National Bird Day | পাখিদের রক্ষা করতে এদিন পালন হয় জাতীয় পাখি দিবস! জানুন ভারতের সেরা পাখির অভয়ারণ্য কোথায় কোথায় অবস্থিত!

Friday, January 5 2024, 8:05 am
highlightKey Highlights

প্রতি বছর জাতীয় পাখি দিবস পালন করা হয় ৫ই জানুয়ারি। জানুন ভারতের জাতীয় পাখি দিবস পালনের ইতিহাস, তাৎপর্য এবং সেরা কিছু ভারতের পাখির অভয়ারণ্যর ঠিকানা।


কয়েক বছর আগেও সকাল-দুপুর-বিকেলে শোনা যেত নানান চেনা-অচেনা পাখির কুহু ডাক। তবে সময়ের সঙ্গে সঙ্গে যেমন বিলুপ্ত হয়ে গিয়েছে অনেক পাখি, তেমনি কমেছে তাদের সংখ্যাও। প্রকৃতির এই বড় অবদান তথা প্রকৃতির এই অংশকে রক্ষা করতে ও পাখিদের নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর ৫ই জানুয়ারি দেশ জুড়ে পালন করা হয় জাতীয় পাখি দিবস (National Bird Day)। এই দিনটি যেমন পাখি প্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ, তেমনই প্রকৃতিপ্রেমীদের জন্য আকর্ষণীয়ও বটে। এই দিন উপলক্ষে যুক্তরাষ্ট্রের পাখি বিশারদরা পাখি বিষয়ক আলোচনা, পাখি পর্যবেক্ষণ, পাখি মেলা ও অন্যান্য আয়োজনে অংশগ্রহন করে থাকেন। এই উপলক্ষে সারা দেশ জুড়েই নানা কর্মসূচি আয়োজিত হয়।

প্রতি বছর জাতীয় পাখি দিবস পালন করা হয় ৫ই জানুয়ারি
প্রতি বছর জাতীয় পাখি দিবস পালন করা হয় ৫ই জানুয়ারি

জাতীয় পাখি দিবসের ইতিহাস । History of National Bird Day :

Trending Updates

২০০২ সালের গোড়া থেকে আমেরিকাতে এই বিশেষ দিনটা পালন করা হয়। তবে এই তারিখটা বেছে নেওয়ার কারণ রয়েছে। ক্রিসমাস বার্ড কাউন্টের সঙ্গে জড়িয়ে রয়েছে এই বিশেষ দিন। আমেরিকায় উদ্ভূত, জাতীয় পাখি দিবস ৫ই জানুয়ারী, ২০০২ সালে বর্ন ফ্রি ইউএসএ দ্বারা এভিয়ান ওয়েলফেয়ার কোয়ালিশনের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল। এভিয়ান ওয়েলফেয়ার কোয়ালিশন ক্ষতিকারক পাখি নিয়ে ব্যবসা এবং নিষ্ঠুর পাখি প্রজনন মিলের কার্যকলাপ সম্পর্কিত সমস্যাগুলি সমাধান করে পাখির নিষ্ঠুরতা হ্রাস করার উপর দৃষ্টি নিবদ্ধ করে।

জাতীয় পাখি দিবসের তাৎপর্য । Significance of National Bird Day :

বর্তমানে বিশ্বের ২০ শতাংশেরও বেশি পাখি অস্তিত্ব সংকটে রয়েছে। সংখ্যার নিরিখে যা প্রায় ২০ হাজার প্রজাতির সমান। এই বিশাল সংখ্যক প্রজাতিকে বাঁচাতেই জাতীয় উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভারতে জাতীয় পাখি দিবস (National Bird Day of India) পালন করা শুরু হয় । অসংখ্য পাখি প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। নগরায়ণ ও নানা কারণে পাখিদের সংখ্যা দিন দিন কমছে শহর এলাকায়। এছাড়াও নষ্ট হচ্ছে পরিবেশের ইকো সিস্টেম। সেই ইকোসিস্টেম বা‌ বাস্তুতন্ত্র রক্ষা করতেই ভারতের জাতীয় পাখি দিবস (National Bird Day of India) পালন করা হয়।

