MG Comet Gamer Edition | বাজারে এলো ই-গেমিং কার এমজি কমেট গেমার এডিশন! প্রায় ৬ ঘন্টায় ফুল চার্জ!

Tuesday, August 8 2023, 2:45 pm
highlightKey Highlights

ভারতীয় গেমার 'মর্টালে'র ডিজাইন করা বিশেষ গেমিং ইলেকট্রিক গাড়ি বাজারে আনলো এমজি কোম্পানি। কমেটের নয়া এডিশনে রয়েছে একাধিক চমক। মূল্যও অন্যান্য প্রথম সারির ইলেকট্রিক গাড়ির তুলনায় কম।


বর্তমানে বাজার দাপিয়ে বেরোচ্ছে ইলেক্ট্রনিক গাড়ি (Electronic Vehicle)। নামি দামি বহু কোম্পানি বাজারে আনছে নানান দামের ইলেকট্রিক গাড়ি, যা নিয়ে বেশ উদ্বেগ সাধারণ জনগণের মধ্যে। একের পর এক প্রযুক্তির গাড়ি আনছে কোম্পানিগুলি। তবে এরকম গাড়ির মধ্যে বর্তমানে সবথেকে বেশি এখন চর্চিত এমজি কমেট গেমার এডিশন (MG Comet Gamer Edition)।

পুরো অনলাইন  গেমিং সেটআপকে কেন্দ্র করেই গড়ে তোলা হয়েছে এমজি কমেট গেমার এডিশন
পুরো অনলাইন গেমিং সেটআপকে কেন্দ্র করেই গড়ে তোলা হয়েছে এমজি কমেট গেমার এডিশন

ভারতের বাজারে একের পর এক বৈদ্যুতিক গাড়ি এনে চমক দিয়েছে এমজি মোটর্স অর্থাৎ মরিস গ্যারাজ মোটরস (Morris Garage Motors)। এর আগেই কমেট (Comet) এনে বাজার দাপিয়েছে গাড়ি কোম্পানি। ও তবে এবার ছোট্ট, কমপ্যাক্ট এই ইলেকট্রিক গাড়ির নতুন এডিশন আনল এমজি মোটর্স। জানা গিয়েছে, পুরো অনলাইন  গেমিং সেটআপকে কেন্দ্র করেই গড়ে তোলা হয়েছে এই গাড়ি। এমনকি দেশের অন্যতম গেমার নমন মাথুর (Naman Mathur) যিনি গেমিং দুনিয়ায় মর্টাল (Mortal) নামে পরিচিত, তার সঙ্গে অংশীদারিত্বে তৈরী করা হয়েছে এই এমজি কমেট গেমার এডিশন। দেখে নিন এই অত্যাধুনিক গাড়িতে কী কী চমক রয়েছে।

ভারতীয় গেমার 'মর্টালে'র ডিজাইন করা এই অত্যাধুনিক গাড়ি
ভারতীয় গেমার 'মর্টালে'র ডিজাইন করা এই অত্যাধুনিক গাড়ি

এমজি কমেট গেমার এডিশন মডেলের সাজসজ্জা । Decoration of MG Comet Gamer Edition Model :

স্ট্যান্ডার্ড কমেট ইভি-র গাড়িটির এক্সটিরিয়ার (Exterior) এবং ইন্টিরিয়ারে  (Interior) একাধিক পরিবর্তন রয়েছে গেমার এডিশনটির। এই মাইক্রো ইলেকট্রিক হ্যাচব্যাকের (Micro Electric Hatchback) বাইরের অংশটি তৈরি করা হয়েছে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক মেটিরিয়াল দ্বারা। পাশাপাশি ডার্ক ক্রোম (Dark Chrome) দ্বারা হাইলাইট করা হয়েছে মডেলটি। সঙ্গে রয়েছে মেটালিক ফিনিশ এবং ইলুমিনেটেড টেক্সচার (Illuminated Texture)। বডি সাইড মডিউলিং (Body Side Modulation) দেওয়া হয়েছে। কমেট ব্র্য়ান্ডিং দেওয়া হয়েছে গাড়ির রুফে। রয়েছে বিশেষ হুইল কভার এবং তার পাশাপাশি ফ্রন্ট ও রিয়ার ফগ ল্যাম্প গার্নিশ (Rear Fog Lamp Garnish) দেওয়া হয়েছে। এছাড়াও, এই অত্যাধুনিক গাড়িটির ইন্টিরিয়র কেবিনে দেওয়া হয়েছে নিওন এলিমেন্ট (Neon Elements), যা গ্লোয়িং মেটিরিয়াল (Glowing Materials) থেকে নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে বিশেষ সিট কভার, স্টিয়ারিং হুইল কভার, ড্যাশবোর্ডে কন্ট্রাস্টিং ইনসার্ট, ডোর প্যানেল এবং নতুন কার্পেট ম্যাট। গাড়িটির চাবিতেও রয়েছে নতুনত্ব। চাবিটি ট্যাকটাইল প্যাটার্ন (Tactile Pattern) দিয়ে তৈরী, যা গেমার এবং গেমিং উৎসাহীদের জন্য বিশেষভাবে নজর কেড়েছে। এই গাড়িটিতে একাধিক স্টিকারের ব্যবহারও রয়েছে। গাড়ির ছাদে লেখা রয়েছে কমেট (COMET) কথাটি। বি পিলার (B Piller)-এ রয়েছে গেমিং কনসোলের স্টিকার। বনেটের উপরেও রয়েছে স্টিকার।

