Padma Awards 2024 | মিঠুন-উষা থেকে শুরু করে 'পদ্মে' সম্মানিত ছৌ নৃত্যের মুখোশ কারিগর, 'গাছ দাদু', ভাদু শিল্পী রতন কাহার!বাংলা থেকে আর কে কে পেলেন এই সম্মান?

Saturday, January 27 2024, 1:35 pm
highlightKey Highlights

২০২৪ সালে ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষিত হলো পদ্ম সম্মান প্রাপকদের নাম। বাংলা থেকে পদ্মশ্রী পেলেন ৮শিল্পী। পদ্মভূষণ পেলেন তিনজন। দেখুন পদ্ম ২০২৪ সম্মান প্রাপকদের পুরো তালিকা।


প্রথা মেনে প্রতিবছরের মতো ২০২৪ (2024) সালেও প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষিত হল পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা। ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস (75th Republic Day of India) এর  প্রাক্কালে ঘোষিত হল পদ্ম পুরস্কার বিজেতাদের তালিকায় জ্বলজ্বল করছে  পশ্চিমবাংলার নাম। পশ্চিমবঙ্গ থেকে একাধিক শিল্পীরাই এবারের এই বিশেষ পুরস্কার পেতে চলেছেন। তবে কেবল শিল্পীই নয়, এই তালিকায় রয়েছে  শিল্প থেকে বিজ্ঞান, সমাজ সেবা সহ বিভিন্ন কাজের জন্য পুরস্কৃত ব্যক্তিত্বদের নাম।  দেখে নেওয়া যাক বাংলা থেকে কে কে পেলেন পদ্ম পুরস্কার (Padma Award)।

বাংলার পদ্মশ্রী প্রাপক :

Trending Updates

১১০ জনকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে। পদ্মশ্রী ২০২৪ (Padmashri 2024) এ পশ্চিমবঙ্গের তরফে ৮ জন শিল্পী পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। উল্লেখ্য, এই তালিকায় আছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী যাঁর গান এদেশেও সমান ভাবে বিখ্যাত, সেই রেজওয়ানা চৌধুরী বন্যা। বলাই বাহুল্য তিনি তাঁর গানের জন্য এই পুরস্কার পাচ্ছেন। এছাড়া রতন কাহারও পাচ্ছে লোকসঙ্গীতে তাঁর অবদানের জন্য এই পুরস্কার। তালিকায় নাম আছে জনপ্রিয় শিল্পী সনাতন রুদ্র পালের। তাঁর হাতের তৈরি প্রতিমা জগৎ বিখ্যাত। তন্দিরা বেগম এবং গীতা রায় বর্মনও এবার তাঁদের শিল্পের জন্য এই বিশেষ পুরস্কারে সম্মানিত হতে চলেছেন। বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন দুজন। এনারা হলেন নারায়ন চক্রবর্তী এবং একলব্য শর্মা। পুরুলিয়ার দুখু মাঝিও এই পুরস্কার পাচ্ছেন তাঁর সামাজিক কাজের জন্য। আজীবন ধরে তিনি পুরুলিয়াকে সবুজ করে তোলার চেষ্টা করেছেন, গাছ লাগিয়েছেন। সেই জন্যই তিনি এই পুরস্কার পাচ্ছেন।

পদ্মশ্রী ২০২৪ প্রাপকদের তালিকা (List of Padma Shri 2024 Recipients) : 

