Nirmala Sitharaman: জন্মদিনে জানুন অর্থমন্ত্রী নির্মলা সীতারামানের অজানা কাহিনী!

Thursday, August 18 2022, 12:53 pm
highlightKey Highlights

জন্মদিনের শুভেচ্ছা। ইকোনমিকসের পড়ুয়া তথা একজন সেলসওম্যান থেকে আজ দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।


ভারতবর্ষের বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের জন্ম ১৯৫৯ সালের ১৮ই আগস্ট। আজ তিনি ৬২ পেরিয়ে ৬৩ বছরে পা রাখলেন।  তিরুচিরাপল্লীর সীতালক্ষ্মী রামাস্বামী কলেজ থেকে ইকোনমিকসে বি.এ. পাশ করেছিলেন তিনি। পরে ১৯৮৪ সালে জেএনইউ (JNU) থেকে এম.এ. শেষ করেন এবং পরে ইন্দো-ইউরোপীয় টেক্সটাইল ট্রেডের উপর পিএইচডি-ও করেন তিনি।

Nirmala Sitharaman & Narendra Modi
Nirmala Sitharaman & Narendra Modi

বর্তমানে নির্মলা সীতারমন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। এক সময় ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলানোর পরে আজ তিনি দেশের অর্থমন্ত্রী। ভারতে পূর্ণ সময়ের জন্য অর্থমন্ত্রকের দায়িত্ব পালনকারী প্রথম মহিলা হিসেবে তাঁর নাম ইতিহাসে লেখা থাকবে। একেবারে মধ্যবিত্ত থেকে তিনি উঠে এসেছেন। আদতে তামিলনাডুর মাদুরাইয়ের বাসিন্দা তিনি। বাবা ছিলেন রেলের কর্মী ও মা গৃহবধূ। তাঁর উত্থান একেবারে চমকে দেওযার মতোই। 

চমকে উঠলেও, এটাই সত্যি। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একসময় সেলসওম্যানের কাজ করতেন। একজন বিক্রেতা থেকে অর্থমন্ত্রী হওয়ার রাস্তাটা নিঃসন্দেহে যথেষ্ট আকর্ষণীয়। বিবাহ বন্ধনের পর নির্মলা সীতারমন তাঁর স্বামীর সঙ্গে লন্ডনে চলে গিয়েছিলেন। সেখানে রিজেন্ট স্ট্রিটে একটি হোম ডেকোর স্টোরে সেলসওম্যান হিসেবে কাজ করতেন তিনি। পরে তিনি 'প্রাইস ওয়াটার হাউস কুপার্স' (PWC)- এ সিনিয়র ম্যানেজার হিসেবেও কাজ করেছিলেন তিনি। এমনকি একসময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি (BBC)-তেও সাংবাদিক হিসেবে কাজ করেছিলেন তিনি। 

রাজনীতিতে আগমন

১৯৯১ সালে নির্মলা সীতারমন লন্ডন থেকে ভারতে ফিরে আসেন। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন ছিলেন তিনি। পরে ২০০৬ সালে তিনি যোগ দেন বিজেপি-তে। যদিও বা তাঁর স্বামীর পরিবারের সকলেই ছিলেন কংগ্রেসপন্থী। নির্মলা সীতারমনকে দলের মুখপাত্র পদে বসায় পদ্ম শিবির। ক্রমেই দলের মধ্যে পরিচিতি বাড়ে তাঁর। ২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রিসভাতেও স্থান পান সীতারমন। তখন তিনি হন প্রতিমন্ত্রী।

প্রতিরক্ষা থেকে অর্থ মন্ত্রকের সফর 

৩রা সেপ্টেম্বর, ২০১৭ দেশের প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে নিযুক্ত হন নির্মলা সীতারমন। ইন্দিরা গান্ধীর পর সীতারামন দেশের দ্বিতীয় পূর্ণকালীন প্রতিরক্ষামন্ত্রী হলেন। ২০১৯- এর ৩১শে মে অর্থ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয় নির্মলা সীতারমনকে। ওই বছরের জুলাইতে তিনি প্রথমবারের জন্য বাজেট পেশ করেছিলেন তিনি। 

বিশ্বের প্রভাবশালী মহিলাদের মধ্যে সীতারমন

২০২১ সালের গোটা বিশ্বেজুড়ে ১০০ জন প্রভাবশালী মহিলার মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও। ফোর্বস ২০২১ সালে এই তালিকা প্রকাশ করেছে। ছাড়া ফরচুনের র‌্যাঙ্কিং তালিকায় নির্মলা সীতারমন রয়েছেন দেশের সবচেয়ে প্রভাবশালী মহিলা।

Nirmala Sitharaman with her husband
Nirmala Sitharaman with her husband



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File