এনআইএ'র দল রবিবার কোট্টাই ঈশ্বরন মন্দিরের কাছে বিস্ফোরণের নিয়ে কাজ শুরু করল। এই ঘটনার জেরে ২৫ বছরের এক যুবক মারা যায়।
২৩ অক্টোবর বিকেল সাড়ে চারটে নাগাদ এলপিজি বিস্ফোরণ ঘটে। মারুতি ৮০০ এর ভিতর এই ঘটনা ঘটে। ওই ঘটনায় ২৫ বছরের এক ব্যক্তি মারা যায়। মৃত ওই যুবকের নাম জমেজা মুবিন। ডিজিপি শৈলেন্দ্রবাবু আবার এর সঙ্গে জঙ্গি যোগের খোঁজ পেয়েছেন।
নোখ, মার্বেল এবং অন্য জিনিস দেখে পুলিশের মনে হয়েছে যে এর সঙ্গে জঙ্গি যোগ রয়েছে। পরে মুবিনের বাড়িতে খোঁজ চালিয়ে পটাশিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম পাউডার, চারকোল পাওয়া যায়। ছিল সালফার। এগুলি দিয়েই বিস্ফোরক বানানো হয়।
কোয়াম্বাটুরের পশ্চিমে টাউন হলের কাছে কোট্টাই ইশ্বরন কোভিলের সামনে ভোর সাড়ে চারটা নাগাদ একটি গাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে জামিশা মুবিনের মৃত্যু হয়। পুলিশ তদন্তে জানায়, মুবিন তাঁর গাড়িতে এলপিজি গ্যাসের সিলিন্ডার নিয়ে যাচ্ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি সিলিন্ডারে বিস্ফোরণ হয়। তবে ঘটনাস্থল থেকে আর একটি অক্ষত সিলিন্ডার পাওয়া গিয়েছে।
গাড়ি বিস্ফোরণের ঘটনায় কী বলছে পুলিশ আসুন জেনে নেওয়া যাক
কোয়েম্বাটুরের প্রবীন পুলিশ আধিকারিক সি সিলেন্দ্র বাবু সাংবাদিক সম্মেলনে জানান, অভিযুক্তরা দুটি সিলিন্ডার এবং পেরেক ও মার্বেল সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যাচ্ছিলেন, সেই সময় বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, অভিযুক্তরা একটি মন্দিরে হামলার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার আগেই বিস্ফোরণে মুনিবের মৃত্যু হয়। ২০১৯ সালে এনআইএ একবার মুনিবকে জিজ্ঞাসাবাদ করেছিল হলে জানা গিয়েছে।
ঘটনার পরেই কোয়াম্বাটুর পুলিশ মুনিবের পরিচয় নিশ্চিত করার পরেই তার বাড়িতে তল্লাশি চালায়। পুলিশ তল্লাশিতে প্রচুর বিস্ফোরক উদ্ধার করেছে। জানা গিয়েছে মুনিবের বাড়ি থেকে পটাসিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম পাউডার, সালফার এবং কাঠকয়লা উদ্ধার করা হয়েছে। মুনিব বাড়িতে বোমা তৈরি করার পরিকল্পনা করেছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশ মনে করে। কোয়াম্বাটুর পুলিশের তরফে জানানো হয়েছে, সম্ভবত পরবর্তী হামলার জন্য এই বিস্ফোরকগুলো মুবিন সংগ্রহ করেছিল।
পুলিশের প্রবীণ আধিকারিক সি সিলেন্দ্রবাবু জানিয়েছেন, মোবিনকে মন্দিরের পাশে একটি পুলিশ চেকপোস্ট পালাতে দেখা গিয়েছিল। মুবিন পালানোর চেষ্টা করার সময় বিস্ফোরণ হতে পারে বলে তিনি মনে করছেন। সিলেন্দ্র বাবু দুপুরে রবিবার দুপুরে বিস্ফোরণ স্থল পরিদর্শন করে।
- Related topics -
- ক্রাইম
- বিস্ফোরক
- ঈশ্বরন মন্দির
- এনআইএ