Offbeat Places Near Darjeeling | দার্জিলিংয়ের কাছে ভিন্ন প্রকৃতির স্বাদ! প্রকৃতির মাঝে হারাতে ঘুরে আসুন রঙ্গিতের তীরে বিজনবাড়িতে!

Saturday, February 24 2024, 6:46 am
highlightKey Highlights

দার্জিলিং এর কাছাকাছি অফবিট জায়গার মধ্যে বেশ জনপ্রিয় বিজনবাড়ি। পরিবেশের মধ্যে হারিয়ে যেতে জানুন বিজনবাড়ি সম্পর্কে!


দীপাবলির আবহে বেশ শীতের আমেজ অনুভব হচ্ছে গোটা বঙ্গে। দক্ষিণবঙ্গে সকালে এবং বিকেল নামতেই ঠান্ডা ঠান্ডা লাগছে। অন্যদিকে উত্তরবঙ্গেও রয়েছে বেশ ভালো ঠান্ডা। এই আবহে পরিষ্কার আবহাওয়ায়, পরিষ্কার নীল আকাশের নিচে পাহাড়ের স্বাদ পেতে চায় সকলেই। বাংলা ও বাঙালির পাহাড় মানেই দাজিলিং। 'পাহাড়ের রানী' দার্জিলিংয়ের সৌন্দর্য, হাওয়ার সঙ্গে তুলনা হয়না কিছুর। তবে বর্তমানে যে হারে দার্জিলিংয়ে ভিড় বাড়ছে সেখানে আর নিরিবিলিতে কাঞ্চনজঙ্ঘা আর পাহাড়ের আমেজ সেভাবে উপভোগ করা যায় না। আর ঠিক এই কারণেই পাহাড়প্রেমীরা বেছে নিচ্ছেন দার্জিলিং এর কাছাকাছি অফবিট জায়গা (Offbeat Places Near Darjeeling)। এই অফবিট জায়গাগুলির মধ্যে রয়েছে অসংখ্য পাহাড়ি গ্রাম, তবে সম্প্রতি ভ্রমণ পিপাসুদের মধ্যে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে বিজনবাড়ি (Bijanbari)।

দার্জিলিংয়ের কাছাকাছি অফবিট জায়গার মধ্যে অন্যতম বিজনবাড়ি
দার্জিলিংয়ের কাছাকাছি অফবিট জায়গার মধ্যে অন্যতম বিজনবাড়ি

বিজনবাড়ি । Bijanbari :

Trending Updates

রঙ্গিতের তীরে এমন অনেক পাহাড়ি গ্রাম রয়েছে যা ‘অফবিট’-এর তালিকায় নাম লিখিয়েছে। সেই সব গ্রামের মধ্যেই একটি বিজনবাড়ি। একদিকে ঘন সবুজ অরণ্য। অন্যদিক দিয়ে বয়ে চলেছে খরস্রোতা রঙ্গিত। এসব দৃশ্য বিজনবাড়ি হোমস্টে (Bijanbari Homestay) থেকেই উপভোগ করতে পারবেন। কোলাহল, শব্দ, ভিড় থেকে বহু দূরে, পাহাড়ের মাঝে দিন কাটাতে দার্জিলিং এর কাছাকাছি অফবিট জায়গা (Offbeat Places Near Darjeeling)র মধ্যে অন্যতম বিজনবাড়ি। এখানে ভোর থেকেই শুনতে পাবেন নানান জানা অজানা পাখিদের কুহুগান। উচ্চতা ২,৫০০ ফিট হলেও এখানের আবহাওয়া বেশ মনোরম। পাহাড়ি উপত্যকার অপরুপ সৌন্দয আর পাহাড়ি পথে হারিয়ে যেতে চাইলে বিজনবাড়ি হল সেরা ঠিকানা। দার্জিলিং, ঘুম, কার্শিয়াং সব জায়গা দিয়েই বিজনবাড়ি পৌঁছানো যায় খুব সহজে।

বিজনবাড়িতে কী কী দেখতে পাবেন? । What to see in Bijanbari?

