Ahmedabad Plane Crash Live Update | জমা পড়লো আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট!

আমেদাবাদে ভেঙে পড়লো যাত্রীবাহী বিমান! অন্তত ২০০ জনের মৃত্যুর আশঙ্কা! লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ওই বিমানে যাত্রী ছিলেন ২৪২ জন। ক্ষতিগ্রস্ত বসতি এলাকাও।
দুপুর ৩.২২, ৮ই জুলাই: জমা পড়লো আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট!
জমা পড়লো আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট।তদন্তের প্রাথমিক পর্যায়ে সংগৃহীত তথ্যের মূল্যায়ন এবং ফলাফলের উপর ভিত্তি করে কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরে এই রিপোর্ট দিয়েছে ‘এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’। জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষেই প্রকাশ্যে আনা হবে রিপোর্টটি।
সকাল ১২.১৪, ৫ই জুলাই: "এক টাকাও ক্ষতিপূরণ দেওয়া হবে না।" এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে নিহতদের পরিবারকে হুমকির অভিযোগ!
ক্লেম সেটলের দ্বায়িত্ব থাকা স্টেওয়ার্ড ল ফার্মের দাবি, একটি ফর্ম দেওয়া হচ্ছে নিহতদের পরিবারকে। কিন্তু কীভাবে সেই ফর্ম পূরণ করতে হবে সেই বিষয়ে নিহতদের পরিবারকে কিছুই জানানো হচ্ছে না। বরং হুমকি দেওয়া হচ্ছে ফর্মে একটাও ভুল হলে, এক টাকাও ক্ষতিপূরণ পাবেন না তারা। কমপক্ষে ৪০ জন নিহতের পরিবারকে এয়ারলাইন্স জোর করে বিভিন্ন কাগজে সই করিয়ে নিয়েছে বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে এয়ার ইন্ডিয়া।
বিকেলে ৫.৪৪, ২রা জুলাই: আহমেদাবাদে বিমান দুর্ঘটনার কারণ জানতে সিমুলেটেড ফ্লাইট চালালেন পাইলটরা!
কী কারণে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা হলো তা জানতে চলছে তদন্ত। দুর্ঘটনার পর প্রথম থেকেই মনে করা হচ্ছে, উভয় ইঞ্চিন বিকল হয়ে গিয়েছিল। এবার এই পরিস্থিতিতে সেই সম্ভাবনার বিষয়টি খতিয়ে দেখতে এয়ার ইন্ডিয়ার পাইলটরা সিমুলেটেড ফ্লাইট চালালেন।
সকাল ৮.০৮, ২রা জুলাই: বিদেশী বিপাকে এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করতে চলেছে ব্রিটেনের ল ফার্ম!
ব্রিটেনের কিস্টোন এবং আমেরিকার উইনসার ল’ফার্ম শীঘ্রই নাকি ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে। কিস্টোন ল’ফার্মের এক অংশীদার জেমস হিলি প্র্যাট জানিয়েছেন আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত ব্রিটেনের নাগরিকদের পরিবারের সঙ্গে তাঁদের কথা হয়েছে। তাঁরা জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার পাশাপাশি তাঁরা বোয়িং এর বিরুদ্ধেও লন্ডন হাই কোর্টে মামলা দায়েরের কথা ভাবছি।
রাত ০৮.৪৬, ১লা জুলাই: ১১ জুলাইয়ের মধ্যে প্রকাশ হবে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন!
১১ জুলাইয়ের মধ্যে প্রকাশ হবে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন! সূত্রের খবর, এই প্রতিবেদন চার থেকে পাঁচ পৃষ্ঠার হতে চলেছে। তাতে থাকবে বিমান দুর্ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে।
আরও পড়ুন : কেন হয়েছিল আহমেদাবাদ বিমান দুর্ঘটনা? ১১ জুলাইয়ের মধ্যে প্রকাশ হবে প্রাথমিক তদন্ত রিপোর্ট!
সন্ধ্যা ০৭.৪৯, ২৯শে জুন: দেহ শনাক্ত ২৬০, বাকিদের দেহ কোথায় গেল? আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
গত ২৪ জুন গুজরাট সরকার জানিয়েছিল দুর্ঘটনায় মোট ২৭৫ জনের মৃত্যু হয়েছিল। কিন্তু শনিবার সরকারের তরফে জানানো হল মোট ২৬০ জনের দেহ শনাক্ত করা হয়েছে। ২৫৪টি দেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হয়েছে। বাকি ছ’জনের দেহ ডিএনএ টেস্ট ছাড়াই শনাক্ত হয়। বাকি দেহগুলি কোথায় গেল তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
রাত ০৯.৫৭, ২৮শে জুন: মরিয়া কেন্দ্র? বিমান দুর্ঘটনার তদন্তে রাষ্ট্রসঙ্ঘকে ‘নজরদারি’র অনুমতি দিল মোদি সরকার
দুর্ঘটনার তদন্ত করতে চেয়ে কেন্দ্রীয় সরকারকে আবেদন জানিয়েছিল UN এর ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন। প্রথমে UNকে নজরদারির অনুমতি দেয়নি অসামরিক বিমান পরিবহণ দপ্তর। সূত্রের খবর, শেষ মুহূর্তে মত বদলে অনুমতি দিয়েছে মোদি সরকার।
রাত ০৯.১৬, ২৮শে জুন: শুভাংশু শুক্লার সাথে কথোপকথন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, মহাকাশ থেকে কী বার্তা দিলেন শুভাংশু?
