খেলাধুলা

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা মুম্বই ইন্ডিয়ান্সের কোচের দৌড়ে এগিয়ে, জাতীয় দল ছেড়ে আসছেন আইপিএলে

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা মুম্বই ইন্ডিয়ান্সের কোচের দৌড়ে এগিয়ে, জাতীয় দল ছেড়ে আসছেন আইপিএলে
Key Highlights

মুম্বই ইন্ডিয়ান্স আগামী আইপিএল থেকেই নতুন কোচের তত্ত্বাবধানে মাঠে নামবে।

২০১৭ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের কোচের দায়িত্বে ছিলেন মাহেলা জয়বর্ধনে। তাঁর স্থলাভিষিক্ত হতে চলেছেন মার্ক বাউচার। দক্ষিণ আফ্রিকার হেড কোচের দায়িত্ব থেকে তিনি টি ২০ বিশ্বকাপের পরেই অব্যাহতি নেবেন। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে বাউচারই রোহিত শর্মাদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে।

ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ পরাজয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ক্রিকেট সাউথ আফ্রিকার তরফে জানানো হয়েছিল, মার্ক বাউচার হেড কোচের পদ থেকে সরে দাঁড়াবেন টি ২০ বিশ্বকাপের পরেই। এরপরই তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। মনে করা হচ্ছিল, তিনি দক্ষিণ আফ্রিকায় শুরু হতে চলা এসএ টি ২০ লিগে এমআই কেপ টাউন দলের হেড কোচ হবেন। কেপ টাউন দলটির ফ্র্যাঞ্চাইজি কিনেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আইপিএলে তারাই মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার। সাইমন ক্যাটিচ এই দলের হেড কোচ হয়েছেন। তাতেই স্পষ্ট হয়েছে, বাউচারকে আইপিএলেই কোচ করতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স।

মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফে বড়সড় রদবদল হচ্ছে। হেড কোচ মাহেলা জয়বর্ধনেকে গ্লোবাল হেড অব পারফরম্যান্স পদে উন্নীত করা হয়েছে। ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস থেকে জাহির খানকে করা হয়েছে গ্লোবাল হেড অব ক্রিকেট ডেভেলপমেন্ট। সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলা আইএল টি ২০-তেও মুম্বই ইন্ডিয়ান্সের দল থাকছে। ফলে রিলায়েন্সের তিনটি টি ২০ দলের কোচিং স্টাফের মাথায় থাকবেন জয়বর্ধনে। এই সব দলেরই কোচিং স্টাফ চূড়ান্ত করতে জয়বর্ধনের মতামত গুরুত্ব পেয়েছে। চলতি সপ্তাহে মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ হিসেবে বাউচারের নাম ঘোষণা করা হতে পারে।


Maldah | ফের ভিনরাজ্যে বাংলাভাষীর ওপর অত্যাচারের অভিযোগ! পে লোডারে চাপিয়ে বাংলার শ্রমিককে ছুঁড়ে দেওয়া হয় বাংলাদেশে!
Dhoni-Messi | ডিসেম্বরে ইডেনে আসছেন মেসি, ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বজয়ী ধোনির খেলা দেখবেন তিনি
UGC NET 2025 | UGC-NETএ বাজিমাত দুই বঙ্গ তনয়ার! শীর্ষস্থান পেলেন কাটোয়ার নিলুফা ও মধ্যমগ্রামের রিক্তা!
Newtown | নিউটাউনের গেস্ট হাউস থেকে উদ্ধার যুবতীর দেহ! বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে খুন করলো স্বামী!
21 July TMC | ২১শে জুলাইয়ের মঞ্চে অসুস্থ শত্রুঘ্ন-শতাব্দী-মদনরা! তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো হাসপাতালে!
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
দয়ার প্রতিভু ~ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | Biography of Vidyasagar in Bengali with PDF