দেশ

Chhattisgarh Crime : ঘুমের ওষুধ খাইয়ে কিশোরীকে পর স্বামী-ভাসুর মিলে ‘গণধর্ষণ’!

Chhattisgarh Crime : ঘুমের ওষুধ খাইয়ে কিশোরীকে পর স্বামী-ভাসুর মিলে ‘গণধর্ষণ’!
Key Highlights

কিশোরীকে পাচার করে ঘুমের ওষুধ খাইয়ে জোর করে বিয়ে দিয়ে গণধর্ষণের অভিযোগে এক মহিলা-সহ চার জনকে গ্রেফতার করল ছত্তীসগঢ় পুলিশ।

এক সংবাদ সংস্থা সূত্রে খবর, ১৬ বছরের ওই কিশোরী ছত্তীসগঢ়ের জাঞ্জগীর চম্পা জেলার একটি গ্রামের বাসিন্দা। আর্থিকভাবে আত্মনির্ভরশীল হয়ে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এক বন্ধুর সাথে অন্য এক শহরে যাওয়ার পরিকল্পনা করে সে। পরে কিশোরী তার বন্ধুর সঙ্গে বিলাসপুরে এক মহিলার বাড়িতে যায় কিশোরী। ওই মহিলার সঙ্গে দেখা করেন মথুরার দুই যুবক। পাশাপাশি তাঁদের ভাইয়ের জন্য পাত্রীর সন্ধানে ছিল যুবকরা। পরিস্থিতি অনুযায়ী, কিশোরীকে ভ্রাতৃবধু হিসাবে পছন্দ হয় যুবকদের। এমনকি কিছু কাজ দেওয়া হবে বলে কিশোরীকে প্রতিশ্রুতিও দেন তাঁরা।

কিন্তু এ ব্যাপারে নিজের মতামত জানাতে পারেনি কিশোরী। তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয় বলে অভিযোগ। তার পর বিলাসপুরে গোপনে জোর করে বিয়ে দেওয়া হয়। কিশোরীর অভিযোগ, তাকে জোর করে বিয়ে দিতে তার আসল বয়স (১৬) লুকিয়ে ১৮ বছর উল্লেখ করে ভুয়ো আধার কার্ড বানান যুবকরা।

জাঞ্জগীর চম্পার পুলিশ সুপার বিজয় অগ্রবাল জানিয়েছেন, কিশোরীকে নিয়মিত ঘুমের ওষুধ খাওয়ানো হত। তার পর তাকে উত্তরপ্রদেশের মথুরায় নিয়ে যাওয়া হয়। সেখানে যুবকদের পরিবারে আবারও বিয়ের অনুষ্ঠান হয়। তার পর স্বামী ও ভাসুর তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।

শ্বশুরবাড়ির খপ্পর থেকে এক দিন কোনও ভাবে বেরিয়ে আসে ওই কিশোরী। ‘চাইল্ড লাইন ১০৯৮' নম্বরে যোগাযোগ করে সে। তারপরই ওই কিশোরীকে উদ্ধার করে মথুরা থেকে ছত্তীসগঢ়ে নিয়ে যাওয়া হয়। অভিযোগ অনুযায়ী, কিশোরীর স্বামী-সহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার বেঙ্গালুরু থেকে ওই মহিলাকেও গ্রেফতার করে জাঞ্জগীরে নিয়ে যাওয়া হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭০, ৩৭৬, ৩৫৪, ৩৬৩, ৩৬৬ ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।


Apache Helicopter | চলতি মাসেই ৩টি ‘উড়ন্ত ট্যাঙ্ক’ পাবে ভারত! প্রথম ব্যাচ এলেই পাঠানো হবে পাক সীমান্তে!
Kasba Case | উধাও নির্যাতিতা! কোথায় আছেন জানে না পুলিশ! কসবা কাণ্ডে বিস্ফোরক জাতীয় মহিলা কমিশন
Rath Yatra | রথে চাই-ই-চাই, কীভাবে রথ যাত্রার দিন পাঁপড় ও জিলিপি খাওয়ার চল শুরু হলো জানেন?
Kasba Law College | করা হয় ধর্ষণের মুহূর্তের ভিডিও, মারা হয় হকি স্টিক দিয়ে! কসবা গণধর্ষণ-কাণ্ডে নির্যাতিতার ওপর চলে অকথ্য অত্যাচার!
Election Commission | এক ধাক্কায় ৩৪৫টি রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করলো নির্বাচন কমিশন!
Vehicles Rule | নভেম্বর থেকে পেট্রোল বা ডিজেল পাবে না প্রায় ২ লক্ষেরও বেশি গাড়ি! কেন এই সিদ্ধান্ত?
Axiom Mission 4 Live | পৃথিবীতে কবে ফিরবেন শুভাংশু ও Axiom মিশন ৪-র টিম? জানা গেলো তারিখ!