High Security in CCU: প্রত্যেক যাত্রীর ব্যাগ তল্লাশি, বিমানবন্দরে 'হাই এলার্ট'!

Wednesday, January 25 2023, 10:23 am
highlightKey Highlights

৭৪ তম প্রজাতন্ত্র দিবসে দিবস উপলক্ষে কলকাতা বিমানবন্দরে কড়া নিরাপত্তা, রয়েছে কেন্দ্রীয় বাহিনী।


আগামীকাল ২৬শে জানুয়ারী, গোটা দেশজুড়ে ৭৪তম প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি চলছে। এই বিশেষ অনুষ্ঠানের কথা মাথায় রেখে দেশের বিভিন্ন স্থানে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পাশাপাশি কলকাতা বিমানবন্দরেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

বিমানবন্দরে চেক ইন-চেক আউট, টার্মিনাল সহ বিভিন্ন এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। নিরাপত্তার কারণে প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

Trending Updates

বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় চলাচলকারী প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কোথায় কোনও অপ্রীতিকর কোনও ঘটনা যাতে না ঘটে সেই বিষয় কড়া সতর্কতা নেওয়া হয়েছে। বিমানবন্দরের পার্কিং এলাকাতেও তল্লাশির জন্য অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। এমনকী ডগ স্কোয়াডকেও সেখানে নিয়ে আসা হয়েছে। কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, উভয়ের তরফে কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, বিমানবন্দরে এই মুহূর্তে কোনো ভিজিটর পাসও ইস্যু করা হচ্ছে না। সেই কারণে কোনও দর্শনার্থী যদি বিমানবন্দর ঘুরে দেখার জন্য যান, তাহলে তাকে খালি হাতেই ফায়ার আসতে হবে। এমনকি বিমানবন্দর প্রবেশকারী যাত্রীদের ব্যাগও খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File