IND-PAK: পাঞ্জাবে ভারত-পাক সীমান্তে বিএসএফের গুলিতে নিহত পাকিস্তানি অনুপ্রবেশকারী

Tuesday, January 3 2023, 10:28 am
highlightKey Highlights

BSF Troops Kill Pak Intruder: মঙ্গলবার সকালে নিরাপত্তা বাহিনী একটি সশস্ত্র অনুপ্রবেশকারীর সন্দেহজনক গতিবিধি শনাক্ত করেছে, যে পাকিস্তান সীমান্তের দিক থেকে বিএসএফ বেড়ার কাছে এসেছিল।


বর্ডার সিকিউরিটি ফোর্স পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে একটি অনুপ্রবেশের চেষ্টাকে ব্যর্থ করেছে। সীমান্ত পাহারা দিতে থাকা সৈন্যরা ভারতে প্রবেশের চেষ্টাকারী সশস্ত্র পাকিস্তানি অনুপ্রবেশকারীকে হত্যা করেছে। বিএসএফের ৭৩ ব্যাটালিয়নের সৈন্যরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করার পরে গুলি চালায় যার সময় অনুপ্রবেশকারীকে হত্যা করা হয়। স্মরণ করা যেতে পারে যে পাকিস্তান সাম্প্রতিক দিনগুলিতে পাঞ্জাবে তাদের অনুপ্রবেশের কৌশল বাড়িয়েছে। সীমান্ত রাজ্যে অস্ত্র ও মাদক পাঠানোর জন্যও ড্রোন ব্যবহার করে আসছে।

হামলাকারীর কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। আর কেউ লুকিয়ে আছে কিনা তা জানতে এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে বিএসএফ। প্রসঙ্গত, বিএসএফ গতকাল গুরুদাসপুর সেক্টর থেকে মাদক বোঝাই একটি ড্রোন উদ্ধার করেছে। সীমান্তের কাছেই ড্রোনটি উদ্ধার করা হয়। ওই ড্রোন থেকে প্রায় এক কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। সম্প্রতি বেশ কয়েকবার পাক ড্রোন সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে।

Trending Updates
ড্রোন থেকে প্রায় এক কেজি হেরোইন উদ্ধার
ড্রোন থেকে প্রায় এক কেজি হেরোইন উদ্ধার

মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ সীমান্তে এক ব্যক্তিকে দেখা যায়। পাকিস্তানের দিক থেকে ভারতের গুরুদাসপুর সেক্টরে ঢোকার চেষ্টা করছিল ওই অনুপ্রবেশকারী। সঙ্গে সঙ্গে সেনাকে সতর্ক করা হয়। অনুপ্রবেশ আটকাতে গুলি চালাতে শুরু করে বিএসএফ। তা সত্বেও ভারতের দিকে এগিয়ে আসতে থাকে ওই ব্যক্তি। বাধ্য হয়েই আক্রমণের তীব্রতা বাড়ায় বিএসএফ। গুলির লড়াইতে মৃত্যু হয় পাক অনুপ্রবেশকারীর।

বিএসএফের বিবৃতিতে বলা হয়েছে

সীমান্তে অনুপ্রবেশ রুখতে নজরদারি ব্যবস্থা আরও কড়া করতে চায় কেন্দ্র। সীমান্ত এলাকায় স্থায়ী বাঙ্কার নির্মাণ করতে যাচ্ছে ভারত। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এ পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। সূত্রের খবর, গুজরাটের 'সির ক্রিক' ও ‘হারামি নাল্লা’ জলাভূমি সংলগ্ন এলাকায় বাঙ্কারগুলি তৈরি করা হবে। ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায় একটি আট তলা বাঙ্কার তৈরি করা হবে বলে জানা গেছে।

BSF, Pak Rangers meet over border tension; first time in six months
BSF, Pak Rangers meet over border tension; first time in six months



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File