একদিকে সবুজ পাহাড় তো অন্যদিকে ঘরের পাশ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী। এমন দৃশ্যই দেখতে পাবেন বিজনবাড়িতে। ছোট রঙ্গিত নদীর তিরেই অবস্থিত ছোট একটা গ্রাম বিজনবাড়ি। এই গ্রামের আসল আকর্ষণ এই রঙ্গিত। গ্রামের গা ঘেঁষে বয়ে গিয়েছে খরস্রোতা নদীটি। পাথরে পাথরে ধাক্কা খেয়ে খরস্রোতা হয়ে বয়ে চলেছে নদীটি। আর সেই নদীর ধারেই গড়ে উঠেছে ছোট ছোট বিজনবাড়ি হোমস্টে (Bijanbari Homestay)। বিখ্যাত বিজনবাড়ি বাঁশের রিসোর্ট (Bijanbari Bamboo Resort)ও। পাথুরে পথ ধরে খানিকটা হেঁটে গেলেই দেখতে পাবেন চা-বাগান। পাথুরে পথ ধরে খানিকটা হেঁটে গেলেই পড়ে চা-বাগান। যেদিকে তাঁকাবেন দেখতে পাবেন শুধু সবুজ আর সবুজ, নানান রকমের গাছ। এই ডাল থেকে ওই ডালে উড়ে বেড়ায় পাখি। এমনিতে নিরিবিলি নির্জন। তবে ভোরের আলো ফুটলে উপত্যকা মুখরিত হয়ে ওঠে পাখিদের কলতানে।

বিজনবাড়িতে উপভোগ করতে পারবেন প্রকৃতির অপরূপ
বিজনবাড়িতে উপভোগ করতে পারবেন প্রকৃতির অপরূপ

উচ্চতা ২,৫০০ ফিট হলেও এখানের আবহাওয়া বেশ মনোরম। দার্জিলিংয়ের পূর্বে অবস্থিত এই বিজনবাড়িতে মূলত নেপালী ভাষার মানুষের বাস। ঘুম থেকে মাত্র ২২ কিলোমিটারের পথ এই পাহাড়ি গ্রাম। ঘুম থেকে বিজনবাড়ি যাওয়ার রাস্তাটাও বেশ সুন্দর। ঘুম পার করেই দেখা মিলবে সবুজে মোড়া চা বাগানের। ইচ্ছা হলে মেরিবং, রিশিহাট, চংটং-এর মতো চা বাগানেও কিছু সময় কাটাতে পারেন। বিজনবাড়ি থেকে ঘুরে নিতে পারেন টাইগার হিল, বাতাসিয়া লুপ, জাপানিজ টেম্পল, জু, হ্যাপি ভ্যালি টি এস্টেটের মতো জায়গাগুলোও। আকাশ পরিষ্কার থাকলে দেখতে পারেন কাঞ্চনজঙ্ঘাও।

বিজনবাড়িতে কীভাবে যাবেন ? । How to go to Bijanbari?

বিজনবাড়িতে যেতে হলে উত্তরবঙ্গ বা অসমগামী যেকোনও ট্রেনে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি নামতে হবে। স্টেশনের কাছ থেকেই পাওয়া যায় বিজনবাড়ি যাওয়ার গাড়ি। সেই গাড়ি রিজার্ভ করে বিজনবাড়িতে যেতে পারেন। তবে শিলিগুড়ির মহানন্দা ব্রিজের কাছ থেকে বিজনবাড়ি যাওয়ার জন্য পাওয়া যায় শেয়ার জিপ। সেটার খরচ মধ্যবিত্তের নাগালের মধ্যেই। এ-ছাড়া দার্জিলিং থেকেও বিজনবাড়ি যাওয়া যায়। অনেকেই দার্জিলিং বেড়াতে গিয়ে ফিরতি পথে টুক করে ঘুরে আসেন এখানে। সকালের দিকে দার্জিলিং বাসস্ট্যান্ড থেকে বিজনবাড়ি যাওয়ার বাস ছাড়ে। চকবাজার থেকে শেয়ার গাড়িও পাওয়া যায়। ঘুম স্টেশন রোড থেকে বিজনবাড়ির দূরত্ব ২২ কিলোমিটার। এছাড়া ঘুম থেকেও পাওয়া যায় গাড়ি।

বিজনবাড়ি রয়েছে সুন্দর সুন্দর হোমস্টে
বিজনবাড়ি রয়েছে সুন্দর সুন্দর হোমস্টে

বিজনবাড়িতে রাত কাটানোর জন্য ছোট ছোট হোমস্টে রয়েছে। রয়েছে বিজনবাড়ি বাঁশের রিসোর্ট (Bijanbari Bamboo Resort)ও। এই হোমস্টে থেকেই আপনি উপভোগ করতে পারবেন নানান মনোরম পরিবেশ। এখানে উপত্যকার মাঝে রয়েছে একটি সুইমিং পুলও। সব মিলিয়ে রঙ্গিত নদীর তিরে বসে মাছ  ধরাই হোক, ক্যাম্প ফায়ার করা হোক বা হোমস্টেতে বসে পাখির ডাক শোনাই হোক, পাহাড়ি উপত্যকার অপরুপ সৌন্দয আর পাহাড়ি পথে হারিয়ে যেতে চাইলে বিজনবাড়ি হল সেরা ঠিকানা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File