জাতীয় পাখি দিবস ২০২৪ এর থিম । Theme of National Bird Day 2024 :

২০২৪ সালের জাতীয় পাখি দিবসের থিম হল 'লড়াইয়ের অধিকার'। এটি একটি পাখির লড়াইকে বোঝায় যা স্বাধীনতার প্রতিনিধিত্ব করে। এই প্রচারাভিযানের মাধ্যমে, এভিয়ান ওয়েলফেয়ার কোয়ালিশন অ্যালায়েন্স ক্ষতিকারক পাখি ব্যবসা, নিষ্ঠুর পাখি প্রজনন এবং বর্তমানে বন্দী পাখিদের সরকারি সহায়তায় মুক্তি দেওয়ার উপায়গুলির প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে।

২০২৪ সালের জাতীয় পাখি দিবসের থিম হল 'লড়াইয়ের অধিকার'
২০২৪ সালের জাতীয় পাখি দিবসের থিম হল 'লড়াইয়ের অধিকার'

ভারতে পাখির অভয়ারণ্য । Bird Sanctuary in India :

 ভারত বিভিন্ন প্রজাতির পাখির আবাসস্থল। সেই সঙ্গে উল্লেখ্যভাবে ভারতে অসংখ্য আশ্চর্যজনক স্থান রয়েছে যেখানে দেখা মেলে অসংখ্য চেনা অচেনা পাখির। পরিযায়ী পাখি সহ ভারতে প্রায় ১২০০ প্রজাতির পাখি পাওয়া যায়। অন্যান্য পশু এবং উদ্ভিদের অভয়ারণ্যর মতো ভারতেও একাধিক পাখির অভয়ারণ্য রয়েছে। আপনিও যদি পাখি প্রেমী হন বা প্রকৃতিপ্রেমী হন তাহলে দেখে নিন সেরা কিছু ভারতে পাখির অভয়ারণ্য (Bird sanctuary in India) এর ঠিকানা।

অন্ধ্র প্রদেশের কাউন্দিনিয়া পাখি অভয়ারণ্য । Kaundinya Bird Sanctuary in Andhra Pradesh :

এই আশ্চর্যজনক পাখি অভয়ারণ্যটি হর্সলি পাহাড়ে অবস্থিত। কাউন্দিনিয়া পাখি অভয়ারণ্যের প্রাঙ্গনে দুটি নদী প্রবাহিত, একটি কৈগাল নদী এবং অন্যটি কাউন্দিনিয়া। এখানের পূর্ব ঘাট থেকে অসংখ্য  সুন্দর পাখি দেখতে পাওয়া যায়, যেমন ককাটিয়েলস, গ্রে পেলিকান, পেইন্টেড স্টর্কস, লাভ বার্ডস, বুজেরিগার এবং রোজি পেলিকান ইত্যাদি। এই পাখির অভয়ারণ্যটি দেখার এবং অন্বেষণ করার উপযুক্ত সময় হল অক্টোবর মাস থেকে এপ্রিল পর্যন্ত। পাখি প্রেমী ছাড়াও যারা পাখির ছবি  তুলতে পছন্দ করেন তাদের জন্যও সেরা স্থান এটি।

রাজস্থানের ভরতপুর পাখির অভয়ারণ্য । Bharatpur Bird Sanctuary in Rajasthan :

ভরতপুর পাখির অভয়ারণ্য (Bharatpur Bird Sanctuary) শুধুমাত্র ভারতীয়দের জন্য নয়, আন্তর্জাতিক অতিথিদের জন্যও একটি বিখ্যাত পর্যটক আকর্ষণ। এই পাখির অভয়ারণ্যটি কেওলোদেও ঘানা জাতীয় উদ্যান নামেও জনপ্রিয়। ভরতপুর পাখির অভয়ারণ্য (Bharatpur Bird Sanctuary) এর প্রধান আকর্ষণ হল পাখির কিচিরমিচির, কুহু গান। এই অভয়ারণ্যটি দেশীয় জলের পাখি এবং পরিযায়ী পাখিদের জন্য একটি স্বর্গীয় স্থান। এখানে দেখা যায় সারস, স্টিন্টস, ওয়াগটেল, ওয়ারব্লার, হুইটিয়ার, পেলিকান, গিজ, হাঁস, ঈগল, হকস, পিপিটস, লার্কস, ফ্লাইক্যাচার এবং বান্টিং ইত্যাদির মতো সুন্দর প্রজাতির পাখি। এখানে আপনি বছরের যেকোনো সময় ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, তবে সের সময় আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত।

