দেশ

IND Traffic Rules: বড়সড় রদবদল, নয়া ট্রাফিক আইনের ভাবনা পরিবহন মন্ত্রকের !

IND Traffic Rules: বড়সড় রদবদল, নয়া ট্রাফিক আইনের ভাবনা পরিবহন মন্ত্রকের !
Key Highlights

ফের একবার দেশের ট্রাফিক আইনে যুগান্তকারী পরিবর্তন আনার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। ভুল জায়গায় পার্ক করা কোন গাড়ির ছবি তুলে পাঠালেই ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী বৃহস্পতিবার জানিয়েছেন ভুল জায়গায় পার্ক করা কোন গাড়ির ছবি তুলে পাঠালেই ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে। তিনি আরও বলেছেন দেশের রাস্তায় যেখানে সেখানে গাড়ি পার্ক করা থাকে। ফলে পথচারীদের হাঁটতে অসুবিধা হয় এবং অনেক বিপদও হয়। বিশেষ করে দিল্লি শহরে এই সমস্যা ক্রমাগত বেড়ে চলেছে।

আসুন জেনে নেওয়া যাক দেশের ট্রাফিক আইন নিয়ে কি বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি | Road Transport and Highways Minister Nitin Gadkari’s speech about the country's traffic laws

নীতিন গড়করি জানিয়েছেন কেন্দ্রীয় সরকার শীঘ্রই নতুন আইন আনবে। সেখানে রাস্তায় ভুল জায়গায় গাড়ি পার্ক করা থাকলে ছবি তুলে পাঠানো যাবে। এমনকি সেক্ষেত্রে গাড়ির মালিককে ১০০০ টাকা জরিমানা করা হলে ৫০০ টাকা যে ব্যক্তি ছবি তুলে পাঠিয়েছিলেন তাঁকে দেওয়া হবে। এই উপায়ে দেশের রাস্তায় পার্কিংয়ের সমস্যা সমাধান করা যাবে। তিনি জানিয়েছেন অনেকেই বড় বড় বাড়ি তৈরি করলেও নির্দিষ্ট পার্কিংয়ের জায়গা রাখেন না।

ভুল জায়গায় গাড়ি পার্ক খুব খারাপ অভ্যাস। দেশের নগরাঞ্চলে গাড়ির সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে পরিবারের সব সদস্যের পৃথক গাড়ি রয়েছে। আমার নাগপুরের বাড়িতে 12 টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আমি কখনই রাস্তা আটকে গাড়ি পার্ক করি না।

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি

উদাহরণস্বরূপ তিনি নিজের বাড়ির কথা বলেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন তাঁর বাড়ির রুটি প্রস্তুতকারী ব্যক্তিও একটি গাড়ি চালিয়ে কাজে আসেন। আগে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের ঘটনা দেখা যেত। সেই দেশে গাড়ি চালিয়ে দৈনন্দিন কাজের মানুষকে আসতে দেখা যায় অনেক দশক ধরেই। এখন ভারতের এই ঘটনা দেখা যাচ্ছে। গড়করি জানিয়েছেন নাগপুরে নিজের বাড়িতে ১২ টি গাড়ি পার্ক করার ব্যবস্থা করেছেন তিনি। কখনই নিজের গাড়ি রাস্তায় পার্ক করেন না। তাঁর বাড়িতে ৪ জন সদস্যের জন্য ৬টি গাড়ি রয়েছে। 


Uttarakhand | ১৫টি জায়গার নাম বদল করলো উত্তরাখণ্ড সরকার! তালিকায় রয়েছে হরিদ্বার, দেরাদুন, নৈনিতালের মতো জায়গা!
DRDO | জলের গভীরে নিঃশব্দে শত্রুনিধন! AUV এর সফল পরীক্ষা করল DRDO
MI vs KKR | ঘরের মাঠে দুর্দান্ত কামব্যাক! চলতি আইপিএলে প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স! ২ উইকেটে পরাজিত নাইটরা!
Medicine Price | আগামীকাল থেকে দেশ জুড়ে বাড়ছে অত্যাবশ্যকীয় বেশ কিছু ওষুধের দাম!
Israel Attack Gaza | ঈদের দিনেও ইজরায়েলি হামলায় ৬৮ জনের প্রাণহানি! মৃত্যু নিষ্পাপ শিশুদেরও!
Kolkata Traffic | ঈদ উপলক্ষে শহরের একাধিক রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি! বন্ধ পণ্যবাহী গাড়ির প্রবেশেও
Immigration and Foreigners Bill | ‘দেশটা কোনও ধর্মশালা নয়’! লোকসভায় পাশ হলো ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’!