শুভাংশুর প্রতি মোদির বার্তা, “আজ মাতৃভূমি থেকে বহু দূরে আছেন আপনি, কিন্তু ভারতীয়দের হৃদয়ের সবচেয়ে কাছে রয়েছেন। আপনার নামের মধ্যে শুভ আছে, আপনার যাত্রাও একটি যুগের শুভারম্ভ।” পরিবর্তে শুভাংশু বলেন, "আপনার এবং ১৪০ কোটি ভারতবাসীর শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি এখানে সুস্থ এবং সুরক্ষিত আছি। ভালো অনুভব করছি, এটা একেবারে নতুন অনুভূতি। এই যাত্রা কেবল আমার একার নয়, গোটা দেশেরও।”
রাত ৯.৫৭, ২৬শে জুন: অভিশপ্ত উড়ানের 'ইমারজেন্সি ডোর'এ বারবার ধাক্কা, শেষ সময়েও দায়িত্বে অবিচল বিমানসেবিকা রোশনি
১২ই জুন গুজরাটের আমেদাবাদে মেঘানিনগরে লোকালয়ে ২৪২ যাত্রী নিয়ে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার ১৭১ বিমান(ahmedabad plane crash)। 'MAYDAY' কলের পরও শেষরক্ষা হয়নি। শেষ সময়েও নিজের জীবনের তোয়াক্কা না করে দায়িত্বে অবিচল ছিলেন বিমানসেবিকা রোশনি সোনঘারে। জানা গিয়েছে, যাত্রীদের বাঁচাতে বারংবার অভিশপ্ত উড়ানের 'ইমারজেন্সি ডোর' খুলতে চেষ্টা করেছিলেন তিনি।
দুপুর ৩.০৬, ২৬শে জুন: ব্ল্যাক বক্স থেকে সফলভাবে উদ্ধার করা গিয়েছে তথ্য!
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার নেপথ্যে কারণ কী জানা যাবে শীঘ্রই। উদ্ধার করা ব্ল্যাক বক্স থেকে তথ্য সফলভাবে ডাউনলোড করা হয়েছে বলে খবর। সেই তথ্য এখন বিশ্লেষণ করা হচ্ছে। এরপরই জানা যাবে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি কেন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল।
সকাল ১০.৪৬, ২৫শে জুন: এআই ১৭১- এর ব্ল্যাকবক্স আছে ভারতেই! জল্পনা ওড়ালেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী
জল্পনা, ভারতীয় প্রযুক্তিতে ওই বক্সের তথ্য উদ্ধার সম্ভব হচ্ছে না। তথ্য উদ্ধারে সেটিকে সম্ভবত আমেরিকায় পাঠাতে হবে। সেই গুঞ্জন ওড়ালেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী। এদিন তিনি জানালেন, ব্ল্যাক বক্সটি ভারতেই রয়েছে। তদন্ত প্রক্রিয়া শেষ হলে ফলাফল জানাবে AAIB।
দুপুর ২.৪৫, ২৪শে জুন : দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের ব্ল্যাক বক্স পরীক্ষা হবে ভারতেই!
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স পরীক্ষা হবে এদেশেই। বিমান দুর্ঘটনার তদন্ত কমিটিই করবে বলে জানা গিয়েছে।
রাত ১০.৫৮, ২২শে জুন : বারংবার গাফিলতি, এয়ার ইন্ডিয়ার লাইসেন্স বাতিলের হুমকি DGCA-র!
