Mysterious Temples in India | ভারতের এই মন্দিরগুলির রহস্যের কারণ জানাতে পারেনি বিজ্ঞানও! জানুন ভারতের রহস্যময় মন্দির সম্পর্কে অজানা তথ্য!

Friday, December 22 2023, 7:54 am
highlightKey Highlights

জগন্নাথ পুরী মন্দিরের রহস্য, কামাখ্যা মন্দিরের রহস্যর মতো আরও মন্দির রয়েছে যার রহস্য উদ্ধার করতে পারেনি বিজ্ঞানও। জানুন এরকম ভারতের রহস্যময় মন্দির সম্পর্কে।


ভারত তার সংস্কৃতি, শিল্প, স্থাপত্যর জন্য বিশ্বখ্যাত। ভারত মানেই অনেক বিদেশের কাছে মন্দির প্রধান দেশ। এই ভাবনা কিন্তু একেবারেই অত্যুক্তি নয়। আমাদের দেশে  আনাচে কানাচে যে হাজার হাজার মন্দির রয়েছে তা চোখ বন্ধ করেও বলে দেওয়া যেতে পারে। প্রত্যেক পাড়ায় পাড়ায় এক বা একাধিক মন্দির থাকাটা ভারতের ক্ষেত্রে খুব স্বাভাবিক ব্যাপার। তবে ছোটোখাটো সাধারণ মন্দির ব্যতিত দেশে এমন বেশ কিছু মন্দির রয়েছে যা ধর্মীয়স্থানের পাশাপাশি পর্যটনস্থান হিসাবেও খ্যাতনামা। এরকমই কিছু মন্দিরের মধ্যে আবার এমন মন্দির রয়েছে যেখানে দেখা যায় আশ্চর্যজনক ঘটনা। এরকম ঘটনার কারণ কী তা প্রমাণ করতে পারে নি বিজ্ঞানও! দেখে নিন এরকম ভারতের রহস্যময় মন্দির (Mysterious Temples in India) এবং সেই ভারতীয় মন্দিরের ইতিহাস (Indian Temple History)।

ভারতের রহস্যময় মন্দির-এর মধ্যে সবথেকে বেশি পরিচিত জগন্নাথ পুরী মন্দির।
ভারতের রহস্যময় মন্দির-এর মধ্যে সবথেকে বেশি পরিচিত জগন্নাথ পুরী মন্দির।

জগন্নাথ মন্দির, ওড়িশা । Jagannath Temple, Odisha :

ভারতের রহস্যময় মন্দির (Mysterious Temples in India) এর মধ্যে সবথেকে বেশি পরিচিত জগন্নাথ পুরী মন্দির। জগন্নাথ পুরী মন্দিরের রহস্য (Jagannath puri temple mystery) দেশ-বিদেশে বিখ্যাত। আজ অব্দি কেউ বুঝতে পারেন নি এই রহস্যের কারণ। সবচেয়ে পূজনীয় মন্দিরগুলির মধ্যে একটি পুরীর, ওড়িশা - জগন্নাথ মন্দির। ভারতের এই রহস্যময় মন্দিরটি বিপরীতের মন্দির নামেও পরিচিত। মন্দিরের ওপরে লাগানো পতাকা বাতাসের বিপরীত দিকে ওড়ে। এছাড়াও শুধুমাত্র জগন্নাথ মন্দিরেই সকালের বাতাস স্থল থেকে আসে এবং সন্ধ্যার বাতাস সমুদ্র থেকে আসে। এটাও বলা হয় যে মন্দিরের উপর কোনও পাখি ঘোরাফেরা করে না এবং দিনের কোন সময়ে এই মন্দিরের কোনও ছায়া দেখা যায় না। জগন্নাথ পুরী মন্দিরের রহস্য (Jagannath puri temple mystery) এখানেই শেষ নয়, বলা হয় মন্দিরের ভিতরে গেলে, তীরে থাকা সত্ত্বেও কোনও ঢেউয়ের শব্দ শোনা যায় না। এছাড়াও প্রসাদ রান্নাতেও রয়েছে রহস্য। বলা হয় ৪-৫ টি মাটির পাত্র একে অপরের উপরে স্থাপন করে রান্না করা হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে সবচেয়ে শীর্ষ পাত্রেই প্রথম রান্না হয়।

কামাখ্যা দেবী মন্দির, আসাম । Kamakhya Devi Temple, Assam :

ভারতে ঋতুস্রাবকে এখনও অনেকক্ষেত্রেই 'ট্যাবু' হিসেবে বিবেচনা করা হয়। তবে কামাখ্যা মন্দিরের রহস্য (Kamakhya Temple Mystery) ঋতুস্রাবকে ঘিরেই। আসামের কামাখ্যা দেবী মন্দিরটি বিরল শক্তিপীঠগুলির মধ্যে একটি যেখানে ইয়োনি (যোনি) আকারের পাথরের পূজা করা হয় এবং এটিকে  শক্তির একটি অঙ্গ বলে বিশ্বাস করা হয়। এই মন্দিরটি প্রাচীনতম এবং রহস্যময় মন্দিরগুলির মধ্যে একটি। বিশ্বাস করা হয়, প্রতি বছর জুন মাসে দেবীর ঋতুস্রাব হয়। পবিত্রতা বজায় রাখার জন্য, এই সময়ে মন্দিরটি ৩ দিনের জন্য বন্ধ থাকে। কামাখ্যা মন্দিরের রহস্য (Kamakhya Temple Mystery) বলে, এই তিন দিনে, মন্দিরের ভূগর্ভস্থ জলাশয়ের জল সম্পূর্ণ লাল হয়ে যায়। এই ঘটনার নেপথ্যে কোনও বৈজ্ঞানিক যুক্তি পাওয়া যায় নি।

