দেশ

NPS Withdrawal | NPS-এ টাকা তোলার নিয়মে বড় বদল! ১লা ফেব্রুয়ারি থেকেই কার্যকর নয়া নিয়ম!

NPS Withdrawal | NPS-এ টাকা তোলার নিয়মে বড় বদল! ১লা ফেব্রুয়ারি থেকেই কার্যকর নয়া নিয়ম!
Key Highlights

এনপিএস প্রত্যাহারের নিয়মে বদল ফেব্রুয়ারি থেকে। সীমিত শতাংশ পর্যন্তই তোলা যাবে টাকা।

পরের মাস থেকেই বদলে যাচ্ছে এনপিএস প্রত্যাহারের নিয়ম (NPS Withdrawal Rules) এর নিয়ম। সম্প্রতি পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে এনপিএস প্রত্যাহার (NPS Withdrawal) বা এনপিএস এ টাকা তোলার নিয়মে কিছু রদবদল করা হয়েছে। জানা গিয়েছে, আগামী ১লা ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে এই নিয়ম। দেখে নিন এনপিএস-এ টাকা তোলার নিয়মে কী বদল এলো?

এনপিএস কী? । What is NPS?

 ন্যাশনাল পেনশন সিস্টেম (National Pension System), সংক্ষেপে এনপিএস  ২০০৪ সালের জানুয়ারি মাসে প্রাথমিক ভাবে চালু করা হয়েছিল। এটি  মূলত সরকারি কর্মীদের রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি পেনশন ব্যবস্থা প্রতিস্থাপন করার জন্যই তৈরী। তবে ২০০৯ সাল থেকে অবসরকালীন বিনিয়োগ পরিকল্পনাকারী অন্যান্যদেরওএই স্কিমে টাকা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। ফলে এখন বেসরকারি সংস্থার বেতনভোগী কর্মী এবং স্বনির্ভর মানুষরাও এনপিএস ব্যবহার করতে পারেন। অন্যান্য বিনিয়োগের মতো এক্ষেত্রেও কিছু শর্ত এবং যোগ্যতা রয়েছে। সেটা হল - বয়স, নথিপত্র ইত্যাদি। এনপিএস-এ বিনিয়োগ শুরু করার আগে সেই যোগ্যতা পূরণ করতে হয়। 

এনপিএস-এ বিনিয়োগ শুরু করার শর্ত । Conditions for starting investment in NPS :

এনপিএস আবেদন জমা দেওয়ার কালে বিনিয়োগকারীর বয়স ১৮ বছরের উর্ধ্বে আর ৭০ বছরের নিচে হতে হবে। পাশাপাশি আবেদনকারীকে ভারতের বসবাসকারী, এনআরআই হওয়া আবশ্যক। এনপিএস আবেদনের সময় আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদির মতো বৈধ কেওয়াইসি নথিপত্র জমা করতে হবে। তৃতীয় ব্যক্তির হয়ে কিন্তু কোনও এনপিএস অ্যাকাউন্ট খোলা যাবে না। এছাড়াও হিন্দু অবিভক্ত পরিবার, ভারতীয় বংশোদ্ভূত এবং ওভারসীজ সিটিজেন অফ ইন্ডিয়া এনপিএস-এ অ্যাকাউন্ট খুলতে পারবেন না। যদিও কোনও নন-রেসিডেন্ট ইন্ডিয়ান বা এনআরআই এনপিএস অ্যাকাউন্টে বিনিয়োগ করতে চান, তাঁরা সেটা করতেই পারেন। তবে সেক্ষেত্রে তাঁকে কয়েকটি যোগ্যতা পূরণ করতে হবে।

ওপিএস বনাম এনপিএস । OPS vs NPS :

