শান্তিতে বিশ্রাম

RIP Manab Mukherjee: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়

RIP Manab Mukherjee: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়
Key Highlights

দীর্ঘ অসুস্থতার পর অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৭ বছর বয়সে প্রয়াত বাম আমলের মন্ত্রী মানব মুখোপাধ্যায়, আগামীকাল দেহদান হবে।

চলে গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা মানব মুখোপাধ্যায়। মল্লিকবাজারে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে আজ, ২৯শে নভেম্বর, ২০২২  দুপুর ১১টা ৪৫ মিনিট নাগাদ মানব মুখোপাধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে গিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কলকাতা জেলার সম্পাদক কল্লোল মজুমদার-সহ দলের নেতারা।

মানব মুখোপাধ্যায়-এর মস্তিষ্কে আগেও রক্তক্ষরণ হয়েছিল দু’বার। প্রথম বার হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও তিনি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। সম্প্রতি ফের মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েচিল তাঁর। গত অগাস্ট মাসে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা মানবের শারীরিক অবস্থা সঙ্কটজনক হয়েছিল। তখন তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কয়েক বছর আগে এক বার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল তাঁর। 

আজ চক্ষুদানের পর পিস ওয়ার্ল্ডে তার মরদেহ রাখা হবে এবং আগামীকাল ৩০শে নভেম্বর সকাল ১০ টায় সেখান থেকে বেরিয়ে বেলেঘাটা পূর্বতন জোন অফিসে নিয়ে যাওয়া হবে মরদেহ। সকাল ১১টায় সিপিএমের রাজ্য দফতর, ১১টা ৩০ মিনিটে জেলা দফতর নিয়ে যাওয়া হবে। বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে মিছিল করে কলকাতা মেডিকাল কলেজে গিয়ে দেহদান করা হবে।

তিনি সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক ছিলেন। পরে বেলেঘাটা থেকে জিতে মন্ত্রীও হয়েছিলেন। একসময় তিনি পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি ও পর্যটন মন্ত্রী ছিলেন তিনি। মন্ত্রী থাকার সময়ে জড়িয়েছিলেন চশমা বিতর্কেও। মার্ক্সবাদী তত্ত্ব চর্চায় রাজ্য সিপিএমে একটা সময়ে মানব ছিলেন সামনের সারিতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রিয় ছিলেন এই নেতা।


Dust Allergy | ধুলোর সংস্পর্শে আসতেই শুরু হাঁচি? ডাস্ট অ্যালার্জি থেকে মুক্তি পেতে মেনে চলুন এই কয়েকটি বিষয়!
Mrinal Sen | তাঁর ছবিতে বার বার ফুটে উঠেছে নিম্নবিত্ত-মধ্যবিত্ত শ্রেণির সংগ্রাম! বাংলা চলচিত্র জগতে নতুন ধারার প্রবর্তন করেন কিংবদন্তি মৃণাল সেন!
CEOs in India | কারুর বেতন ৩০ কোটি তো কারুর ৮২কোটি! জানুন ভারতের সর্বোচ্চ বেতন প্রাপ্ত সিইও কারা!
IPL 2024 | বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে ইডেনের মুম্বই-কলকাতার ম্যাচ! খেলা না হলে প্রথম দল হিসাবে প্লে-অফ পাকা করতে পারবে কেকেআর?
আজকের সেরা খবর | লোকসভা ভোটের মাঝেই CAA-এর আওতায় নাগরিকত্ব দেওয়া হল ১৪ জনকে!
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য