New Parliament Building | প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল সংসদের নয়া ভবন! শাহরুখের শুভেচ্ছা, বিরোধীদের কটাক্ষ, জানুন প্রসঙ্গত সব খবর!

Sunday, May 28 2023, 11:10 am
highlightKey Highlights

নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানকে অসম্পূর্ণ বলে কটাক্ষ বিরোধী দলের। শুভেচ্ছা বার্তা দিয়ে টুইট করলেন বলিউড বাদশাহ।


নতুন সংসদ ভবন (New Parliament Building) উদ্বোধনের হাত ধরে শুরু হল জাতীয় রাজনীতির নতুন অধ্যায়। আজ অর্থাৎ ২৮সে মে, রবিবার সকালে নয়া সংসদ ভবনের শুভ সূচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সংসদের নতুন ভবনের উদ্বোধনে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন লোকসভার স্পিকার (Loksabha Speaker) ওম বিড়লাও (Om Birla)। ভারতের রাজনীতির ইতিহাসে এক নতুন ধাপ শুরু হলেও এদিনও নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সম্পর্কিত মহলে তৈরি হয় বহু জল ঘোলা।

নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 
নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

রবিবার সকালেই নতুন সংসদ ভবনের চত্বরে হাজির হন প্রধানমন্ত্রী। সেখানে থাকা মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) মূর্তিতে মাল্যদান করে সকাল সাড়ে সাতটায় যজ্ঞ ও পুজো অনুষ্ঠানের সূচনা করেন মোদি। পুজোতে অংশগ্রহণ করেন লোকসভার স্পিকার ওম বিড়লাও। এরপর পুজো সেরে সোনার রাজদণ্ড ' সেঙ্গল ' কে (Sengal) ষষ্টাঙ্গে প্রণাম করে নতুন সংসদ ভবনের স্পিকারের আসনের পাশে সেটি স্থাপন করেন প্রধানমন্ত্রী। রাজদণ্ড স্থাপন করার পর সংসদের নতুন ভবনের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত কর্মীদের সম্মান জানাতে উত্তরীয় পরিয়ে দেন নরেন্দ্র মোদি। হাতে তুলে দেন স্মারকও। এরপর আয়োজন হয় সর্বধর্ম প্রার্থনার।

Trending Updates
রাজদণ্ড ' সেঙ্গল ' কে ষষ্টাঙ্গে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 
রাজদণ্ড ' সেঙ্গল ' কে ষষ্টাঙ্গে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 

উল্লেখ্য, সংসদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান মত দুটি পর্যায়ে আয়োজিত করা হয়েছে। এদিন অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায় শুরু হয় দুপুর ১২টা থেকে। এই পর্যায়ের অনুষ্ঠান দেশের জাতীয় সঙ্গীত (National Anthem of India) দিয়ে শুরু হওয়ার পর দেখানো হয় উদ্বোধন উপলক্ষ্যে দুটি ছবি। এরপর অনুষ্ঠানে ৭৫ টাকার কয়েন (75 Rupee Coin) এবং স্ট্যাম্প প্রকাশ করে, নিজের বক্তব্য পেশ করে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভা স্পিকার ওম বিড়লা 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভা স্পিকার ওম বিড়লা 

প্রসঙ্গত, পূরনো সংসদ ভবনের পাশেই তৈরি এই নতুন সংসদ ভবনে পরবর্তীকালে হবে বাদল অধিবেশন। ত্রিভুজাকার চারতলা ভবনটি গড়ে উঠেছে প্রায় সাড়ে ৬৪ হাজার বর্গকিলোমিটার জায়গা জুড়ে। মূল ভবনে ঢোকার জন্য রয়েছে মোট ৩টি দরজা, জ্ঞানদ্বার (Gyandwar), শক্তিদ্বার (Shaktidwar) ও কর্মদ্বার (Karmadwar)। এই ভবনে রয়েছে লোকসভা (Loksabha), রাজ্যসভা (Rajyasabha), সেন্ট্রাল লাউঞ্জ (Central Lounge), সংসদীয় কর্তৃপক্ষের কার্যালয়, কনস্টিটিউশন হল (Constitution Hall), গ্রন্থাগার, ডাইনিং রুম (Dining Room) এবং পর্যাপ্ত গাড়ি রাখার ব্যবস্থাও। সংসদের নতুন ভবনের লোকসভা তৈরি হয়েছে জাতীয় পাখি ময়ূরের আদলে এবং রাজ্যসভা তৈরি হয়েছে জাতীয় ফুল, পদ্মের আদলে।