কত টাকা জমানো হয়েছে, কত বছরে চাকরিতে যোগ দিয়েছেন, কী ধরনের বিনিয়োগ করা হয়েছে, বিনিয়োগ থেকে কত আয় হয়েছে - এই সমস্ত বিষয়গুলির উপর নয়া পেনশন প্রকল্প নির্ভর করে। সেখানে পুরনো ব্যবস্থায় শেষ পাওয়া বেতনের ৫০ শতাংশ পেনশন পাওয়া যায়। যা নির্ধারিত ছিল। সেইসঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধাও মিলত এতে। ওপিএস বনাম এনপিএস (OPS vs NPS) প্রসঙ্গে বলা বাহুল্য, ওপিএস শুধুমাত্র সরকারী কর্মচারীদের অবসর গ্রহণের পরে নির্দিষ্ট পেনশন স্কিম প্রদান করে। এটি তাদের শেষ ড্র বেতনের ৫০% পেনশন এবং এর অপরিবর্তিত পেনশন অফার করে। অন্যদিকে, এনপিএস সরকারি এবং বেসরকারি খাতের কর্মচারীদের জন্য উপলব্ধ, এবং এটি দ্বৈত বিনিয়োগ সুবিধা এবং একটি পেনশন প্রকল্পের সাথে আসে।

নয়া এনপিএস প্রত্যাহারের নিয়ম । New NPS Withdrawal Rules :

১লা ফেব্রুয়ারি থেকে এনপিএস প্রত্যাহার (NPS Withdrawal) অর্থাৎ এনপিএস এ টাকা তোলার ক্ষেত্রে নিয়মে বদল এসেছে। এনপিএস-এ বিনিয়োগকারীরা তাদের ফান্ডে সংস্থার বিনিয়োগ ব্যতীত যে টাকা রয়েছে তাঁর মাত্র ২৫ শতাংশই এক লপ্তে তুলতে পারবেন। এর বেশি টাকা তোলার সুবিধে আগামী ১ ফেব্রুয়ারি থেকে আর পাওয়া যাবে না। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছে, এনপিএসের নতুন নিয়ম অনুযায়ী এখন কেউ এনপিএস অ্যাকাউন্ট জরুরি ক্ষেত্রে ২৫ শতাংশ বেশি টাকা তুলতে পারবেন। অর্থাৎ এনপিএস আংশিক প্রত্যাহার (NPS Partial Withdrawal) এর ক্ষেত্রে ২৫ শতাংশের বেশি আর টাকা তুলতে পারবেন না।

উল্লেখ্য, সন্তানদের শিক্ষার খরচ, বিয়ে, বাড়ি তৈরি কিংবা চিকিৎসার মতো জরুরি প্রয়োজনে এনপিএস-এর গ্রাহকরা তিনবার আংশিক টাকা তুলতে পারবেন এবার থেকে। আংশিক টাকা তুলতে গেলে গ্রাহকদের কমপক্ষে তিন বছরের জন্য সেখানে বিনিয়োগ থাকতে হবে। তবে যে কোনও জরুরি পরিস্থিতিতে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত টাকা তোলা যাবে। নিয়োগকর্তার অবদানের থেকে কোনও টাকা তোলা যাবে না। এছাড়া যে কোনও ধরনের ব্যবসা বা স্টার্টআপ শুরু করতেও অর্থ তোলা যাবে। অন্যদিকে, গ্রাহক অসুস্থ হলে, তাঁর জায়গায় পরিবারের কোনও সদস্য বা মনোনীত ব্যক্তি এই অনুরোধ করতে পারবেন।

এনপিএস-এ গ্রাহকের ৬০ বছর বয়স হলে এনপিএস থেকে মোট ম্যাচিওরিটির ৬০ শতাংশ টাকা তোলার অনুমতি দিয়ে থাকে, যা কর মুক্ত। বাকি ৪০ শতাংশ মেয়াদপূর্তিতে একটি বার্ষিক পরিকল্পনায় বিনিয়োগ করতে হয়, যেখান থেকে পেনশন পাওয়া যায়। অ্যানুয়িটিতে বিনিয়োগ করা টাকার পরিমাণ করমুক্ত হয়ে থাকে। এবার ন্যূনতম তিন বছর এনপিএস-এ বিনিয়োগ করলে তবেই গ্রাহক টাকা তুলতে পারবেন। গ্রাহকের ব্যক্তিগত এনপিএস অ্যাকাউন্টে জমানো টাকার মাত্র ২৫ শতাংশই তিনি তুলতে পারবেন, তার বেশি নয়। মনে রাখতে হবে যতদিন পর্যন্ত গ্রাহক এনপিএস-এ বিনিয়োগ করবেন বা এই ফান্ডের মেয়াদকালের মধ্যে মাত্র ৩ বারই আংশিকভাবে টাকা তোলা যাবে।