তৃণমূলে যোগ দিলেন মুকুল সাংমা-সহ আরও ১২ বিধায়ক!

Wednesday, December 8 2021, 5:45 am
highlightKey Highlights

কংগ্রেস ছেড়ে মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়া আর কে কে যোগদান করলেন, জেনে নেওয়া যাক।


প্রকাশ্যে এসেছে ফের একবার দলবদলের ছবি। এর আগেও দলবদলের ছবি প্রকাশ্যে এসেছিল। সম্প্রতি তৃণমূলে যোগ দিলেন মেঘালয়ের (Meghalaya) প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা (Mukul Sangma)। তাঁর সাথে তৃণমূলে যোগ দিয়েছেন কংগ্রেসের ১২ বিধায়ক। মেঘালয়ে (Meghalaya) কংগ্রেসের বিধায়ক সংখ্যা ছিল ১৮। ১২ জন বিধায়ক যোগ দেওয়ায় প্রধান বিরোধীদল হল তৃণমূল। ৬০ আসনের মেঘালয় বিধানসভায় এনডিএ-র ৪০ বিধায়ক।

তৃণমূলে যোগ দিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা
তৃণমূলে যোগ দিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা

কিছুদিন আগে তৃণমূলে যোগ দেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes)। সম্প্রতি গোয়ায় (Goa) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর হাতে তুলে দেন তৃণমূলের (TMC) পতাকা। ঐ একইদিনে তৃণমূলে যোগ দিয়েছেন কংগ্রেসের নাফিসা আলি (Nafisha ali)।

Trending Updates
তৃণমূলে যোগ দেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ
তৃণমূলে যোগ দেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ

হঠাৎই ভোলবদল! সরকারের বিরুদ্ধে এতদিন জোরদার আন্দোলন করে আসা সংগঠনের আচমকা ভোলবদল। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ মিশে গেল রাজ্যের শাসক দলের সঙ্গে। গত ২১শে নভেম্বর, ২০২১ ডায়মন্ডহারবারে তৃণমূলের মঞ্চে শিক্ষামন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগ দেন সংগঠনের রাজ্য সম্পাদক ও ২ হাজার সদস্য। তাঁদের দাবি, এবার কেন্দ্রের শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করবেন তাঁরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File