বিদেশ থেকে দেশে ফিরলে আর 'গৃহবন্দী' নয় নিয়ম শিথিল কেন্দ্র প্রশাসনের ।
Friday, November 19 2021, 10:55 am
Key Highlights
কোভিড নিয়ম কাটছাঁট করল ভারত-সহ ৯৯টি দেশ, বিদেশ থেকে দেশে ফিরলে আর থাকতে হবে না কোয়ারেন্টাইনে!
মঙ্গলবার দেশে করোনা সংক্রমণ অনেকটাই কমেছে। সেই আবহে ভারত কোয়ারেন্টাইন-মুক্ত প্রবেশাধিকার ফের চালু করল। দীর্ঘ প্রায় ২০ মাস পরে পূর্ববর্তী নিয়ম ফের চালু করা হল দেশে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জারি করা নির্দেশিকা অনুযায়ী,
- Air Suvidha portal-এ গিয়ে যাত্রীদের যাত্রা শুরু করার ৭২ ঘন্টার আগে পরীক্ষা করে নেগেটিভ RT-PCR রিপোর্ট আপলোড করতে হবে।
- প্রতিটি যাত্রীকে রিপোর্টের সত্যতা সম্পর্কে সেলফ ডিক্লেরেশন জমা দিতে হবে। ভুল তথ্যের ক্ষেত্রে ফৌজদারি আইন লাগু হতে পারে।
- ওয়েবসাইটটি হল: https://www.newdelhiairport.in/airsuvidha/apho-registration
- তবে দেশে ফিরে সতকর্তা মেনে ১৪ দিন নিজেরা আইসোলেটেড থাকতে পারেন যদিও তা বাধ্যতামূলক নয়।
সেক্ষেত্রে জানানো হয়েছে, দেশে প্রবেশের সময় হু-এর স্বীকৃত ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার সার্টিফিকেট থাকতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস এবং রাশিয়া সহ পৃথিবীর ৯৯টি দেশের জন্য এই নিয়ম চালু হয়েছে এবং এই সকল দেশগুলিকে "ক্যাটাগরি A" এর তালিকাভুক্ত করা হয়েছে।