ভরতপুর পাখির অভায়ারণ্যে  দেখা যায় সারস, স্টিন্টস, হুইটিয়ার, পেলিকান, গিজ, ঈগল,লার্কস, ফ্লাইক্যাচার এবং বান্টিং ইত্যাদির মতো প্রজাতির পাখি
ভরতপুর পাখির অভায়ারণ্যে দেখা যায় সারস, স্টিন্টস, হুইটিয়ার, পেলিকান, গিজ, ঈগল,লার্কস, ফ্লাইক্যাচার এবং বান্টিং ইত্যাদির মতো প্রজাতির পাখি

উত্তর প্রদেশের নবাব গঞ্জ পাখি অভয়ারণ্য । Nawabganj Bird Sanctuary in Uttar Pradesh :

উত্তর প্রদেশের এই পাখি অভয়ারণ্যটি লখনউ এবং কানপুর থেকে একটি নিখুঁত সাপ্তাহিক ছুটি কাটানোর জায়গা। এটি উত্তর প্রদেশের উন্নাও জেলায় প্রায় ২২৪.৬ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। ম্যালার্ড, রেড ওয়াটলড ল্যাপউইং, গারগনি টিল, লিটল গ্রেব, পার্পল মুরহেন, স্পুনবিল হাঁস, উইগন এবং আরও অনেক রঙিন পাখি দেখা যায় এখানে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে এই পাখির অভয়ারণ্যটি ঘুরে দেখার উপযুক্ত সময়।

ওড়িশার চিলকা হ্রদ পাখি অভয়ারণ্য  । Chilka Lake Bird Sanctuary in Orissa :

চিলকা হ্রদ পাখি অভয়ারণ্য পাখি প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এখানে অনেক প্রজাতি দেখা যায় এবং তাদের মধ্যে কয়েকটি হল গ্রেলাগ গিজ, ফ্ল্যামিঙ্গো জাকানা, হেরন, হোয়াইট বেলিড সামুদ্রিক ঈগল এবং পার্পল মুরহেন। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই অভয়ারণ্য ঘোরার সবচেয়ে ভালো। তদুপরি, চিল্কা পাখি অভয়ারণ্য হল ফ্ল্যামিঙ্গোদের প্রজননের জন্য একটি আবাসস্থল।

গুজরাটের নল সরোবর পাখির অভয়ারণ্য । Nal Sarovar Bird Sanctuary in Gujarat :

নির্মল হ্রদ নল সরোবর ভারতের বৃহত্তম জল পাখি অভয়ারণ্যের আবাস। নল সরোবর পাখির অভয়ারণ্য (Nal Sarovar Bird Sanctuary) এ ক্রেন, কুটস, গ্রে-ল্যাগ গিজ, গ্লসি আইবিস, ওপেন-বিল স্টর্ক ইত্যাদি পাখি দেখতে পাওয়া যায়। পর্যটকরা নল সরোবর পাখির অভয়ারণ্য (Nal Sarovar Bird Sanctuary) এ ভারতে পাওয়া তিনটির মধ্যে দুটি প্রজাতির পেলিকান দেখতে পাওয়া যায়। এছাড়াও ডালমেশিয়ান এবং রোজি পেলিকান এখানে পাওয়া যায়। পর্যটকরা নভেম্বর বা ফেব্রুয়ারি মাসে এই পাখির অভয়ারণ্যে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

নির্মল হ্রদ নল সরোবর ভারতের বৃহত্তম জল পাখি অভয়ারণ্যের আবাস
নির্মল হ্রদ নল সরোবর ভারতের বৃহত্তম জল পাখি অভয়ারণ্যের আবাস

