স্বাস্থ্য

IND Covid-19: ভারতে এক বছরে টিকাকরণের ফলে ৪২ লক্ষেরও বেশি মৃত্যু ঠেকানো গিয়েছে

IND Covid-19: ভারতে এক বছরে টিকাকরণের ফলে ৪২ লক্ষেরও বেশি মৃত্যু ঠেকানো গিয়েছে
Key Highlights

ভারতে সময়মত টিকাকরণ কর্মসূচির জেরে অসংখ্য মারণ করোনা ভাইরাস আক্রান্ত রোগীকে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব হয়েছে বলে দাবি লন্ডনের গবেষকদের।

লন্ডনের ‘দ্য ল্যানসেট ইনফেকসাস ডিজিজেস জার্নাল’-এর দাবি, ৮ই ডিসেম্বর ২০২০ থেকে ৮ই ডিসেম্বর ২০২১ পর্যন্ত এ দেশে আনুমানিক ৪২ লক্ষ কোভিড রোগীর মৃত্যু ঠেকানো গিয়েছে শুধু ভারতে। অতিমারি চলাকালীন ভারতে করোনায় মৃত্যুহার দেখে অনুমানের ভিত্তিতে এই সংখ্যাটি পাওয়া গিয়েছে বলে দাবি ওই জার্নালের। 

আমরা মনে করছি যে, ভারতে এক বছরে ৪২,১০,০০০টি কোভিড-মৃত্যু রোধ করা গিয়েছে। এটা আমাদের অনুমানমাত্র। এই সংখ্যাটি ৩৬,৬৫,০০০ থেকে ৪৩,৭০,০০০-এর মধ্যে হতে পারে।

সমীক্ষকদের তরফে ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের গবেষক অলিভার ওয়াটসন সংবাদ সংস্থা পিটিআইকে বলেন

গবেষকরা আরও দাবি করেছেন, অতিমারির সময় ভারতে আরও ৫১,৬০,০০০ জন কোভিড রোগীর মৃত্যু হতে পারত বলে তাঁদের অনুমান। ওয়াটসন জানিয়েছেন, যা সরকারি ভাবে ঘোষিত মৃত্যুর সংখ্যা (৫,২৪,৯৪১)-র থেকে ১০ গুণ বেশি।

উল্লেখ্য, ভারতে এখনও পর্যন্ত ৫,২৪,৯৪১ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র দাবি ছিল, ওই সংখ্যাটি অন্তত ৪৭ লক্ষ হবে। যদিও এই তথ্য মানতে নারাজ ভারত সরকার।


Satyajit Ray | প্রথম রঙিন বাংলা চলচ্চিত্র তৈরী করা থেকে 'পথের পাঁচালী'র জন্য জীবন বীমা বিক্রি! রইলো সত্যজিৎ রায় সম্পর্কিত কিছু অজানা তথ্য!
Madhyamik 2024 | ৮০ দিনের মাথায় প্রকাশ মাধ্যমিক ২০২৪-এর ফলাফল! ৬৯৩ নম্বর পেয়ে প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন! পাশের হারে কলকাতাকে টেক্কা দিয়ে এগিয়ে জেলা!
New Rules From 1st May | আগামী ১ মে থেকে ICICI, HDFC ও Yes ব্যাঙ্কের সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে বসাতে চলেছে অতিরিক্ত শুল্ক! বদল হবে ক্রেডিট কার্ডের নিয়মও!
Largest Airport | প্রায় ২.৯ লক্ষ কোটি টাকা খরচ করে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর বানাবে দুবাই! ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনগুলি জানেন?
Short Trip in West Bengal | পকেটে কম চাপ দিয়ে কমদিনেই ঘুরে আসতে পারেন এইসব জায়গায়! পাহাড় থেকে সমুদ্র, সেরা অফবিট ডেস্টিনেশনের খোঁজ থাকলো এখানে!
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
১০০ টি প্রয়োজনীয় ফ্যাক্ট| 100 interesting life hack in Bengali