বিজ্ঞান ও প্রযুক্তি

ম্যাগনেটিক ‘ফিঙ্গার প্রিন্ট’! ২৪ হাজার আলোকবর্ষ দূরের ছায়াপথে চৌম্বকীয় ‘ফিঙ্গার প্রিন্ট’ ধরল নাসা।

ম্যাগনেটিক ‘ফিঙ্গার প্রিন্ট’! ২৪ হাজার আলোকবর্ষ দূরের ছায়াপথে চৌম্বকীয় ‘ফিঙ্গার প্রিন্ট’ ধরল নাসা।
Key Highlights

২৪ হাজার আলোকবর্ষ দূরের ছায়াপথ, ম্যাগনেটিক ‘ফিঙ্গার প্রিন্ট’ ধরল নাসার প্রযুক্তি। গত সপ্তাহেই মহাকাশজগৎ অনুসন্ধানের ক্ষেত্রে এক ল্যান্ডমার্ক স্পর্শ করল বিজ্ঞান। ২৪ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত ছায়াপথের চৌম্বকীয় ‘ফিঙ্গার প্রিন্ট’ ধরল নাসা। যে ছবি এক কথায় মন্ত্রমুগ্ধ করা। বিখ্যাত চিত্রতারকার আঁকা কোনো পোর্ট্রেটের মতোই। সেইসঙ্গে সামনে নাসা সমাধান করল দূরবর্তী এই ছায়াপথের মধ্যে লুকিয়ে থাকা অজানা রহস্যদেরও। নাসা প্রকাশ করে এনজিসি-১০৬৮ ছায়াপথের গঠন অত্যন্ত জটিল। এনজিসি-৪৭৩৬ নামের আরও একটি ছায়াপথের সঙ্গে সামঞ্জস্য রয়েছে এই ছায়াপথটিরও। আপাতভাবে সর্পিলাকার হলেও গ্যালাক্সির প্রসারিত বহির্ভাগ অনেকটাই এলোমেলো। যা ইঙ্গিত দিচ্ছে এখনও চলছে পুনর্গঠন প্রক্রিয়া।