LPG | ৭৫ লক্ষ বিনামূল্যে এলপিজি দেবে মোদি সরকার! উজ্জ্বল যোজনায় কীভাবে পাবেন সুবিধা?

Friday, December 15 2023, 11:27 am
highlightKey Highlights

উজ্জ্বলা ২.০ প্রকল্প চালু করার ঘোষণা করেছে মোদি সরকার। উজ্জ্বল যোজনায় আওতায় দেওয়া হবে বিনামূল্যে ৭৫ লক্ষ এলপিজি।


আম জনতার জন্য সুখবর। আগামী তিন বছরে ৭৫ লক্ষ গ্যাস কানেকশন দিতে চলেছে মোদি সরকার। পিএম উজ্জ্বল যোজনার (PM Ujjwala Yojana) আওতায় এই সুবিধা পাবেন মহিলারা। সম্প্রতি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি উজ্জ্বলা ২.০ (Ujjwala 2.0) প্রকল্প চালু করার ঘোষণা করেছে। এই প্রকল্পের আওতায়ই কেন্দ্রীয় সরকার মহিলাদের ৭৫ লক্ষ বিনামূল্যে এলপিজি কানেকশন দিতে চলেছে কেন্দ্র সরকার।

কীভাবে আবেদন করবেন? । How to Apply?

Trending Updates

পিএম উজ্জ্বল যোজনার (PM Ujjwala Yojana) স্কিমে রেজিস্টার করতে হলে প্রথমে আপনাকে উজ্জ্বলা গ্যাস সংযোগের জন্য রেজিস্টার করতে হবে। এই সংযোগ পেতে বিপিএল কার্ডধারক পরিবারের যেকোনও মহিলা আবেদন করতে পারবেন। যদিও আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। সেইসঙ্গে একই পরিবারে অন্য কোনও এলপিজি সংযোগ থাকলে সেই পরিবার এই কানেকশন পাবে না।

  • ১. পিএম উজ্জ্বল যোজনার স্কিমের সুবিধা নিতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট pmujjwalayojana.com-এ যেতে হবে।
  • ২. pmujjwalayojana.com ওয়েবসাইটে ক্লিক করলে সামনে একটি হোম পেজ খুলবে। এরপর ফর্ম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
  • ৩. এরপরেই আসবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ফর্ম। এরপর ফর্মটি ডাউনলোড করুন।
  • ৪. ফর্মে উল্লেক্ষিত সব তথ্য পূরণ করুন এবং ফর্মটি বাড়ির কাছের এলপিজি কেন্দ্রে জমা দিন। সঙ্গে সব নথিপত্র জমা দিন।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য যেসব নথির প্রয়োজন, মোবাইল নম্বর, বয়সের শংসাপত্র, আধার কার্ড, রেশন কার্ডের ফটো কপি, বিপিএল কার্ড, বিপিএল তালিকায় নামের প্রিন্ট, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাঙ্কের ফটোকপি।

মূলত উজ্জ্বলা প্রকল্পের অধীনে সরকার দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দিয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ২০১৬ সালের ১লা মে উজ্জ্বলা যোজনা' চালু করেছিলেন। সরকারি পরিসংখ্যান অনুসারে, দেশে এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত ৯.৬ কোটিরও বেশি এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। তবে সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Union Minister Anurag Thakur) জানান,  উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা ৪০০ টাকা সরকারি ভর্তুকি পাবেন। ইতিমধ্যেই এই প্রকল্পে ২০০ টাকা ভর্তুকি পাচ্ছেন সুবিধাভোগীরা। এর পাশাপাশি সরকার ঘোষণা করেছে যে উজ্জ্বলা প্রকল্পের অধীনে ৭৫ লক্ষ নতুন এলপিজি সংযোগও বিনামূল্যে দেওয়া হবে। যার ফলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীর সংখ্যা হবে ১০.৩৫ কোটি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File