রাজ্য

Durgapur Govt Hospital | উধাও সদ্যোজাত! প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের কর্তৃপক্ষ

Durgapur Govt Hospital | উধাও সদ্যোজাত! প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের কর্তৃপক্ষ
Key Highlights

দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে উধাও এক সদ্যোজাত। নিউটাউনশিপ থানার পুলিশকে বিষয়টি জানায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷

এ এক গুরুতর অভিযোগ - সরকারি হাসপাতাল থেকে উধাও সদ্যজাত শিশু!এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর মহকুমা হাসপাতালে৷ 

সদ্যজাতর মা ভাদু সিং নামে এক মহিলা, তার দাবি, প্রসবের সময় এক মহিলা তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন৷ সেই মহিলাই তাঁর সন্তান চুরি করেছেন বলে৷ চুরির খবর চাউর হতেই নিউটাউনশিপ থানার পুলিশকে বিষয়টি জানায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ তবে খোদ সরকারি হাসপাতালে হাজারও নিরাপত্তার বেড়াজাল টপকে সদ্যজাত চুরির ঘটনায় এখন ব্যাপক আতঙ্কে রয়েছেন প্রসূতি বিভাগের বাকি গর্ভবতী মহিলা ও তাঁদের পরিজনরা।

ছেলে হয়েছিল৷ এরপর লেবার রুম থেকে বেডে দেয়৷ একজন চা এনে দেয় এবং আমাকে বলে এটা খেয়ে নাও৷ এরপর তোমার স্বামী বাইরে থেকে খাবার এনে দিলে, সেটা তুমি খেতে পারবে৷ দুপুর একটা নাগাদ আমি বাথরুমে যাই৷ এরপর এসে দেখি আমার শিশুটি বেডে নেই৷ ওই মহিলাই আমার শিশুটি চুরি করেছে৷

সদ্যজাতটির মা ভাদু সিংয়ের দাবি

পুলিশ তদন্ত শুরু করেছে৷ পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। তবে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল, এই ঘটনার জন্য গর্ভবতী মহিলার পরিবারকেই দায়ী করেছে। তবে খোদ সরকারি হাসপাতালের এত নিরাপত্তার বেড়াজাল টপকে সদ্যজাত শিশু চুরির ঘটনায় এখন ব্যাপক আতঙ্কে রয়েছে।


Gold Rate Today | সোনার বাজারে খরা কাটলো অবশেষে, দাম কমেছে রুপোর-ও, আজ কলকাতায় সোনার দর কত?
Afghanistan-India | ভূমিকম্পে তছনছ আফগান প্রদেশ, ত্রাণ পাঠালো ‘বন্ধু’ ভারত!
SIR Document | কাল থেকেই বাড়িতে বাড়িতে পৌঁছবে এনুমারেশন ফর্ম, বাবা মায়ের নাম না থাকলে কোন কোন ডকুমেন্ট রেডি রাখবেন?
Suri | আদিবাসী প্রৌঢ়াকে জঙ্গলের মধ্যে গণধর্ষণ, থেঁতলে দেওয়া হলো মুখ! আতঙ্ক সিউড়িতে
Weather Update | দমকা হাওয়ায় কাঁপছে মহানগরী, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Jodhpur Accident | ভারতমালা এক্সপ্রেসওয়েতে ট্রাকে ধাক্কা খেলো পুণ্যার্থীদের টেম্পো, ঘটনাস্থলে মৃত ১৮
Bankim Chandra and Vande Mataram | বঙ্কিমচন্দ্রের সৃষ্ট 'বন্দেমাতরম' গানের 'রাগ' বদল করেন রবীন্দ্রনাথ!