ডিজিসিএর দেওয়া রিপোর্টে দেখা যাচ্ছে, ক্রু শিডিউলিং, নিয়ম পর্যবেক্ষণ এবং অভ্যন্তরীণ জবাবদিহির ইস্যুতে এয়ার ইন্ডিয়ার আধিকারিকদের মারাত্মক গাফিলতি রয়েছে। এই মর্মে এবার এয়ার ইন্ডিয়ার লাইসেন্স বাতিলের হুমকি দিলো ডিজিসিএ।
রাত ১০.০৫, ২২শে জুন : আহমেদাবাদ প্লেন দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার ৩ কর্মকর্তাকে বহিস্কার DGCA-র
প্লেন দুর্ঘটনায় বড়ো পদক্ষেপ নিলো ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)। এয়ার ইন্ডিয়ার তিন সিনিয়র কর্মকর্তাকে ক্রু শিডিউলিং থেকে অপসারণের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। এই কর্মকর্তারা হলেন ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট চুরহ সিং, চিফ ম্যানেজার (অপারেশন্স ডিরেক্টরেট, ক্রু শিডিউলিং) পিঙ্কি মিত্তল এবং ক্রু শিডিউলিং প্ল্যানিংয়ের পায়েল অরোরা।
সকাল ১০.৪১, ২১শে জুন : হাতে মিললো ডিএনএ রিপোর্ট, বিমান দুর্ঘটনার বলি গুজরাটি পরিচালক মহেশ কালাওয়াডিয়াও
দুর্ঘটনার দিন থেকেই নিখোঁজ ছিলেন গুজরাটি চলচ্চিত্র নির্মাতা মহেশ কালাওয়াডিয়া ওরফে মহেশ জিরাওয়ালা। তাঁর স্ত্রী হেতালের আশঙ্কা ছিল বিমান দুর্ঘটনার সময় রাস্তায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনি থাকতে পারেন। এবার সেই আশঙ্কায় সিলমোহর পড়লো। ডিএনএ রিপোর্ট বলছে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহেশের।
রাত ১০.৩২, ২০শে জুন : গুনে গুনে ৮খানা ফ্লাইট বাতিল, যাত্রীদের টিকিটের টাকা ফেরালো এয়ার ইন্ডিয়া!
বিমান দুর্ঘটনার পর থেকেই টনক নড়েছে এয়ার ইন্ডিয়া কর্তাদের। শুক্রবার অপারেশনাল রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কারণে সংস্থাটি ৪টি আন্তর্জাতিক এবং ৪টি ডোমেস্টিক ফ্লাইট বাতিল করেছে তাঁরা। বিমানগুলি হলো: AI906: দুবাই → চেন্নাই, AI308: দিল্লি → মেলবোর্ন, AI309: মেলবোর্ন → দিল্লি, AI2204: দুবাই → হায়দরাবাদ, AI874: পুনে → দিল্লি, AI456: আহমেদাবাদ → দিল্লি, AI2872: হায়দরাবাদ → মুম্বই, AI571: চেন্নাই → মুম্বই। পূর্ণ টিকিট মূল্য ফিরিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের। গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।
বেলা ১২.৩৯, ১৯ শে জুন : নতুন ছিল ডান দিকের ইঞ্জিন! তাহলে কীভাবে হলো দুর্ঘটনা? মুখ খুললেন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান!
এক জাতীয় সংবাদমাধ্যমকে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ বলেন, ‘এখনও পর্যন্ত আমি যা জানি তা হলো, এই বিমানটির রেকর্ড স্বচ্ছ। ফ্লাইটের ডান দিকের ইঞ্জিন নতুন ছিল। তা ২০২৫ সালের মার্চ মাসে লাগানো হয়েছিল। বাঁ দিকের ইঞ্জিনটি ২০২৩ সালে সার্ভিসিং করা হয়। ২০২৫ সালের ডিসেম্বরে পরবর্তী রক্ষণাবেক্ষণ পরীক্ষা করার কথা ছিল। ফ্লাইটের দু’জন ক্যাপ্টেনও যথেষ্ট দক্ষ ছিলেন।’
আরও পড়ুন 👉👉👉 নতুন ছিল ডান দিকের ইঞ্জিন! তাহলে কীভাবে হলো দুর্ঘটনা? মুখ খুললেন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান!
রাত ১১.২৮, ১৮ ই জুন : বিমান দুর্ঘটনায় 'ত্রাতা' শ্রমিক রাজু, ধ্বংসাবশেষ থেকে সোনাদানা-টাকা উদ্ধার
চিকিৎসক পড়ুয়াদের ছাত্রাবাস থেকে ১০০ মিটার দূরে নিজের বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন নির্মাণ শ্রমিক রাজু প্যাটেল। বিপদ আসতেই স্থানীয়দের জুটিয়ে নিয়ে উদ্ধারকার্যে নেমে পড়েন রাজু। শাড়ি, ধুতি ও দড়ি জোগাড় করে ছাত্রাবাসে আটকে থাকা আহতদের উদ্ধার করেন। চিরুনি হাতে ধ্বংসাবশেষে বেঁচে যাওয়া জিনিস খুঁজতে খুঁজতে ৮০ গ্রাম সোনার গয়না, ৮০ হাজার টাকা, একাধিক পাসপোর্ট সহ মূল্যবান জিনিসপত্র উদ্ধার করেন তিনি। তুলে দেন পুলিশের হাতে।
সন্ধ্যা ০৮.৫৬, ১৮ই জুন : আহত শরীরেই দাদার শেষকৃত্য করলেন এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার একমাত্র জীবিত ব্যক্তি বিশ্বাসকুমার রমেশ!
