WB Weather | কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! পরশু থেকে ফের বদল আবহাওয়ায়!

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জন্য বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা।


গতকাল অর্থাৎ বুধবার কলকাতায় (Kolkata) সেরকম বৃষ্টির দেখা না মিললেও আজ, ১৭ই অগাস্ট, বৃহস্পতিবার ভালো বৃষ্টিপাতের পূর্বাভাস দিলো আবহাওয়া দফতর। এদিন সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে শহরে। তবে বজায় ছিল আদ্রতাজনিত অস্বস্তিও। হাওয়া অফিস সূত্রে খবর, বিকেল গড়াতেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ।

দক্ষিণবঙ্গ জুড়ে বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ
দক্ষিণবঙ্গ জুড়ে বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ

আবহাওয়া দফতর (IMD)  সূত্রে খবর,  দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর (East Midnapore) , পশ্চিম মেদিনীপুর (West Midnapore), হুগলি (Hooghly), হাওড়া (Howrah), কলকাতা (Kolkata), উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় (North and South 24 Parganas) আগামী কয়েক ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজ থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বীরভূম (Birbhum), পশ্চিম মেদিনীপুর (West Medinipur), ঝাড়গ্রাম (Jhargram), বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia) জেলায়। আজ ও কাল বৃষ্টির রেশ বজায় থাকবে বলে জানিয়েছেনা আবহাওয়াবিদরা। তবে ১৮ তারিখের পর থেকে ফের বদলে যাবে আবহাওয়া। কমে যাবে বৃষ্টিপাত, বাড়বে তাপমাত্রা।

কয়েক ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা
কয়েক ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা

জানা গিয়েছে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে (East Central Bay of Bengal) অবস্থান করছে। যা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। তারপর এর অভিমুখ হবে ওড়িশা (Odisha) উপকূলের দিকে। অন্যদিকে আরও একটি ঘূর্ণাবর্ত উত্তর প্রদেশ (Uttar Pradesh) সংলগ্ন এলাকায় অবস্থান করছে। যার উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে কর্ণাটক (Karnataka) থেকে কোমরিন (Qamrin) এলাকা পর্যন্ত। পাশাপাশি, উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে বঙ্গে ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে খবর।

১৮ তারিখের পর থেকে ফের বদলে যাবে আবহাওয়া
১৮ তারিখের পর থেকে ফের বদলে যাবে আবহাওয়া

অন্যদিকে, দক্ষিণবঙ্গের  মতো বৃষ্টি হবে উত্তরবঙ্গের। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু-তিনদিন উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar) ও জলপাইগুড়িতে (Jalpaiguri) বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি এই আবহের জন্য ইতিমধ্যেই  জারি করা হয়েছে কমলা সতর্কতা (Orange Alert)। উত্তরের বাকি জেলা গুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File