বাংলার বহু জেলায় এক ধাক্কায় অনেকটাই কমল জ্বালানি তেলের দাম। আবার কিছু কিছু জেলায় বৃদ্ধি পেয়েছে পেট্রল, ডিজেলের দাম।

আজ পেট্রলের দাম কমেছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, হুগলি, জলপাইগুড়ি, মালদা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং উত্তর দিনাজপুরে। জ্বালানির দাম বেড়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুরে।

আলিপুরদুয়ারে আজ পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.৭৯ টাকায়। ডিজেল বিকোচ্ছে ৯৩.৪৭ টকায়। বাঁকুড়ায় পেট্রলের দাম ১০৬.২৪ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.৯৭ টাকা। বীরভূমে পেট্রলের দাম ১০৬.৪৪ টাকা, ডিজেল ৯৩.১৫ টাকা। কোচবিহারে পেট্রল বিকোচ্ছে ১০৬.৭৬ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৪৪ টাকায়।

উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যথাক্রমে পেট্রল বিকোচ্ছে ১০৬.৫১ এবং ১০৬.৩৭ টাকায়। এই দুই জেলায় ডিজেল বিকোচ্ছে যথাক্রমে ৯৩.২১ এবং ৯৩.০৭ টাকায়। দার্জিলিঙে পেট্রল ১০৫.৮৫ টাকা, ডিজেল ৯২.৫৯ টাকা। হুগলিতে আজ পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.৩২ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯৩.০৩ টকায়। জলপাইগুড়িতে পেট্রলের দাম ১০৫.৭১ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.৪৬ টাকা। মালদায় পেট্রলের দাম ১০৫.৭৮ টাকা, ডিজেল ৯২.৫৩ টাকা।