এদিন কপালে, গালে, কানে ব্যান্ডেজ নিয়ে অসুস্থ শরীরে দাদার শেষকৃত্যে অংশ নিলেন রমেশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে কাছা গলায় দাদার কফিন কাঁধে নিয়ে শ্মশানের দিকে হাঁঁটছেন তিনি। আত্মীয় পরিজনদের মাঝে দাঁড়িয়ে কাঁদতেও দেখা যায় রমেশকে।
রাত ১০.৩৪, ১৭ই জুন : আহমেদাবাদের দুর্ঘটনার তদন্ত চলছে, এরই মধ্যে ড্রিমলাইনারকে 'গ্রিন সিগন্যাল' দিলো DGCA!
এদিন ড্রিমলাইনারের মোট ৩৩টি বিমানের উপরে পরীক্ষা চালানো হয়েছে। যার মধ্যে চারটি বিমানের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাকিগুলির এখনও পরীক্ষা চলছে। এখনও অবধি পরীক্ষানিরীক্ষার পর DGCA জানিয়ে দিল, ৭৮৭ ড্রিমলাইনারে কোনও বড়সড় ত্রুটি নেই।
রাত ৯.৪৩, ১৭ই জুন : আতঙ্কে দ্বিতীয় তলা থেকে ঝাঁপ! কীভাবে প্রাণ বাঁচালেন পড়ুয়ারা?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে দুর্ঘটনার দিনের একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে BJ মেডিক্যাল কলেজের ছাত্রাবাসে ধাক্কা মারে বিমানটি। বিমানের ধাক্কায় ছাত্রাবাসের মেসের দিকটা চূর্ণবিচূর্ণ হয়ে আগুন লেগে যায়। চারিদিক ঢাকে কালো ধোঁয়ার আস্তরণে। পাশের বিল্ডিংয়ে থাকা বহু মেডিক্যাল ছাত্র একে অপরের হাত ধরে দ্বিতীয় তলা থেকে ঝাঁপ দিয়ে কোনোমতে প্রাণ বাঁচান।
সন্ধ্যা ৬.৪৪, ১৭ই জুন : ছিল না হাইড্রলিক ত্রুটি, ২টি ইঞ্জিন বিকল হয়েই এয়ার ইন্ডিয়ার বিমানের দুর্ঘটনা?
আমেদাবাদে বিমান দুর্ঘটনার কারণ কী? এয়ার ইন্ডিয়ার বিমানের ২টি ইঞ্জিনই বিকল হয়ে গিয়েছিল, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তাদের অনুমান, পুরোপুরি বৈদ্যুতিক কিংবা হাইড্রলিক কোনও ত্রুটি ছিল। ভিডিয়ো ফুটেজ থেকে দেখা যাচ্ছে, বিমানে স্বয়ংক্রিয় ভাবে চালু হয়ে গিয়েছিল ব়্যাম এয়ার টারবাইন বা RAT। যখন বিমানের ২টি ইঞ্জিনই বিকল হয়ে যায় কিংবা পুরো বৈদ্যুতিক বা হাইড্রলিক সিস্টেম অচল হয়ে যায় তখন স্বয়ংক্রিয় ভাবে RAT চালু হয়।
বেলা ১.০৬, ১৭ই জুন : বিমানে করেই শেষবারের মতো বাড়ি ফিরলেন ক্যাপ্টেন সুমিত সবরওয়াল!
এয়ার ইন্ডিয়া ১৭১এর দুর্ঘটনায় প্রাণ হারান ক্যাপ্টেন সুমিত সবরওয়াল। মঙ্গলবার আহমেদাবাদ থেকে মুম্বইয়ে বিমানে চেপেই শেষবারের মতো বাড়িতে ফিরলেন ক্যাপ্টেন সুমিত, তবে ফিরলেন কফিন বন্দি হয়ে। তারপর সুমিতের দেহাংশ পৌঁছে গেল তাঁর বাড়িতে। সেখানেই অপেক্ষা করছিলেন সুমিতের বাবা পুষ্করাজ সবরওয়াল ও পরিবারের অন্য সদস্যরা।
সকাল ১১.১৫, ১৭ই জুন : DNA টেস্টে ১২৫টি দেহ শনাক্ত হলো , পরিবারের হাতে তুলে দেওয়া হলো ৮৩টি দেহ
সোমবার রাতে গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী রুষিকেশ পটেল জানিয়েছে, এখনও পর্যন্ত ১২৫ জনের দেহ শনাক্ত করা গিয়েছে। এর মধ্যে ৮৩ জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। সিভিল হাসপাতালের বাইরে ভিড় বাড়ছে নিখোঁজ যাত্রীদের পরিবার পরিজনের।
সন্ধ্যা ৭.৪০, ১৬ই জুন : আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পরই নিখোঁজ ফিল্ম নির্মাতা! DNA নমুনা দিলেন স্ত্রী!