স্ট্যান্ডার্ড কমেট ইভি-র গাড়িটির এক্সটিরিয়ার এবং ইন্টিরিয়ারে একাধিক পরিবর্তন রয়েছে গেমার এডিশনটির
স্ট্যান্ডার্ড কমেট ইভি-র গাড়িটির এক্সটিরিয়ার এবং ইন্টিরিয়ারে একাধিক পরিবর্তন রয়েছে গেমার এডিশনটির

এমজি কমেট গেমার এডিশন মডেলের রং । MG Comet Gamer Edition Model Color :

এই এডিশনের গাড়ির বাইরের রং আলাদা হবে। ডুয়াল-টোন পেইন্ট হবে এই মডেলটির। জানা গিয়েছে, কালো এবং নিওন পার্পল- রঙের মিশেলে রয়েছে এই এডিশনের মডেলে। পাশাপাশি নীল রঙের একটি ছাপও রয়েছে এখানে।

ডুয়াল-টোন পেইন্ট হবে এই মডেলটির
ডুয়াল-টোন পেইন্ট হবে এই মডেলটির

এমজি কমেট গেমার এডিশনের স্পেসিফিকেশন । Specifications of MG Comet Gamer Edition :

এমজি মোটর্স তাদের গাড়ি নতুন এমজি কমেট গেমার এডিশনে ফিচার ও স্পেসিফিকেশনের কোনও পরিবর্তন করেনি।  স্ট্যান্ডার্ড ভার্সনের মতোই এই নতুন মডেলেও রয়েছে টাটা অটোকম্প (Tata AutoComp) এর ১৭.৩kWh ব্যাটারি প্যাক। যা সর্বাধিক ২৩০  কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। এটি আইপি৬৭ (IP67)-রেটযুক্ত ব্যাটারি প্যাক ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স। এর সিঙ্গল ফ্রন্ট-এক্সেল বৈদ্যুতিক মোটর ৪২bhp শক্তি ও ১১০Nm টর্ক উৎপন্ন করে। এটি  স্বয়ংক্রিয় গিয়ারবক্স পায়। একটি ৩.৩ কিলোওয়াট চার্জার দিয়ে গাড়িতে  ১০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ দিতে ৫ ঘণ্টা সময় লাগে। জানা গিয়েছে, এই গাড়িতে সামনে ডিস্ক ও পিছনের ড্রাম ব্রেকও রয়েছে।

সর্বাধিক ২৩০  কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম
সর্বাধিক ২৩০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম

এমজি কমেট গেমার এডিশনের দাম । MG Comet Gamer Edition Price :

এই গাড়িটি এসএআইসি (SAIC) এর জিএসইভি (GSEV) প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। জানা গিয়েছে, এই গাড়ির এক্স-শোরুম মূল্য ৭,৯৮,০০০ টাকা। বলাই বাহুল্য, এই গাড়িটি অন্যান্য ইলেকট্রিক গাড়ির তুলনায় কম। যেখানে টাটা টিয়াগো ইভির (Tata Tiago EV) দাম ৮.৬৯ থেকে ১১.৯৯ লক্ষ টাকা এবং সিট্রোএন ইসি৩ (Citroen EC3) এর মূল্য ১১.৫০ লক্ষ থেকে ১২.৭৬ লক্ষ টাকা।

এই গেমার এডিশনের গাড়ির মোট তিনটি ভ্যারিয়েন্ট থাকছে
এই গেমার এডিশনের গাড়ির মোট তিনটি ভ্যারিয়েন্ট থাকছে

এই গেমার এডিশনের গাড়ির মোট তিনটি ভ্যারিয়েন্ট থাকছে, যা হলো পেস (Pace), প্লে (Play), প্লাশ (Plush)। ভারতীয় গেমার নমন মাথুরের ডিজাইন করা এই গাড়ি কিনতে আগ্রহী ক্রেতারা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং দেশের সমস্ত এমজি ডিলারশিপ থেকে এই গেমার মডেলটি কিনতে পারবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File