Kunchenjanga থেকে নামার সময় অল্পের জন্য প্রাণে বেঁচেছি: Priyanka

Tuesday, May 31 2022, 7:24 am
highlightKey Highlights

Mount Kanchenjunga থেকে নামার সময় অল্পের জন্য কমে আসছিল অক্সিজেন; অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরে এসেছে প্রিয়াঙ্কা।


ভারতের প্রথম মহিলা হিসেবে ৮,০০০ মিটারের বেশি পাঁচটি শৃঙ্গ জয় করার কৃতিত্ব অর্জন করেছেন মহারাষ্ট্রের-এর Priyanka Mangesh Mohite। এক এক করে জয় করেছেন Mount Kilimanjaro, মাউন্ট মাকালু (Mount Makalu), Mount Lhotse, মাউন্ট এভারেস্ট (Mount Everest), মাউন্ট অন্নপূর্ণা (Mount Annapurna) ও মাউন্ট কাঞ্চনজঙ্ঘা (Mount Kanchenjanga)। 

কাঞ্চনজঙ্ঘা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। এই শৃঙ্গ জয় করা সত্যিই কঠিন ছিল। বেস ক্যাম্প থেকে শৃঙ্গের দূরত্বও অনেকটা। তার ফলে সমস্যায় পড়েছিলাম। তবে শেষপর্যন্ত আমি সফল হয়েছি। গত বছর আমি অন্নপূর্ণা শৃঙ্গ জয় করি। তারপর কাঞ্চনজঙ্ঘাই সবচেয়ে কঠিন ছিল।

Priyanka Mangesh Mohite

শুধু তাই নয়, গত বছর (২০২১) ভারতের প্রথম মহিলা হিসেবে মাউন্ট অন্নপূর্ণা (Mount Annapurna)জয় করেন তিনি। এবার তিনি জয় করলেন মাউন্ট কাঞ্চনজঙ্ঘা (Mount Kanchenjanga)।

আমি একটি শৃঙ্গ জয় করার পর এক বছর ধরে পরের শৃঙ্গ জয় করার জন্য প্রস্তুতি নিই। এখন এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। সারা বছর ধরেই পুষ্টিকর খাবার ও শরীরচর্চা চালিয়ে যাই। রোজ সকালে ছুটতে যাই, তারপর অফিসে যাই। অফিস থেকে ফিরে জিমে যাই। শৃঙ্গ জয় করতে যাওয়ার তিন-চার মাস আগে থেকে একটু বেশি পরিশ্রম করি। এর সঙ্গে মানসিক প্রস্তুতিও নিতে হয়। পাশাপাশি টাকাও জোগাড় করতে হয়। সেটাও বড় ব্যাপার।

ট্রেকিংয়ের প্রস্তুতি কিভাবে নেন প্রিয়াঙ্কা, জানালেন নিজমুখে

ছবি সৌজন্যে Instagram@priyankamohite11




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File