ফ্লাইট এআই ১৭১তে তিনি না থাকলেও বিমান দুর্ঘটনার পরই নিখোঁজ হয়ে যান গুজরাটের ফিল্ম নির্মাতা মহেশ কালাওয়াদিয়া। তাঁর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা পরিবারের। জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই ছিলেন মহেশ। এই পরিস্থিতিতে তাঁর খোঁজ পেতে মরিয়া হয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে DNA নমুনা জমা দেওয়া হয়েছে কর্তৃপক্ষের কাছে।
সন্ধ্যা ৭.৩৬, ১৬ই জুন : আমেদাবাদের বিমান দুর্ঘটনায় মৃত ১১৯ জনের দেহ শনাক্ত করা হলো!
DNA পরীক্ষার মাধ্যমে আমেদাবাদের বিমান দুর্ঘটনায় মৃত ১১৯ জনের দেহ শনাক্ত হলো। আমেদাবাদের সিভিল হাসপাতালের সুপার রাকেশ যোশী সোমবার জানান, এখনও পর্যন্ত ১১৯ জন মৃতের DNA ম্যাচ করেছে তাঁদের পরিজনের সঙ্গে। এর পরেই শনাক্ত হওয়া ওই ১১৯টি দেহের মধ্যে ৭৬টি তুলে দেওয়া হয়েছে তাঁদের পরিবারের হাতে। বাকি ৪৩ জনের দেহ ১৪ জনের দেহ মঙ্গলবার সকালে তুলে দেওয়া হবে তাঁদের পরিবারের হাতে।
বেলা ১২.৪০, ১৬ই জুন : দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার AI-315 উড়ানে যান্ত্রিক ত্রুটি!
এবার দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার AI-315 উড়ানে যান্ত্রিক ত্রুটি! সোমবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝআকাশ থেকে ফিরে গেল হংকং বিমানবন্দরে। তবে এ নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেননি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
বেলা ১১.২৫, ১৬ই জুন : আমেদাবাদে পৌঁছলেন বোয়িং বিশেষজ্ঞরা, ঘুরে দেখছেন দুর্ঘটনাস্থল!
সোমবার আমেদাবাদে এলেন বোয়িং বিশেষজ্ঞরা। ঘুরে দেখছেন দুর্ঘটনাস্থল। কী ভাবে ভেঙে পড়ল বিমান, খতিয়ে দেখবেন তাঁরা।
সকাল ৮.২৭, ১৬ই জুন : আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধার!
আমেদাবাদ বিমান দুর্ঘটনায় দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধার। সোমবার সকালে এই খবর নিশ্চিত করেছে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো।
রাত ৮.২৭, ১৫ই জুন : সোমবার পরিবারের হাতে তুলে দেওয়া হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির দেহ!
সোমবার গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। গান্ধীনগরে বিকেল ৫টায় হবে শেষকৃত্য।
বিকেল ৪.০২, ১৫ই জুন : DNA পরীক্ষা করে শনাক্ত করা গেলো গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির দেহ!
DNA পরীক্ষা করে শনাক্ত করা গেলো গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির দেহ। ইতিমধ্যেই তাঁর দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।
বেলা ১২.০০, ১৫ই জুন : বিমান দুর্ঘটনাস্থলে পৌঁছল এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন টিম!
রবিবার সকালে বিমান দুর্ঘটনাস্থলে পৌঁছল এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন টিম।
বেলা ১১.২৮, ১৫ই জুন : এখনও শনাক্ত করা যায়নি বিজয় রূপানির দেহ, চলছে ‘DNA ম্যাচিং’টেস্ট!
এখনও শনাক্ত করা সম্ভব হয়নি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির দেহ। রবিবার এমনটাই জানালেন আমেদাবাদের সিভিল হাসপাতালের কর্মকর্তারা। তাঁরা বলেন, ‘DNA ম্যাচিং চলছে।
সকাল ৯.৪০, ১৫ই জুন : এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবারের মানসিক আঘাত কাটাতে ‘গ্রিফ কাউন্সিলর’ নিয়োগ!
আমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবারের মানসিক আঘাত কাটিয়ে তুলতে ‘গ্রিফ কাউন্সিলর’ নিয়োগ করছে গুজরাট সরকার। ইতিমধ্যেই মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে ২৩০টি টিম।
রাত ৯.৩০, ১৪ই জুন : পরিবারের হাতে দেহ তুলে দেওয়া শুরু!
