Arjuna Award | মহম্মদ শামি-সহ অর্জুন পুরস্কার দ্বারা সম্মানিত দেশের ২৬ ক্রীড়াবিদ! দেখে নিন এই ২৬ অর্জুন পুরস্কার বিজয়ীদের মধ্যে রয়েছেন কে কে?
২০২৪ সালের শুরুতেই অর্জুন পুরস্কার পেয়েছেন মহম্মদ শামি, বঙ্গসন্তান ঐহিকা মুখার্জি-সহ মোট ২৬ ক্রীড়াবিদ। জেনে নিন এই ২৬ জন অর্জুন পুরস্কার বিজয়ীদের সম্পর্কে।
অর্জুন পুরস্কার (Arjuna Award) ভারতের দ্বিতীয়-সর্বোচ্চ ক্রীড়াবিদদের সম্মান, যা বিগত চার বছরে ভাল পারফরম্যান্সের জন্য এবং নেতৃত্ব, ক্রীড়াপ্রবণতা এবং শৃঙ্খলাবোধের গুণাবলীর ওপর ভিত্তি করে নির্বাচিত ক্রীড়াবিদকে রাষ্ট্রপতির হাত থেকে দেওয়া হয়। ৯ই জানুয়ারি, ২০২৪, মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি ভবনে মোট ২৬ জন ক্রীড়াবিদকে এই বিশেষ পুরস্কার দ্বারা সম্মান জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। এই ২৬ অর্জুন পুরস্কার বিজয়ী (Arjuna Award winners) দের মধ্যে রয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)।
মঙ্গলবার অর্জুন পুরস্কার (Arjuna Award) দ্বারা সম্মানিত হওয়ার পর সোশ্যাল মাধম্যে ঝড়ের গতিতে ছড়িয়ে পরে শামির ছবি এবং তাঁর প্রতিক্রিয়া। তবে কেবল তারকা পেসার শামিই নয়, মোট ২৬জন বিশেষ ক্রীড়াবিদ পেয়েছেন এই সম্মান। এই তালিকায় রয়েছেন এক বঙ্গ সন্তানও। দেখে নিন ২০২৪ সালে অর্জুন পুরস্কার বিজয়ী (Arjuna Award winners) ২৬ জনের তালিকায় রয়েছেন কে কে।
মহম্মদ শামি । Mohammed Shami :
বিশ্বকাপের শুরুতে তাঁকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হচ্ছিল না। তবে এর পর মাঠে নেমেই নিজের প্রতিভা ও ক্ষমতা দ্বারা মন জিতেই নিয়েছিলেন সকল ভারতীয় এমনকি গোটা বিশ্ব ক্রিকেট জগতের। মাত্র ৭ ম্যাচে ২৪টি উইকেট নেওয়ার সুবাদে সব বোলারদের শীর্ষে ছিলেন শামি। লাল বল-সাদা বলের ক্রিকেটে দীর্ঘ বছর ধরে দেশকে সাফল্য এনে দিয়েছেন তারকা পেসার। বিশ্বকাপ ফাইনালে হারের পর ভারতীয় দলের ড্রেসিং রুমে শামিকে বুকে টেনে নিয়ে পিঠ চাপড়ে তাঁর পারফরম্যান্সের প্রশংসা করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। সেই শামি এবার পেলেন অর্জুন পুরস্কার সম্মান।
অর্জুন পুরস্কার পেয়ে মহম্মদ শামি বলেন, দেশের প্রতিটি ছেলে ভারতীয় দলে খেলার স্বপ্ন দেখে। তিনি ব্যতিক্রম নয়। তবে একাধিক ক্রীড়াবিদ অনেক চেষ্টা করেও, অর্জুন পুরস্কার হাতে পায় না। অনেকের পুরো জীবন কেটে যায় এবং মানুষ এই পুরস্কার জিততে পারে না। ফলে এই সম্মান তিনি পেয়ে অত্যন্ত খুশি বলে জানান শামি।
দেশের প্রতিটি ছেলে ভারতীয় দলে খেলার স্বপ্ন দেখে। আমি ব্যতিক্রম নই। তবে একাধিক ক্রীড়াবিদ অনেক চেষ্টা করেও, অর্জুন পুরস্কার হাতে পায় না। আমি খুশি যে আমি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছি। আমি শুধু বলতে পারি স্বপ্ন সত্যি হল। এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং কঠোর পরিশ্রমের ফল।
ঐহিকা মুখার্জি । Ayhika Mukherjee :