প্রায় ৬৪ হাজার বর্গকিলোমিটার জায়গা জুড়ে তৈরি নতুন সংসদ ভবনে রয়েছে নানান চমক
প্রায় ৬৪ হাজার বর্গকিলোমিটার জায়গা জুড়ে তৈরি নতুন সংসদ ভবনে রয়েছে নানান চমক

এদিন নতুন সংসদ ভবনের উদ্বোধনকে কেন্দ্র করে ভার্চুয়াল আলাপচারিতা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বলিউডের () বাদশাহ শাহরুখ খানের (Shah Rukh Khan) মধ্যে। নতুন ভবনের একটি ভিডিও পোস্ট করেন যেখানে শাহরুখের ' স্বদেশ ' (Swadesh) ছবির একটি ভয়েস অভার (Voice Over) এবং মিউজিক ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ' মাই পার্লামেন্ট মাই প্রাইড ' (My Parliament My Pride) হ্যাশট্যাগ (Hashtag) দিয়ে কিং খান লেখেন, এই অসাধারণ নতুন সংসদ ভবন দেশের সংবিধানকে আরও উচ্চতায় নিয়ে যাবে।

নতুন সংসদ ভবনের জন্য শুভেচ্ছা বার্তা শাহরুখের
নতুন সংসদ ভবনের জন্য শুভেচ্ছা বার্তা শাহরুখের

তবে এদিনও উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে মোদির বিরোধী দলের কটাক্ষ বজায় থাকলো। কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দলের নেতারা তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী তথা কেন্দ্রের বিজেপি সরকারের (BJP Government) বিরুদ্ধে। কংগ্রেসের তরফ থেকে নরেন্দ্র মোদীকে ‘আত্মমুগ্ধ কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ করার পর এবার এনসিপি (NCP) নেত্রী সুপ্রিয়া সুলের (Supriya Sule) মন্তব্য, নয়া সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান অসম্পূর্ণ ছিল। 

অনুষ্ঠানকে ' অসম্পূর্ণ ' বলে কটাক্ষ এনসিপি নেত্রীর
অনুষ্ঠানকে ' অসম্পূর্ণ ' বলে কটাক্ষ এনসিপি নেত্রীর

 এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলের প্রধানমন্ত্রী ও বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ, নয়া সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান বয়কট করাটা বেদনাদায়ক। সংসদ এবং গণতন্ত্র নিয়ে গর্বিত হলেও নয়া সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে বিরোধীরা ছিল না, যার ফলে এই কাজটা একটা অসম্পূর্ণ অনুষ্ঠান, যার জন্য দেশে গণতন্ত্র নেই বলেও ক্ষোভ উগরে দেন এনসিপি নেতা। এর পাশাপাশি নতুন সংসদ ভবনকে কফিনের (Coffin) সঙ্গে তুলনা করে টুইট করেন লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) আরজেডি (RJD) ।

সংসদের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ করা হলনা রাষ্ট্রপতিকে
সংসদের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ করা হলনা রাষ্ট্রপতিকে

উল্লেখ্য, সংসদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুকে (President of India Draupadi Murmu)। যার ফলে এদিনের অনুষ্ঠান বয়কট করে প্রথমে বিবৃতি দেয় তৃণমূল (TMC) , কংগ্রেস (Congress)- সহ মোট ১৯টি বিরোধী দল। যা পরবর্তীকালে বেড়ে হয় ২৫টি দল। পাশাপাশি সংসদের নতুন ভবনের উদ্বোধন কেন রাষ্ট্রপতির বদলে প্রধানমন্ত্রী করবেন এই মর্মে মামলাও দায়ের করা হয় সুপ্রিম কোর্টে (Supreme Court)। যদিও বিষয়টিকে ' অপ্রাসঙ্গিক ' বলে খারিজ করে দেয় শীর্ষ আদালত।

সংসদের নয়া ভবন উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের জন্য বিরোধী দলের বিবৃতি
সংসদের নয়া ভবন উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের জন্য বিরোধী দলের বিবৃতি

তবে বিরোধীদের কটাক্ষ তোয়াক্কা না করেই এদিন উদ্বোধনী অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে নতুন সংসদ ভবন বিশ্বের কাছে ভারতের সংকল্পের বার্তা তুলে ধরবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, এই নতুন সংসদ স্বনির্ভর ভারতের উত্থানের সাক্ষী হয়ে উঠবে । প্রধানমন্ত্রীর মতে, প্রতিটি দেশের উন্নয়ন যাত্রায় এমন কিছু মুহূর্ত আসে যা অমর হয়ে যায় আর তারই এক অনন্য উদাহরণ ২০২৩ সালের ২৮সে মে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী 
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী 






পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File