WB July 21, 2022 | একুশে জুলাই, শহীদ দিবসের মঞ্চ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা মমতার

Thursday, July 21 2022, 12:15 pm
highlightKey Highlights

আজ ২১শে জুলাই, ধর্মতলায় জনসমুদ্র। শহীদ দিবস উপলক্ষ্যে বঙ্গে পরবর্তী কী কী কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এক নজরে দেখা নেওয়া যাক।


মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কেন এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ | Why the day holds significance for TMC supremo Mamata Banerjee?

২১শে জুলাই কলকাতার রাস্তায় বেরিয়ে পড়ুন এবং আপনাকে একটি উত্সব মেজাজ, উচ্চ আত্মার মানুষ, সঙ্গীত এবং ভাল খাবারের দ্বারা স্বাগত জানানো হবে। দীক্ষিতরা ভুল করে ভাবতে পারে যে পুজো তাড়াতাড়ি এসে গেছে, যখন প্রকৃতপক্ষে, এটি ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দলের বার্ষিক শহিদ দিবস বা শহীদ দিবসের সমাবেশ।

এই হল আপনার দিনের তুচ্ছ বিষয়: ভারত একটি নয়, দুটি নয়, সাতটি শহীদ দিবস পালন করে স্বাধীনতা সংগ্রামের সময় তাদের জীবন উৎসর্গকারী বীরদের সম্মান জানাতে। এর মধ্যে সবচেয়ে বিশিষ্ট হল ৩০শে  জানুয়ারী, যা মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহিদ দিবস হিসাবে পালন করা হয়।

Trending Updates

যদিও এই উপলক্ষগুলি সাধারণত দুঃখজনক বিষয়, টিএমসি-এর শহিদ দিবস একটি সর্বাত্মক উদযাপন যা পশ্চিমবঙ্গের সমস্ত কোণ থেকে লক্ষ লক্ষ দলীয় কর্মী এবং সমর্থকদের আকর্ষণ করে। ১৯৯৩ সালের ২১শে  জুলাই কমিউনিস্ট-শাসিত কলকাতায় যুব কংগ্রেসের সমাবেশে পুলিশের গুলিতে নিহত 13 জনের প্রতি এটি একটি শ্রদ্ধাঞ্জলি।

মারণ করোনা ভাইরাসের কারণে গত ২ বছর ভার্চুয়ালি শহীদ দিবস পালন করা হয়েছিল। এবছর যে বর্ণময় সেলিব্রেশন যে হবে, তা আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দলীয় কর্মীদের আরও একবার সেই কর্মসূচির কথা মনে করালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার তৃণমূলের শহিদ সমাবেশের মঞ্চ থেকে গোটা আগস্ট মাসের কর্মসূচি স্থির করে দিলেন তিনি। প্রসঙ্গত, কলকাতার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।

৯ আগস্ট:

বিশ্ব আদিবাসী দিবস। তাই ওইদিন ব্লকে ব্লকে মিছিল করার নির্দেশ। তবে ওইদিনই মহরম। তাই আদিবাসী দিবসের মিছিল সকাল ১০টা থেকে ১১টার মধ্যে শেষ করতে হবে। কারণ, দুপুর ১টার পর থেকে মহরমের তাজিয়া বেরোয়। তাই কোনওভাবে যাতে দু’টি পৃথক মিছিলে যাতে কোনও সংঘাত না হয়, সেদিকে খেয়াল রাখার নির্দেশ দলনেত্রীর।

১৪ আগস্ট:

ফ্রিডম অ্যাট মিড নাইট পালনের বার্তা দলনেত্রীর। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এলাকায় দেশাত্মবোধক অনুষ্ঠান আয়োজনের নির্দেশ।

১৫ আগস্ট:

স্বাধীনতা দিবসে সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে বাড়িতে বাড়িতে পতাকা উত্তোলন করবেন কর্মীরা।

২২ আগস্ট:

দুর্গাপুজোর আগে নিরাপত্তা নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক।

২৮ আগস্ট:

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস।

২৯ আগস্ট:

রবিবার হওয়ায় ২৮ আগস্ট এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন হবে না। পরিবর্তে ২৯ আগস্ট গান্ধীমূর্তির পাদদেশে দুপুর ১টা থেকে শুরু হবে অনুষ্ঠান।

১ সেপ্টেম্বর:

দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। তাই কলকাতায় বর্ণময় মিছিল করা হবে। ব্লকে ব্লকে মিছিল করার নির্দেশ দলীয় কর্মী-সমর্থকদের।

৫ সেপ্টেম্বর: শিক্ষক দিবসে শিক্ষকদের সম্মান জানানোর নির্দেশ।

আমি চাই আমার প্রত্যেক কর্মী হেঁটে এলাকায় ঘুরুন। সকলের সঙ্গে কথা বলুন। দেখা করুন। চায়ের দোকানে বসুন। কাউকে চা খাওয়ান। তবে চা বিক্রেতাকে টাকা দিতে ভুলবেন না।

Mamata Banerjee, CM of West Bengal 



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File