আমেদাবাদ সিভিল হাসপাতালের অ্যাডিশনাল মেডিক্যাল সুপারিনটেনডেন্ট রজনীশ পাটেল জানান, ১১ জনের ডিএনএ পরীক্ষা হয়ে গিয়েছে। একজনের দেহ পরিবারের হাতেও তুলে দেওয়া হয়েছে। আজ রাতের মধ্যে আরও ২ জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হতে পারে।
সন্ধ্যা ৮.০০, ১৪ই জুন : বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবার ও একমাত্র জীবিত যাত্রীকে আরও ২৫ লক্ষ টাকা করে দেবে এয়ার ইন্ডিয়া!
বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবার ও একমাত্র জীবিত যাত্রীকে ইন্টেরিম পেমেন্ট হিসেবে অবিলম্বে ২৫ লক্ষ টাকা করে দেবে এয়ার ইন্ডিয়া।
বিকেল ৪.৩০, ১৪ই জুন : বোয়িং ৭৮৭ বিমানের বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষায় বিলম্ব নিয়ে সতর্ক করল এয়ার ইন্ডিয়া
বোয়িং ৭৮৭ বিমানের বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষায় বিলম্ব নিয়ে সতর্ক করল এয়ার ইন্ডিয়া। প্রসঙ্গত, বোয়িং দেশে ফেরার পর পরবর্তী উড়ানের আগে নিরাপত্তার খুঁটিনাটি খতিয়ে দেখা হয়।
দুপুর ৩.৫০, ১৪ই জুন : আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৯!
বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে দাঁড়াল ২৭৯। শনিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নায়ডু।
দুপুর ৩.৪৫, ১৪ই জুন : দুর্ঘটনার জেরে বদলে গেল বিমানের নাম! আর AI171
দুর্ঘটনার জেরে বদলে গেল AI171 বিমানের নাম। এবার নতুন নাম AI159।
দুপুর ২.৩৫, ১৪ই জুন : হোম সেক্রেটারির নেতৃত্বে তৈরী উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি, ৩ মাসের মধ্যে রিপোর্ট!
আমেদাবাদের বিমান দুর্ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। হোম সেক্রেটারির নেতৃত্বে এই কমিটি কাজ করবে। রিপোর্ট দেবে ৩ মাসের মধ্যে।
বেলা ১২.৩০, ১৪ই জুন : আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত বিমানের লেজের অংশ থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার!
শনিবার দুপুরে ভেঙে পড়া বিমানের লেজের অংশ (Tail Section) থেকে একটি মৃতদেহ উদ্ধার হলো। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭৫
সন্ধ্যা ৬.৪০, ১৩ই জুন : সহকর্মীদের চিঠি টাটার চেয়ারম্যানের!
টাটা গোষ্ঠীর ইতিহাসের সবচেয়ে অন্ধকার দিনগুলির একটি, এয়ার ইন্ডিয়ার সহকর্মীদের চিঠি লিখে বললেন চেয়ারম্যান এন চন্দ্রশেখরন।
বিকেল ৫.৩০, ১৩ই জুন : জ্বালানি ও ইঞ্জিন সিস্টেম পরীক্ষা হবে প্রত্যেক ড্রিমলাইনারের : নির্দেশ DGCAর!
১৫ জুন থেকে প্রতিটি এয়ার ইন্ডিয়া বোয়িং ড্রিমলাইনার ফ্লাইটের জ্বালানি ও ইঞ্জিন সিস্টেম পরীক্ষার নির্দেশ দিল ডিজিসিএ।
বেলা ১২.১১, ১৩ই জুন : আহমেদাবাদের দুর্ঘটনার পর এবার এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক!
আহমেদাবাদের দুর্ঘটনার পর এবার এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক! থাইল্যান্ড থেকে ভারতে ফেরার বিমানে বোমাতঙ্ক, করতে হয় জরুরি ভিত্তিতে অবতরণ!
