খেলাধুলা

Neeraj Chopra | নীরজের মুকুটে নয়া পালক! বিশ্বের এক নম্বর জ্যাভলিন থ্রোয়ারের স্থান পেলেন 'সোনার ছেলে'!

Neeraj Chopra | নীরজের মুকুটে নয়া পালক! বিশ্বের এক নম্বর জ্যাভলিন থ্রোয়ারের স্থান পেলেন 'সোনার ছেলে'!
Key Highlights

জ্যাভলিন থ্রোয়ের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করলেন অলিম্পিক্স গোল্ড মেডেল জয়ী নীরজ চোপড়া।

বিশ্ব দরবারে ফের দেশের মুখ উজ্জ্বল করলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। জ্যাভলিন থ্রোয়ের (Javelin Throw) বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করলেন অলিম্পিক্স (Olympics) সোনা জয়ী ভারতীয় তারকা। অর্থাৎ নীরজ এখন বিশ্বের এক নম্বর পুরুষ জ্যাভলিন থ্রোয়ার। ভারতের কোনও খেলোয়াড় যা করে দেখতে পারেননি তা করে দেখালেন 'সোনার ছেলে'।

সম্প্রতি প্রকাশিত জ্যাভলিন থ্রোয়ের বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ক্রম তালিকা অনুযায়ী,  ১,২৫৫ পয়েন্ট নিয়ে এক নম্বরের সিংহাসনে রয়েছেন নীরজ। দ্বিতীয় স্থানে  ১,৪৩৩ পয়েন্ট নিয়ে রয়েছেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স (Granada's Anderson Peters) আর তৃতীয়তে ১,৪১৬ পয়েন্ট নিয়ে স্থান দখল করেছেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেখ (Jakub Vadlejch)।

২০২১ সালে টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) জ্যাভলিনে (Javelin) ৮৭.৫৮ মিটার থ্রো (Throw) করে দেশের জন্য সোনা জিতেছিলেন নীরজ। অভিনব বিন্দ্রার (Abhinav Bindra) পরে অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে (Individual Event) সেটিই ছিল ভারতীয় কোনও অ্যাথলিটের দ্বিতীয় সোনা জয়। এরপর জুরিখে ডায়মন্ড লিগে (Diamond League, Zurich) নিজের রেকর্ডও ভাঙেন নীরজ। সেই ইভেন্টে ৮৯.৬৩ মিটার ছুড়ে জিতেছিলেন গোল্ড। তবে এখানেই থামতে চাননা খেলোয়াড়। নীরজ জানান, যাতে ৯০ মিটারেরও বেশি জ্যাভলিন ছুড়তে পারেন সেই লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করছেন।

সম্প্রতি কয়েক সপ্তাহ আগেই দোহায় (Doha) ডায়মন্ড লিগে ৮৮.৬৭ মিটার দূরত্ব অতিক্রম করে জয়ী হন নীরজ। এই জয়েই উচ্ছাসিত গোটা দেশ। এরপর নীরজের বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করায় সেই উচ্ছাস হয়ে উঠেছে দ্বিগুণ। উল্লেখ্য, আগামী ৪ জুন নেদারল্যান্ডসে ফ্যানি ব্ল্যাঙ্কার্স-কোয়েন গেমসে (Fanny Blankers-Koen Games,Netherlands) অংশগ্রহণ করবেন নীরজ। এরপর সেই মাসেই ১৩ তারিখ অর্থাৎ ১৩ই জুন ফিনল্যান্ডের পাভো নুরমি গেমসেও (Paavo Nurmi Games, Finland) খেলবেন 'সোনার ছেলে'। ফলে আপাতত তাঁর লক্ষ্য পাভো নুরমি গেমসের দিকেই।

অন্যদিকে, জাতীয় কুস্তি ফেডারেশনের (National Wrestling Federation) সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brijbhushan Sharan Singh) বিরুদ্ধে যৌন হেনস্তার ঘটনায় সুবিচারের দাবিতে লাগাতার দীর্ঘদিন ধরে আন্দোলনরত আন্তর্জাতিক মঞ্চে পদকজয়ী কুস্তিগিররা। যৌন হেনস্তার অভিযোগ তুলে ব্রিজভূষণকে কাঠগড়ায় তুলেছেন সাত মহিলা কুস্তিগির। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে দিল্লির যন্তরমন্তরে (Yantra Mantra, Delhi) আন্দোলন চালাচ্ছেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat), বজরং পুনিয়া (Bajrang Punia), সাক্ষী মালিকরা (Sakshi Malik)। তবে ব্রিজভূষণের বিরুদ্ধে একাধিক বার এফআইআর দায়ের করা হলেও এখনও গ্রেফতার কইরা হয়নি তাকে। কোনও ইতিবাচক ইঙ্গিতও প্রশাসনের তরফ থেকে পাচ্ছেন না কুস্তিগিররা।

তবে গত রবিবার ফেডারেশন সভাপতি জানান, তিনি  নার্কো টেস্ট (Narco Test) কিংবা পলিগ্রাফ টেস্ট (Polygraph Test) দিতে রাজি, কিন্তু এই পরীক্ষা বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগাটকেও দিতে হবে বলে শর্ত দেন ব্রিজভূষণ। উল্লেখ্য, পলিগ্রাফ টেস্টের মাধ্যমে কোনও ব্যক্তির সত্য কিংবা মিথ্যে মন্তব্য যাচাই করা হয়। অর্থাৎ কুস্তিগিরদেরও এই পরীক্ষা করার চ্যালেঞ্জ জানিয়ে ব্রিজভূষণ বোঝাতে চাইলেন, তার বিরুদ্ধে তোলা অভিযোগ মিথ্যে।

ব্রিজভূষণের এই চ্যালেঞ্জকে গ্রহণ করে এবার পালটা হুঙ্কার দিলেন কুস্তিগিররাও। সোমবার প্রতিবাদ মঞ্চ থেকে ভিনেশ ফোগাট জানান, শুধু তাঁরা দু’জন নন, সমস্ত মহিলা কুস্তিগিরও এই পরীক্ষা করবেন।  এমনকি এই পরীক্ষা যাতে লাইভ টেলিকাস্ট (Live Telecast) হয় তারও দাবি তোলেন কুস্তিগীর। প্রসঙ্গত, কুস্তিগিরদের এই দীর্ঘ আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন দেশের অন্যান্য প্রখ্যাত পদকজয়ী খেলোয়াড়রাও। কপিল দেব (Kapil Dev) থেকে শুরু করে নীরজ চোপড়াও দেশের প্রশাসনের কাছে এই বিষয়ে সুবিচারের অনুরোধ করেন। নীরজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, আন্দোলনরত কুস্তিগিররা বহু পরিশ্রম করে আমাদের দেশের জন্য পদক ও সম্মান নিয়ে আসছেন, তাদের সঙ্গে এই ঘটনা হওয়া উচিত হয়নি।