দিল্লিতে রাষ্ট্রপতি দ্রোপদী মূর্মূর হাত থেকে বাংলা থেকে একমাত্র ‘অর্জুন’ পুরস্কার পেলেন ঐহিকা মুখার্জি (Ayhika Mukherjee)। ঐহিকা টেবল টেনিসের নামী তারকা খেলোয়াড়। তিনি এশিয়ান গেমসে ডাবলসে ব্রোঞ্জ এনে দিয়েছেন দেশকে। পাশাপাশি তিনি জুনিয়র ভারতীয় দলের হয়ে একাধিক সাফল্য পেয়েছেন। তিনি কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন। অর্জুন পুরস্কার গ্রহণের পরে ঐহিকার লক্ষ্য প্যারিস অলিম্পিক্স।
উল্লেখ্য,এর আগে বাংলা টিটি থেকে অর্জুনের পরে পদ্মশ্রী পেয়েছেন একমাত্র মৌমা দাস। এদিকে, বাংলা থেকে টেবল টেনিসেই জোড়া সাফল্য এসেছে। ঐহিকা ছাড়াও টিটি-র বিখ্যাত কোচ জয়ন্ত পুশিলাল পেয়েছেন দ্রোণাচার্য পুরস্কার। নারকেলডাঙা সাধারণ সমিতিতে দীর্ঘদিন কোচিং করিয়ে পুশিলালের হাত ধরে উঠে এসেছেন মৌমা, অরূপ বসাক, কিশলয় বসাক, প্রাপ্তি সেনরা। পুশিলাল মৃত্যুমুখ থেকে ফিরে এই স্বীকৃতি নিতে পৌঁছান দিল্লিতে।
শীতল দেবী । Sheetal Devi :
অর্জুন পুরস্কার পেলেন জম্মু ও কাশ্মীরের একটি ছোট গ্রামের বাসিন্দা শীতল দেবী (Sheetal Devi)ও। হাত নেই তাঁর। জন্ম থেকেই প্রতিবন্ধী শীতল। তবুও তীর ছুঁড়ে বিশ্ব দরবারে দেশকে সম্মানিত করেছেন জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারের লোইধর গ্রামের এই মেয়ে। শীতল দেবী হলেন প্রথম ভারতীয় তীরন্দাজ যিনি হাত ছাড়াই তীরন্দাজি করেছেন। ১৬ বছর বয়সি শীতল চিনে অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে দুটি স্বর্ণ এবং একটি রুপোর পদক জিতেছিলেন। তিনি গত বছরের অক্টোবরে তার প্রথম এশিয়ান প্যারা গেমসে রেকর্ড তিনটি পদক জিতেছিলেন। চিত্তাকর্ষক পারফরম্যান্সের মধ্যে রয়েছে মিক্সড ডাবলস এবং মহিলাদের ব্যক্তিগত বিভাগে দুটি স্বর্ণপদক এবং মহিলাদের ডাবলস কম্পাউন্ডে একটি রুপোর পদক জিতেছিলেন।
অদিতি গোপীচাঁদ স্বামী । Aditi Gopichand Swami :
মাত্র ১৭ বছর বয়সেই ইতিহাস গড়েন অদিতি গোপীচাঁদ স্বামী (Aditi Gopichand Swami)। তিরন্দাজিতে বিশ্বচ্যাম্পিয়নের খেতাব অর্জন করেন অদিতি। অদিতিই ভারতের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন। তিনি মেক্সিকোর আন্দ্রেয়া বেকেরাকে ১৪৯-১৪৭ ব্যবধানে পরাজিত করে এই খেতাব অর্জন করেন। মাত্র ১১ বছর বয়সে তিরন্দাজি শুরু করেছিলেন অদিতি। ২০২৩ এর শুরুতে তিরন্দাজির বিশ্বকাপে অনূর্ধ্ব-১৮ বিভাগে রেকর্ড গড়েছিলেন তিনি। ৭২০ পয়েন্টের মধ্যে ৭১১ পেয়েছিলেন তিনি। আমেরিকার লিকা অ্যারিয়োলাকে ছ’পয়েন্টে হারিয়ে দিয়েছিলেন অদিতি। এরপর যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। ভারতের চতুর্থ মেয়ে হিসাবে সোনা জিতেছিলেন। সেই অদিতি গোপীচাঁদ স্বামীও অর্জুন পুরস্কার দ্বারা সম্মান পান।
দীক্ষা ডাগর । Diksha Dagar :
দীক্ষা ডাগর (Diksha Dagar) শ্রবণ-প্রতিবন্ধী ভারতীয় পেশাদার গল্ফার যিনি ২০১৫, নভেম্বর থেকে ভারতের শীর্ষস্থানীয় অপেশাদার মহিলা গল্ফার হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। দীক্ষা ডাগর ২০১৭ সালের গ্রীষ্মকালীন বধির অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন এবং গলফ ইভেন্ট একটি রৌপ্য পদক জিতেছিলেন। এরপর ২০১৮ সালে এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেছিলেন তিনি। ২০১৯ সালে, তিনি অদিতি অশোকের পরে দ্বিতীয় ভারতীয় মহিলা গল্ফার হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন যিনি লেডিস ইউরোপিয়ান ট্যুর জিতেছিলেন। অবশেষে তিনি ইতিহাসের প্রথম গল্ফার হয়ে ওঠেন যিনি অলিম্পিক এবং ডেফলিম্পিক উভয় ক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ওজাস প্রবীণ দেওয়াতালে । Ojas Pravin Deotale :
