বিশ্বের সবথেকে উঁচু যানবাহন চলাচলের জন্য রাস্তা তৈরি করে গিনেস বুকে লাদাখ।
বিআরও বা বর্ডার রোড অর্গানাইজেশনের হাত ধরে বিশ্বের সবচেয়ে উচ্চতম স্থানে ১৯,৩০০ ফুট উপরে অবস্থিত, লাদাখে বিশ্বের সবথেকে উঁচু যানবাহন চলাচলের জন্য রাস্তা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিল। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই নয়া রাস্তা নির্মাণ কার্যত লাদাখে ভারত-চিন সংঘাতের মধ্যে নয়া স্ট্র্যাটেজিক গুরুত্ব দিতে শুরু করেছে।
এবিষয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, লাদাখের উমলিঙ্গালা পাসে এই রাস্তা নির্মাণের জন্য "গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস"-এ নাম উঠেছে। মঙ্গলবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের তরফ থেকে সীমান্ত সড়ক সংগঠনের মহানির্দেশক লেফটেনেন্ট জেনারেল রাজীব চৌধুরীকে এই রাস্তা নির্মাণ আর ব্যাকটপিংয়ের জন্য প্রমাণপত্র দেওয়া হয়েছে।
শীতকালে এই অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৪০ (-40) ডিগ্রিতে নেমে যায় এবং এই উচ্চতায় সমভূমির তুলনায় অক্সিজেনের মাত্রা থাকে পঞ্চাশ শতাংশেরও কম। বিআরও তার কর্মীদের সাহস এবং প্রতিকূল আবহাওয়ায় এত উচ্চতায় কাজ করার ক্ষমতা ও দক্ষতার কারণে এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে।
রাস্তার গুরুত্ব | Road importance:
- লাদাখের এই নয়া রাস্তা চীনের তিব্বতের বেস ক্যাম্প থেকে প্রায় ১৬ হাজার ৯০০ ফুট ওপরে অবস্থিত।
- ৫২ কিলোমিটার লম্বা এই রাস্তা টারম্যাক মেটিরিয়াল দিয়ে নির্মাণ করা হয়েছে।
- এক বিশাল আকারের কমার্শিয়াল বিমান এই রাস্তা দিয়ে ৩০ হাজার ফুট ওপরে উড়তে পারে।
উমলিঙ্গালা বা উমলিংলা পাসের স্ট্র্যাটেজিক গুরুত্ব | Strategic importance of Umlinga Pass::
- সাম্প্রতিক কালে, এক মিডিয়া রিপোর্টে প্রকাশিত এক স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে, লাদাখের ওপারে চীন এক উচ্চতম স্থানে বিমানবন্দর তৈরী করেছে।
- চীন এই অত্যাধুনিক বিমানবন্দরের আন্ডারগ্রাউন্ডে বিশেষ কিছু সুবিধা রেখেছে।
- কার্যত এই বিমানবন্দরের সুবিধা নিয়ে বেশ ফোকাসে রয়েছে কেন্দ্রীয় সরকার।
- বিশেষজ্ঞদের মতে, এই নয়া রাস্তা চীন-ভারত সংঘাতের আবহে যেমন ভারতের স্ট্র্যাটেজিক কূটনীতিকে নয়া 'পথ' দেখাবে, অন্যদিকে ঠিক তেমনই তা এলাকারও উন্নয়ন করবে।
- Related topics -
- দেশ
- প্রতিরক্ষা
- প্রতিরক্ষা মন্ত্রক
- লাদাখ
- চীন
- গিনেসবুক রেকর্ড
- কেন্দ্রীয় মন্ত্রী
- বর্ডার রোড অর্গানাইজেশন