Shopping Festival | দুর্গাপুজোয় কলকাতায় বড় আকর্ষণ! শহরে হবে আন্তর্জাতিক ‘শপিং ফেস্টিভ্যাল’!
বাঙালির মহোৎসব এবং কলকাতার বড় আকর্ষণ দুর্গাপুজোকে আরও অনন্য করে তুলতে বিশেষ উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে পুজোর আগে কলকাতায় আন্তর্জাতিক ‘শপিং ফেস্টিভ্যালে'র আয়োজন হচ্ছে। জানা গিয়েছে, দুবাইয়ে যেভাবে এই ফেস্টিভ্যাল হয় ঠিক সেই ধাঁচেই হবে। ২০-২৬ সেপ্টেম্বর, সাতদিন ধরে কলকাতা বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে এই ফেস্টিভ্যালের আসর বসবে।
বাঙালির মহোৎসব এবং কলকাতার বড় আকর্ষণ দুর্গাপুজোকে আরও অনন্য করে তুলতে বিশেষ উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে পুজোর আগে কলকাতায় আন্তর্জাতিক ‘শপিং ফেস্টিভ্যালে'র আয়োজন হচ্ছে। জানা গিয়েছে, দুবাইয়ে যেভাবে এই ফেস্টিভ্যাল হয় ঠিক সেই ধাঁচেই হবে। ২০-২৬ সেপ্টেম্বর, সাতদিন ধরে কলকাতা বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে এই ফেস্টিভ্যালের আসর বসবে।
মূলত ব্যবসায় রাজ্যজুড়ে জোয়ার আনতে এই উদ্যোগ নিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর ডাকা শিল্প বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়। এছাড়া ইতিমধ্যেই এই ফেস্টিভ্যাল নিয়ে দুবাইয়ের একটি সংস্থার সঙ্গে কথাবার্তা এগিয়েছে বলে সূত্রের খবর। সেখানকার এক প্রতিনিধিদল শীঘ্রই এ রাজ্যে আসবে। তবে এ বছর নভেম্বরে প্রস্তাবিত বিজিবিএস (BGBS) হচ্ছে না। ফলে সামনের বছর হবে।
জানা গিয়েছে, শপিং ফেস্টিভ্যালে ‘শোকেস ওয়েস্ট বেঙ্গল’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর ব্যবস্থাও থাকছে, যেখানে রাজ্যের হস্তশিল্প, টেক্সটাইল, খাবার-সহ রাজ্যের বিভিন্ন আকর্ষণকে বিশ্বের সামনে তুলে ধরা হবে। তুলে ধরা হবে জিআই ট্যাগ পাওয়া দ্রব্যসামগ্রী, শিল্পের পরিবেশের সমর্থনে তথ্য। মুখ্যমন্ত্রীর উদ্যোগে আয়োজিত হতে চলা ‘শপিং ফেস্টিভালে' দেশ-বিদেশের বহু নামী-দামী সংস্থা অংশ নেবে।
- Related topics -
- শহর কলকাতা
- অন্যান্য
- মমতা ব্যানার্জী
- দুর্গাপুজো
- পুজো ও উৎসব
- ব্যবসা বাণিজ্য
- ব্যবসায়ী
- বাণিজ্য
- শিল্পপতি
- শিল্প