কামাখ্যা মন্দিরটি প্রাচীনতম এবং রহস্যময় মন্দিরগুলির মধ্যে একটি 
কামাখ্যা মন্দিরটি প্রাচীনতম এবং রহস্যময় মন্দিরগুলির মধ্যে একটি 

মীনাক্ষী আম্মান মন্দির, তামিলনাড়ু । Meenakshi Amman Temple, Tamil Nadu :

ভারতের রহস্যময় মন্দিররের মধ্যে আরেকটি হলো মীনাক্ষী আম্মান মন্দির (Meenakshi Amman Temple)। এটি ভারতের একমাত্র মন্দির যেখানে ভগবান শিবকে হাসিমুখে দেখা যায়। স্থানীয়রা বিশ্বাস করেন যে এই মন্দিরের সাথে শিবের একটি শক্তিশালী তাৎপর্য রয়েছে, বিশেষ করে পুরো মাদুরাই শহরের। মাদুরাইয়ের কেন্দ্রস্থলে একটি বিশাল ১৪-একর এলাকা দখল করে এই মন্দির তৈরী। মীনাক্ষী আম্মান মন্দির সম্পর্কে একটি লোককাহিনী রয়েছে। বলা হয় এখানে ভগবান শিব দেবী পার্বতীকে (মীনাক্ষী) বিয়ে করার জন্য সুন্দরেশ্বর (সুদর্শন) হয়েছিলেন। মন্দির কমপ্লেক্সের ভিতরে প্রায় ৩৩,০০০ ভাস্কর্য রয়েছে, যা ৩০০০ বছর আগের। মীনাক্ষী আম্মান মন্দির চমৎকার কারুকার্য রয়েছে। এখানে প্রায় ৪০০০টি স্তম্ভ রয়েছে যা একটি একক শিলা দিয়ে তৈরি।

  বীরভদ্র মন্দির, লেপাক্ষী, অন্ধ্র প্রদেশ ।  Veerabhadra Temple, Lepakshi, Andhra Pradesh :

আরেক রহস্যময় মন্দির হলো বীরভদ্র মন্দির (Veerabhadra Temple)। অন্ধ্র প্রদেশের লেপাক্ষী জেলায় অবস্থিত এই বীরভদ্র মন্দির। এই মন্দির ৭০ টি বিশাল স্তম্ভের ওপর তৈরী। আশ্চর্যজনকভাবে একটি স্তম্ভ কোন সমর্থন ছাড়াই অক্ষত থাকে। ৭০টি স্তম্ভের মধ্যে এই মন্দির একটি ঝুলন্ত স্তম্ভের জন্য বিখ্যাত। ছাদ থেকে ঝুলে থাকা একটি স্তম্ভের কারণে, অনেক পর্যটক এটিকে কৌতূহলী বলে মনে করেন। এই মন্দির দেশে বিদেশে বিখ্যাত।

 ৭০ টি বিশাল স্তম্ভের ওপর তৈরী বীরভদ্র মন্দির
 ৭০ টি বিশাল স্তম্ভের ওপর তৈরী বীরভদ্র মন্দির

পদ্মনাভস্বামী মন্দির, কেরালা । Padmanabhaswamy Temple, Kerala :

বিশ্বের সবথেকে ধনী মন্দির মানা হয় পদ্মনাভস্বামী মন্দিরকে। কেরালার তিরুবনন্তপুরমের পদ্মনাভস্বামী মন্দিরে ২২ মিলিয়ন ডলারের ভল্ট বা কক্ষ রয়েছে যা একবার শুধুমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশে খোলা হয়েছিল। অনুরোধের ভিত্তিতে মন্দিরে থাকা ৭টি কক্ষের মধ্যে ৬টি কক্ষ খোলা হয়েছিল। প্রত্যেক কক্ষ থেকেই প্রচুর পরিমাণে সোনা, অলঙ্কার পাওয়া গিয়েছিলো। বলা হয় এগুলির মূল্য প্রায় বহু মিলিয়ন ডলারের সমান। তবে এখনও একটি কক্ষ বন্ধই রয়েছে। মনে করা হয় এই গোপন চেম্বারের দরজাটি কেবল প্রচুর জপ দিয়েই খোলা যায়। পাশাপাশি এই কক্ষের মধ্যে প্রচুর পরিমান অলঙ্কার রয়েছে বলেও বিশ্বাস করা হয়। মনে করা হয় দরজা খুলে দিলে বিপর্যয় ঘটতে পারে।  ফলে সেই কক্ষ এখনও বন্ধই রয়েছে। কক্ষের ভেতরে কী রয়েছে তা অজানা।

বিশ্বের সবথেকে ধনী মন্দির মানা হয় পদ্মনাভস্বামী মন্দিরকে
বিশ্বের সবথেকে ধনী মন্দির মানা হয় পদ্মনাভস্বামী মন্দিরকে

ভারতের প্রতি অংশে-অঙ্গে নানান জিনিস রয়েছে যা বলে দেয় জানা-অজানা ইতিহাস। সস্কৃতি-স্থাপত্যর মতো ভারতীয় মন্দিরের ইতিহাস (Indian Temple History) ও বিশ্বখ্যাত। প্রতি নিয়তই ভারতের মন্দির এবং স্থাপত্য নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করছেন ভূতত্ববিদরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File