সকাল ০৯.০৯, ১৩ই জুন : আহমেদাবাদে পৌঁছলেন প্রধানমন্ত্রী, দুর্ঘটনাস্থল পরিদর্শমে পৌঁছেছেন তিনি
আহমেদাবাদ পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ঘুরে দেখছেন দুর্ঘটনাস্থল। উদ্ধারকাজ কীভাবে চলছে তা খতিয়ে দেখছেন প্রধানমন্ত্রী।

রাত ১০.৪৭, ১২ই জুন : মাত্র ১০ মিনিটের জন্য ফ্লাইট মিস! নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচলেন যাত্রী
আমদাবাদ থেকে লন্ডনগামী বিমানে ভূমি চৌহানের থাকার কথা থাকলেও যানজটে আটকে পড়ায় কয়েক মিনিটের জন্য তিনি বিমান মিস করেন। আর তার জেরে দুর্ঘটনার মুখে পড়তে হল না তাঁকে।
রাত ১০.২৫, ১২ই জুন : ‘ফ্লাইটে কিছুই ঠিকঠাক কাজ করছে না।’ -এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন যাত্রী
এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইটে বৃহস্পতিবার দিল্লি থেকে আমেদাবাদ পৌঁছন আকাশ বৎস্য নামে এক যাত্রী। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'আমেদাবাদ ছাড়ার ঘণ্টাদুয়েক আগে ওই ফ্লাইটেই ছিলাম আমি। তখনই বেশ কিছু অস্বাভাবিক জিনিস নজরে আসে।' আকাশের অভিযোগ, ফ্লাইটটির এসি কাজ করছিল না। বদ্ধ জায়গায় হাঁসফাঁস করতে করতে পত্রিকা দিয়ে হাওয়া খাচ্ছিলেন যাত্রীরা।
রাত ০৯.৪৭, ১২ই জুন : 'টেক-অফের ৩০ সেকেন্ড পরেই প্রবল জোরালো শব্দ হল।' -অভিশপ্ত বিমান থেকে রক্ষা পেয়ে কী বললেন রমেশ?
আহমেদবাদের বিমান দুর্ঘটনায় বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন এয়ার ইন্ডিয়ার ৭৮৭'৮ ড্রিমলাইনার বিমানের ১১Aর যাত্রী বিশ্বাসকুমার রমেশ। হাসপাতালের বিছানায় শুয়ে বিশ্বাস বলেন, 'টেক অফের ৩০ সেকেন্ড পরেই প্রবল জোরালো শব্দ হল। আর তারপর বিমানটি ভেঙে পড়ল। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল।'
রাত ০৯.২৭, ১২ই জুন : দুর্ঘটিনার জেরে স্থগিত বিমান পরিষেবা, বাতিল একাধিক বিমান!
গুজরাটের আমেদাবাদে মেঘানিনগরে লোকালয়ে ২৪২ যাত্রী নিয়ে ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়ার বিমান(ahmedabad plane crash)। দুর্ঘটনায় ২০০ জনেরও বেশি লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার জেরে বৃহস্পতিবার থেকে কলকাতা ও আহমেদাবাদ রুটে সমস্ত বিমান চলাচল স্থগিত রাখা হল। আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
সন্ধ্যা ০৮.০২, ১২ই জুন : বিমান দুর্ঘটনায় প্রয়াত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি!
গুজরাটের আমেদাবাদে মেঘানিনগরে লোকালয়ে ২৪২ যাত্রী নিয়ে ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়ার বিমান। দুর্ঘটনায় ২০০ জনেরও বেশি লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন বিজয়বাবু। যাত্রীতালিকায় ১২ নম্বরে নাম ছিল তাঁর।
সন্ধ্যা ৭.৪৭, ১২ই জুন : এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ কোটি করে দেবে টাটা গোষ্ঠী!
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে ১ কোটি টাকা করে দেওয়ার ঘোষণা করল টাটা গোষ্ঠী।
সন্ধ্যা ৭.১৫, ১২ই জুন : বিমানের ধ্বংসাবশেষ থেকে জীবিত অবস্থায় এক যাত্রীকে উদ্ধার!
এয়ার ইন্ডিয়ার বিমানের ধ্বংসাবশেষ থেকে জীবিত অবস্থায় এক জনকে উদ্ধার করা গিয়েছে বলে জানাল আহমেদাবাদ পুলিশ। আপাতত তার চিকিৎসা চলছে হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, রমেশ বিশ্বকুমার নামে এক যাত্রীকে সুস্থ অবস্থায় বিমান থেকে উদ্ধার করা গিয়েছে।
সন্ধ্যা ৬.২০, ১২ই জুন : আমদাবাদ বিমান দুর্ঘটনায় ২৪২ জনেরই মৃত্যু : সূত্র সংবাদসংস্থা AP!
আমদাবাদ বিমান দুর্ঘটনায় ২৪২ জনেরই মৃত্যু! সংবাদসংস্থা AP বলছে, মৃতদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ১ জন কানাডার নাগরিক, ৭ জন পর্তুগালের। সিভিল হাসপাতালের ৭ চিকিৎসকের মৃত্যু।
বিকেল ৫.৪৫, ১২ই জুন : এয়ার ইন্ডিয়ার বিমানের দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী!
সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘এই হৃদয়বিদারক ঘটনা ভাষায় প্রকাশ করা অসম্ভব’। তিনি আরও জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য তিনি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।
বিকেল ৫.৩২, ১২ই জুন : দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ১১ বছরের পুরোনো!
দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমানটি ১১ বছরের পুরোনো বলে জানা গিয়েছে।
বিকেল ৫.০২, ১২ই জুন : আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় ২০ জন জুনিয়র ডাক্তারেরও মৃত্যুর আশঙ্কা!
