Holi 2023 in Kolkata: দোল-হোলিতে মহানগরীতে বাইক-স্কুটি নিয়ে কড়া পদক্ষেপ লালবাজারের

Monday, March 6 2023, 10:37 am
highlightKey Highlights

দোল উৎসব উপলক্ষে পরপর ২ দিন কলকাতার রাস্তায় অতিরিক্ত ৪ হাজার পুলিশ মোতায়েন-সহ আরও অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে লালবাজার।


আর পাঁচটা অন্যান্য উৎসবের মতন কলকাতা পুলিশ এবার দোলের পাশাপাশি হোলির দিনটিকেও সমান গুরুত্ব দিয়েছে। আগামী ৭ই এবং ৮ই মার্চ (মঙ্গলবার ও বুধবার) দোল ও হোলি অনুষ্ঠিত হতে চলেছে। এই দুদিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কথা মাথায় রেখে গোটা শহরেই বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করছে লালবাজার।

Holi 2023 in Kolkata
Holi 2023 in Kolkata

লালবাজার সূত্রে খবর, গোটা কলকাতা নগরীর প্রত্যেকটি থানার পাশাপাশি সমস্ত ট্রাফিক বিভাগকেও সতর্ক করা হয়েছে।  যাতে দোল ও হোলি এই দু’দিনই রং খেলে বের হওয়ার পর মদ্যপ অবস্থায় কেউ বাইক বা গাড়ি না চালায়। সেক্ষেত্রে মদ্যপ চালকদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।  এমনকি আটক করে রাখা হতে পারে সেই গাড়ি ও বাইক। শুধু তাই নোই, হেলমেট না পরলে বা এক বাইকে তিনজন থাকলে তাকে মোটা টাকা জরিমানা দিতে হবে।

Trending Updates
Holi 2023 in Kolkata
Holi 2023 in Kolkata

দোল ও হোলি, দু’দিনেই কলকাতায় থাকতে পারে অতিরিক্ত সাড়ে তিন হাজার - চার হাজার পুলিশ বাহিনী। শহরের অন্তত পাঁচশোটি গুরুত্বপূর্ণ জায়গায় এই দুই দিন পুলিশ পিকেট থাকবে। প্রত্যেকটি ডিভিশনের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার দায়িত্বে থাকছেন একজন করে অতিরিক্ত ডিসি। তাঁর সঙ্গে থাকবেন দুই বা তিনজন করে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। এ ছাড়াও সারা শহরজুড়ে টহল দেবে পুলিশের পিসিআর ভ্যান, হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড এবং কুইক রেসপন্স টিম। পাশাপাশি বাইকে করে অলিগলিতে টহল দেবে স্থানীয় থানার পুলিশের টিম।

Holi 2023 in Kolkata
Holi 2023 in Kolkata

উল্লেখ্য, গত ২০২২ সালের এই দোলের দিনই রং খেলার পর চেতলা-সহ শহরের একাধিক পুকুর ও গঙ্গায় স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছিল ৩ কিশোর ও তরুণের। 

Holi 2023 in Kolkata
Holi 2023 in Kolkata



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File