এশিয়ান গেমসে পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে বিশ্বের ৯ নম্বর, ওজাস প্রবীণ দেওয়াতালে দুটি স্বর্ণপদক জিতেছেন। পুরুষদের কম্পাউন্ড আর্চারির ফাইনালে ওজাস অভিষেক ভার্মার মুখোমুখি হয়েছিলেন এবং অভিষেককে ১৪৯-১৪৭-এর ব্যবধানে পরাজিত করে স্বর্ণপদক যেতেন। ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ের পাশাপাশি রেকর্ডও গড়ে ফেললেন দেওয়াতালে। এই নিয়ে এবারের এশিয়াডে তিনটি সোনা জিতলেন তিনি। এর আগে মিক্সড দলের হয়ে সোনা জিতেছেন তিনি। এর পাশাপাশি পুরুষদের দলগত ইভেন্টে সোনা জিতেছেন।
এম শ্রীশঙ্কর । M Sreeshankar :
আলেয়ালি লং জাম্প তারকা এম শ্রীশঙ্করও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে অর্জুন পুরস্কার লাভ করেন। হ্যাংজু এশিয়ান গেমস, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথ গেমসে তাঁর অসামান্য পারফরম্যান্সের জন্য তিনি অর্জুন পুরস্কার লাভ করেন।
পারুল চৌধুরী । Parul Chowdhury :
হ্যাংঝাউয়ে এশিয়ান গেমসে ৫,০০০ মিটারে সোনা জিতে ইতিহাস তৈরী করেন পারুল চৌধুরী। এশিয়ান গেমসের ৫,০০০ মিটারে সোনা জেতেন ভারতের তারকা অ্যাথলিট। এশিয়ান গেমসের মহিলাদের ৫,০০০ মিটার রেসিংয়ে এটাই ছিল ভারতের প্রথম সোনা। এর আগে ৩ হাজার মিটার স্টিপলচেজে দেশকে রুপো এনে দিয়েছিলেন তিনি।
আর বৈশালী । R Vaishali :
আর বৈশালী তৃতীয় ভারতীয় মহিলা যিনি গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেছেন। তিনি ১২ বছরের দীর্ঘ রেকর্ড ভেঙে ভারতীয় মহিলার দাবাতে সর্বোচ্চ খেতাব অর্জন করেন। তিনি FIDE মহিলাদের গ্র্যান্ড সুইস ২০২৩ জিতেছিলেন এবং FIDE মহিলা প্রার্থী 2024-এ নিজেকে একটি স্থান অর্জন করেছিলেন।৷ পাশাপাশি ১৯তম এশিয়ান গেমস ২০২২-এ তিনি রৌপ্য পদক জিতেছিলেন এবং একটি দল এবং ব্যক্তিগত ব্রোঞ্জও জিতেছিলেন।
অনুশ আগরওয়াল । Anush Agarwal :
হাংঝৌ এশিয়ান গেমসে ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজের টিম ইভেন্টে সোনা যেতেন বালিগঞ্জের ছেলে অনুশ আগরওয়াল। এট্রো নামের ঘোড়ায় চড়ে টিমের সবচেয়ে বেশি স্কোর ২৪ বছরের অনুশেরই (৭১.০৮৮ পয়েন্ট)। দেশের প্রথম অশ্বারোহী হিসেবে তিনি বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশ নেন। ডেনমার্কে গ্রাঁ প্রিতে নজর কাড়েন। অল্পের জন্য টোকিও অলিম্পিক্সে নামার সুযোগ হারান। তবে এশিয়ান গেমসের দলগত বিভাগে সোনা জয়ের পরে অনুশের লক্ষ্য প্যারিস অলিম্পিক্সে নামার ছাড়পত্র পান।
দিব্যকৃতি সিং । Divyakriti Singh :
রাজস্থানের দিব্যকৃতি সিং অশ্বারোহী প্রথম মহিলা যিনি অর্জুন পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছেন। ২০২৩ সালের মার্চ পর্যন্ত, আন্তর্জাতিক অশ্বারোহী ফেডারেশন দ্বারা জারি করা গ্লোবাল ড্রেসেজ র্যাঙ্কিং-এ তরুণ রাইডার এশিয়ায় ১ নম্বর এবং বিশ্বে ১৪ নম্বর স্থান লাভ করেন দিব্যকৃতি। এছাড়া তিনি চীনের হ্যাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে অশ্বারোহী ড্রেসেজে দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন এবং সৌদি আরবের রিয়াদে আন্তর্জাতিক ড্রেসেজ প্রতিযোগিতায় স্বতন্ত্র রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন করেন।