গোয়ার সেলিম আলি পাখির অভয়ারণ্য । Salim Ali Bird Sanctuary in Goa :

এটি একটি নির্মল এবং শান্ত স্থান যার লক্ষ্য পাখিদের সংরক্ষণ করা। ভারতের এই পাখি অভয়ারণ্যের নাম প্রয়াত ডাঃ সেলিম মইজ্জুদ্দিন আব্দুল আলীর নামানুসারে রাখা হয়েছে, যিনি প্রখ্যাত পক্ষীবিদদের মধ্যে একজন। গোয়ার সেলিম আলি পাখির অভয়ারণ্য ভারতের অন্যতম সেরা পাখি অভয়ারণ্য যেখানে মাইনা, বেগুনি হেরন, সাদা ইগ্রেট, কর্মোরেন্ট, রঙিন কিংফিশার, ঈগল, কাইট, কাঠঠোকরা, স্যান্ডপাইপার, কার্লিউ এবং ড্রংগোর মতো পাখি দেখতে পাওয়া যায়। অক্টোবর মাস থেকে মার্চ পর্যন্ত এই পাখির অভয়ারণ্যে যাওয়ার ভালো সময়,  কারণ এই সময়কে পাখি দেখার সেরা সময় বলে মনে করা হয়।

কলকাতার চিন্তামনি কর পাখির অভয়ারণ্য । Chintamoni Kar Bird Sanctuary in Kolkata :

ভারতের অন্যান্য স্থানের মতো খাস কলকাতাতেও পাখির অভয়ারণ্য রয়েছে। কলকাতার এই দর্শনীয় পাখি অভয়ারণ্য দক্ষিণ কলকাতায় অবস্থিত। পাখি, প্রজাপতি, ফার্ন এবং অর্কিডের বিস্তৃত পরিসরের জন্য সুপরিচিত চিন্তামনি কর পাখির অভয়ারণ্য। এটি পূর্ব ভারতের সেরা পাখির গন্তব্যগুলির মধ্যে একটি এবং এখানে কমন হক কোকিল, স্ট্রিক-থ্রোটেড উডপেকার, এমেরাল্ড ডোভ, ক্রেস্টেড সর্পেন্ট ঈগল, হোয়াইট-থ্রোটেড ফ্যানটেইল এবং লার্জ-লেজ নাইটজারের মতো পাখি দেখতে পাওয়া যায়।

পাখি, প্রজাপতি, ফার্ন এবং অর্কিডের বিস্তৃত পরিসরের জন্য সুপরিচিত চিন্তামনি কর পাখির অভয়ারণ্য
পাখি, প্রজাপতি, ফার্ন এবং অর্কিডের বিস্তৃত পরিসরের জন্য সুপরিচিত চিন্তামনি কর পাখির অভয়ারণ্য

উল্লেখ্য, উপরোক্ত পাখির অভয়ারণ্য ছাড়াও ভারতে আরও অসংখ্য পাখির অভয়ারণ্য রয়েছে। দেশে প্রায় ৭২ টি পাখির অভয়ারণ্য রয়েছে যেখানে নানা রকমের পাখি সংরক্ষণ করা হয় এবং রক্ষা করা হয়। প্রসঙ্গত, নিখুঁত টপোগ্রাফি এবং জলবায়ুগত কারণগুলি ভারতকে পাখিদের জন্য সেরা প্রজনন ক্ষেত্রগুলির মধ্যে একটি করে তোলে। তবে, শহর এবং নগরায়ত এলাকায় ক্রমশ কমছে পাখির সংখ্যা। গোটা দেশ এমনকি বিশ্বে বিলুপ্ত হয়ে গিয়েছে একাধিক পাখির প্রজাতি। প্রকৃতির এই বড় অংশকে রক্ষা করতে নানান পদক্ষেপ এবং ব্যবস্থা নেয় সরকার তবে পাখিদের রক্ষা করার দায়িত্ব আমার-আপনারও।




Contents ( Show )

পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File