২৪২ জন যাত্রী নিয়ে আহমেদাবাদের মেঘানি নগরের বিজে মেডিকেল কলেজের ইউজি হোস্টেলের মেসের ছাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান! দুর্ঘটনায় ২০ জন জুনিয়র ডাক্তারেরও মৃত্যুর আশঙ্কা। জানা গিয়েছে, বিমানটি ভেঙে পড়ার সময় মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা ক্যান্টিনে খাওয়াদাওয়া করছিলেন।
বিকেল ৪.২৩, ১২ই জুন : আহমেদাবাদে বিমান দুর্ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও!
কেবল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই নয়, আহমেদাবাদে বিমান দুর্ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও! সূত্রের খবর, পরিস্থিতি বিপর্যয় বিধ্বস্ত এলাকার দিকে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। ইতিমধ্যে নয়াদিল্লি থেকে রওনা দিয়েছেন তিনি।
দুপুর ৩.৩০, ১২ই জুন : বন্ধ আমেদাবাদ বিমানবন্দরের কার্যক্রম!
ফ্লাইট ক্র্যাশের প্রেক্ষিতে বন্ধ করে দেওয়া হলো আমেদাবাদ বিমানবন্দরের কার্যক্রম।
দুপুর ৩.২০, ১২ই জুন : আহমেদাবাদের দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীও!
প্রকাশ্যে এল যাত্রিতালিকা, তাতে রয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানির নাম। রয়েছে বেশ কিছু বিদেশি নামও।
দুপুর ৩.১৮, ১২ই জুন : রামমোহন নাইডুর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর! আহমেদাবাদে যাচ্ছেন অমিত শাহ!
ব্যক্তিগত ভাবে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী শ্রী রামমোহন নাইডুর সাথে সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পর্যালোচনা করছেন তিনি। এরপরই অমিত শাহের সঙ্গে কথা হয় প্রধানমন্ত্রীর, শাহকে আহমেদাবাদ যাওয়ার নির্দেশ দিলেন তিনি। উদ্ধার ও ত্রাণ কাজ তদারকি করতে আমেদাবাদে যাচ্ছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীও।
দুপুর ৩.১৭, ১২ই জুন : গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হচ্ছে আহতদের!
চলছে উদ্ধারের কাজ। গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আহতদের।
দুপুর ৩.১৭, ১২ই জুন : বিমানটি ওড়ার পরেই মেডে কল করেছিল পাইলট!
ফ্লাইটের পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল। DGCA জানিয়েছে, আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়ে থেকে ওড়ার পরেই পাইলট 'মেডে কল' করেছিলেন। কিন্তু তারপরে, ATC-র করা কলের কোনও সাড়া মেলেনি।
দুপুর ৩.১৫, ১২ই জুন : ৬২৫ মিটার উচ্চতা থেকে আছড়ে পড়ে বিমানটি, ডাবল ইঞ্জিন ফেলিওরই কি দায়ী?
দুর্ঘটনার আগে মাটি থেকে বিমানের উচ্চতা ছিল ৬২৫ মিটার। লোকালয়ে বিমান ঘোরানো সম্ভব ছিল না। ডাবল ইঞ্জিন ফেলিওরই কি দুর্ঘটনার জন্য দায়ী? যান্ত্রিক গোলযোগই দেখছেন বিশেষজ্ঞরা।
দুপুর ২.৪৭, ১২ই জুন : কী অবস্থা বিমানটির, দেখুন ভিডিয়ো!
দুপুর ২.৪৫, ১২ই জুন :বিমানকর্মীদের তালিকা সামনে এল, যাত্রীদের কারও বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ!
বিমান কর্মীদের তালিকা সামনে এল। ওই বিমানে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর, সুমিত সভরওয়াল, অপর্ণা মহাদিক, শ্রদ্ধা ধওয়ন, দীপক পাঠক, ইরফান শেখ, নানথেম সিংসেন, মৈথিলি পাটিল, মণীষা থাপা।
দুপুর ২.৩৫, ১২ই জুন : উড়ানের পর পরই ভেঙে পড়ে বিমানটি!
দুপুর ১টা বেজে ৩৮ মিনিটে মাটি ছাড়ে বিমানটি। মুহূর্তের মধ্যেই আছড়ে পড়ে।
দুপুর ২.৩৫, ১২ই জুন : দুর্ঘটনাগ্রস্ত বিমানটি লন্ডনগামী!
লন্ডনের উদ্দেশে রওনা দিচ্ছিল। ক্ষতিগ্রস্ত বসতি এলাকাও। বিমানবন্দরেই ভেঙে পড়ে বিমানটি।
দুপুর ২.১৫, ১২ই জুন : আমদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান!
আমদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। ২৪২ জন সওয়ার ছিলেন।