পুখরম্বম সুশীলা চানু । Pukhrambam Sushila Chanu :
২০১৩ সালে মনচেনগ্লাদবাখে মহিলা হকি জুনিয়র বিশ্বকাপে, চানু জুনিয়র মহিলা দলকে ব্রোঞ্জ পদক অর্জনে নেতৃত্ব দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি সিনিয়র জাতীয় দলের হয়ে অভিষেক করেছিলেন, ইনচিওনে ২০১৪ সালের এশিয়ান গেমসে ব্রোঞ্জের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। কুয়ালালামপুরে অনুষ্ঠিত ২০০৮ সালে মহিলা হকি জুনিয়র এশিয়া কাপে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়েছিল, যেখানে ভারত একটি ব্রোঞ্জ পদক জিতেছিল। তাঁর নামে ১৫০টি আন্তর্জাতিক ক্যাপ রয়েছে এবং তিনি ভারতীয় জাতীয় দলের অধিনায়ক ছিলেন।
পবন কুমার সেহরাওয়াত । Pawan Kumar Sehrawat :
ভারতীয় পুরুষ কাবাডি অধিনায়ক পবন কুমার সেহরাওয়াতকেও ৯ই জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অর্জুন পুরস্কারে ভূষিত করেন। সেহরাওয়াত গত বছর চীনের হাংঝোতে ১৯তম এশিয়ান গেমসে পুরুষদের কাবাডি ইভেন্টে ভারতকে তাদের অষ্টম স্বর্ণপদক এনে দেন। ছয় ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক।
ঐশ্বর্য প্রতাপ সিং তোমার । Aishwarya Pratap Singh Tomar :
শুটার ঐশ্বর্য প্রতাপ সিং তোমারও অর্জুন পুরস্কারে পুরস্কৃত হন। তিনি পেরুর ২০২১ সালের ISSF বিশ্ব চ্যাম্পিয়নশিপ, দিল্লিতে ISSF বিশ্বকাপ ২০২১, ক্রোয়েশিয়ায় ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ, ক্রোয়েশিয়ায় ISSF বিশ্বকাপ ২২০২১, অলিম্পিক ২০২০ এর মতো মর্যাদাপূর্ণ ইভেন্টগুলিতে অসংখ্য জয় এবং পডিয়াম শেষ করেন।এছাড়া মিশরে আইএসএসএফ বিশ্বকাপ ২০২২, কোরিয়ায় আইএসএসএফ বিশ্বকাপ ২০২২-সহ একাধিক ইভেন্টে জয় লাভ করেন।
নওরেম রোশিবিনা দেবী । Naurem Roshibina Devi :
দক্ষিণ কোরিয়ার গুমিতে অনুষ্ঠিত ৯ তম এশিয়ান জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে, রোশিবিনা দেবী তার ব্যতিক্রমী দক্ষতা প্রদর্শন করেন এবং আন্তর্জাতিক মঞ্চে একটি চিহ্ন তৈরি করে স্বর্ণপদক জিতেছিলেন। ২০১৮ সালের এশিয়ান গেমসে, মহিলাদের ৬০ কেজি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের মুবাশরা আখতারকে পরাজিত করে পদক অর্জন করেছিলেন। সেমিফাইনালে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়া সত্ত্বেও, চীনের কাই ইংইং, রোশিবিনা দেবীর দুর্দান্ত পারফরম্যান্স যৌথ ব্রোঞ্জ পদক এনে দেয়। এরপর হ্যাংঝোতে এশিয়ান গেমসে নওরেম মহিলাদের ৬০কেজি উশু সান্দা বিভাগে রৌপ্য পদক অর্জন করেন।
এছাড়াও অর্জুন পুরস্কার পেয়েছেন- মহম্মদ হুসামুদ্দিন (বক্সার),কৃষ্ণ বাহাদুর পাঠক(হকি),ঋতু নেগি(কাবাডি),নাসরিন(খো-খো),পিঙ্কি(লন বল), ইশা সিং(শুটিং),হরিন্দর পাল সিং(স্কোয়াশ),সুনীল কুমার(কুস্তি), অন্তিম পাঙ্গাল(কুস্তি),অজয় কুমার(ব্লাইন্ড ক্রিকেট),প্রাচি যাদব (প্যারা ক্যানোয়িং)।
- Related topics -
- খেলাধুলা
- ভারত
- দেশ
- দ্রৌপদী মুর্মু
- সম্মান