মা লক্ষ্মীর আগমনে পুজোর বাজার আগুন, ১ টা নারকেলের দাম ৫০ টাকা, আকাশ ছোঁয়া মিষ্টির দামও

Sunday, October 9 2022, 5:52 am
highlightKey Highlights

দুর্গাপুজোর পর মায়ের বিদায়ের দুঃখ খানিক মেটাতে মা লক্ষ্মীর আরাধনায় মাতবেন বঙ্গবাসী।


আজ কোজাগরী লক্ষ্মী পূজা। ঘরে ঘরে মা লক্ষ্মীর  আরাধনা করা হচ্ছে।আর তারজন্যই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। এদিকে লক্ষ্মীপুজোর জেরে বাজার দর আগুন। ফল থেকে সবজি সব জিনিসের আকাশ ছোঁয়া দাম। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য অনার আরাধনা করতে তাই টান পড়ছে মধ্যবিত্তের পকেটে।

কোজাগরী লক্ষ্মীর আরাধনায় মধ্যবিত্তের লক্ষ্মীর ঝাঁপিতে পড়ছে টান, ফল-সবজির সাথে পাল্লা দিয়ে বেড়েছে মিষ্টির দামও

কোজাগরী লক্ষ্মীপুজোর সময় এগিয়ে আসতেই বাজার আগুন। ফলের বাজারে হাত দেওয়াই দায় হয়ে উঠেছে। সবচেয়ে সস্তা দামের ফলের দরও ১০০ টাকার নীচে নেই। আপেল, ন্যাসপাতি, কলা, শাকআলু থেকে শুরু করে আঙুর, বেদানা, মোসাম্বি সবকিছুর দামই অগ্নিমূল্য। শশা, পেয়ারা ৭০ থেকে ৮০ টাকার কমে পাওয়া যাচ্ছে না।

Trending Updates

লক্ষ্মীপুজোয় শুধু ফলের বাজার নয় অগ্নিমূল্য সবজির বাজারও। আলুর দাম তো আগে থেকেই বেড়েছিল। এবার সবজির দামেও আগুন। ফুলকপি, বাঁধাকপি এক একটি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। পটল, ঝঙে, টমেটো কোনও কিছুর দামই ৫০ েথকে ৬০ টাকা কেজির নীচে নেই। দাম বেড়েছে প্রতিমা ও পুজোর সামগ্রিরও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File