  • ভারতের প্রথম মহিলা মাহুত পার্বতী বরুয়া। ৬৭ বছরের এই অসমীয়া দেশের প্রথম মহিলা যিনি মাহুত হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন।
  • ছত্তিশগড়ের যশপুরের সমাজকর্মী এবং আদিবাসী উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত যোগেশ্বর যাদব।
  • ঝাড়খণ্ডের প্রকৃতিপ্রেমী চামি মুর্মু।
  • দিব্যাঙ্গ সমাজের উন্নয়নে জড়িত হরিয়ানার গুরবিন্দর সিং।
  • কেরালার কৃষক সত্যনারায়ণ বেলেরি।
  • কর্নাটকের সমাজকর্মী তথা প্ল্যাস্টিক সার্জেন প্রেমা ধনরাজ।
  • মিজোরামের সমাজকর্মী সাংথানকিমা।
  • ছত্তিশগড়ে আয়ুষ মেডিসিন বিশেষজ্ঞ হেমচন্দ মাঞ্ঝি।
  • আন্দামান ও নিকোবরের কৃষক কে চেল্লামল।
  • কর্নাটকের আদিবাসী সমাজকর্মী সোমান্না।
  • অরুণাচল প্রদেশের হার্বাল মেডিসিন বিশেষজ্ঞ ইয়ানুং জেমো লেগো।
  • বিহারের চিত্রশিল্পী অশোক কুমার বিশ্বাস।
  • কেরালার নৃত্যশিল্পী বালাকৃষ্ণণ সদানম পুথিয়া ভেটিল।
  • অন্ধ্র প্রদেশের প্রথম মহিলা হরিকথা শিল্পী স্বর মহেশ্বরী।

 পদ্মশ্রী পুরস্কার আর কারা পেলেন দেখতে ক্লিক করুন এখানে-  https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1999790

বাংলার পদ্মভূষণ প্রাপক :

পদ্মভূষণ দেওয়া হয়েছে ১৭ জনকে।  এটি কেন্দ্রের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান।এবার বাংলা থেকে তিনজন পদ্মভূষণ (Padma Bhushan) পাচ্ছেন তাঁদের কাজের জন্য। তবে এঁদের মধ্যে একজন ইতিমধ্যেই প্রয়াত। তিনি তাঁর মৃত্যুর পর এই পুরস্কার পাচ্ছেন। মিঠুন চক্রবর্তী তাঁর অভিনয় এবং অভিনয় জগতে অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন। গানের জন্য একই পুরস্কার পাচ্ছেন ঊষা উত্থুপ। পাবলিক অ্যাফেয়ারের জন্য এই পুরস্কার পাচ্ছেন সত্যব্রত মুখোপাধ্যায়। তিনি মরণোত্তর এই পুরস্কার পাচ্ছেন।

পদ্মভূষণ ২০২৪ প্রাপকদের তালিকা (List of Padma Bhushan 2024 Recipients) :

  •  এই তালিকায় রয়েছেন কেরলের এম ফতিমা বিভী (মরণোত্তর
  •  মহারাষ্ট্রের সাহিত্য সাংবাদিক হরমুসজি এন কামা
  • কর্নাটকের শিল্পপতি সীতারাম জিন্দল
  •  মহারাষ্ট্রের চিকিৎসক অশ্বিনী বালচাঁদ মেহতা
  • মহারাষ্ট্রের রাম নায়েক
  •  গুজরাতের চিকিৎসক তেজস মধুসূদন পটেল
  • কেরলের ওলানচেরি রাজাগোপাল
  • মহারাষ্ট্রের দত্তত্রয় অম্বদাস মায়ালু ওরফে রাজদূত
  •  লাদাখের তোগদান রিনপোচে (মরণোত্তর)
  • মহারাষ্ট্রের পেয়ারেলাল শর্মা
  •  বিহারের চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুর 
  • তামিলনাড়ুর বিজয়কান্ত (মরণোত্তর)
  •  মহারাষ্ট্রের কুন্দন ব্যাস

পদ্মবিভূষণ প্রাপক :

ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস (75th Republic Day of India) এর প্রাক্কালে ঘোষিত পদ্ম প্রাপকদের তালিকা অনুযায়ী, এ বছর মোট পাঁচ জনকে দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ (Padma Vibhushan) প্রদান করা হয়েছে। এই তালিকায় রয়েছেন, চিরঞ্জীবী, বেঙ্কাইয়া নাইডু ছাড়াও তামিলনাড়ুর বিজয়ন্তীমালা বালি, বিহারের সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক (মরণোত্তর), তামিলনাড়ুর পদ্ম সুব্রহ্মনিয়ম।

উল্লেখ্য, ২০২৪ (2024) সালে এক বিদেশিকেও পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছে। ফক্সকনের সিইও তাইওয়ানের বাসিন্দা ইয়ুং লিউ এই সম্মান পেয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File